ETV Bharat / state

রেশন ডিলারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের - lock down news updates

পুরুলিয়ার বোরো থানার আঁকরো গ্রামের ঘটনা। সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম রেশন সামগ্রী দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে আটকে রাখল গ্রামবাসী । পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

image
ছবি
author img

By

Published : Apr 1, 2020, 4:24 PM IST

Updated : Apr 1, 2020, 8:48 PM IST

পুরুলিয়া, 1 এপ্রিল : রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মেলেনি পর্যাপ্ত রেশনসামগ্রী । অভিযোগে, ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখাল গ্রামবাসী । পরে, বিক্ষুব্ধ জনতার হাত থেকে রেশন ডিলারকে উদ্ধার করার চেষ্টা করলে পুলিশের গাড়ি ঘিরেও দেখানো হয় বিক্ষোভ । শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । ঘটনায় জখম বেশ কয়েকজন গ্রামবাসী । পুরুলিয়ার বোরো থানার আঁকরো গ্রামের ঘটনা।

স্থানীয়দের তরফে জানা যায়, দীর্ঘদিন ধরেই সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম রেশন সামগ্রীর দেওয়ার অভিযোগ উঠছিল আঁকরোর এই রেশন ডিলার শিবপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে । এমনকি বারবার চাওয়ার পরও মিলত না নিজেদের প্রাপ্য রেশন । বর্তমানে একে কোরোনার সংক্রমণ । তারউপর সারা দেশ লকডাউন । বন্ধ প্রায় সমস্ত পরিষেবাও। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার নির্দেশ দিয়েছিল । গ্রামবাসীদের অভিযোগ, বিনামূল্যের এই খাদ্যসামগ্রী দেওয়ার ক্ষেত্রেও একই কাজ করে রেশন ডিলার শিবপ্রসাদ । আজ রেশন দিতে গিয়ে প্রথমে কয়েকজনের সঙ্গে বচসা বাধে শিবপ্রসাদের । বচসা জেরেই উত্তেজিত হয়ে বাকিরা । এরপর শিবপ্রসাদকে আটকে রেখে রেশন দোকানে তালা ঝুলিয়ে দেয় তারা ।

image
ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখাল গ্রামবাসী

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বোরো থানার পুলিশ । তালা খুলে রেশন ডিলারকে উদ্ধার করে । পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় । দাবি করে, অভিযুক্তকে গাড়ি নয় পায়ে হাঁটিয়ে থানায় নিয়ে যেতে হবে । আর ঘটনাস্থানেই এর বিচার করে শাস্তি দিতে হবে ।

পুলিশের লাঠিচার্জের ভিডিয়ো

প্রায় ঘণ্টাখানেক পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসী । শেষমেশ পরিস্থিতির সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ । এর জেরে জখম হয়েছেন কয়েকজন । প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ তাঁরা ।

পুরুলিয়া, 1 এপ্রিল : রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মেলেনি পর্যাপ্ত রেশনসামগ্রী । অভিযোগে, ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখাল গ্রামবাসী । পরে, বিক্ষুব্ধ জনতার হাত থেকে রেশন ডিলারকে উদ্ধার করার চেষ্টা করলে পুলিশের গাড়ি ঘিরেও দেখানো হয় বিক্ষোভ । শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । ঘটনায় জখম বেশ কয়েকজন গ্রামবাসী । পুরুলিয়ার বোরো থানার আঁকরো গ্রামের ঘটনা।

স্থানীয়দের তরফে জানা যায়, দীর্ঘদিন ধরেই সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম রেশন সামগ্রীর দেওয়ার অভিযোগ উঠছিল আঁকরোর এই রেশন ডিলার শিবপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে । এমনকি বারবার চাওয়ার পরও মিলত না নিজেদের প্রাপ্য রেশন । বর্তমানে একে কোরোনার সংক্রমণ । তারউপর সারা দেশ লকডাউন । বন্ধ প্রায় সমস্ত পরিষেবাও। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার নির্দেশ দিয়েছিল । গ্রামবাসীদের অভিযোগ, বিনামূল্যের এই খাদ্যসামগ্রী দেওয়ার ক্ষেত্রেও একই কাজ করে রেশন ডিলার শিবপ্রসাদ । আজ রেশন দিতে গিয়ে প্রথমে কয়েকজনের সঙ্গে বচসা বাধে শিবপ্রসাদের । বচসা জেরেই উত্তেজিত হয়ে বাকিরা । এরপর শিবপ্রসাদকে আটকে রেখে রেশন দোকানে তালা ঝুলিয়ে দেয় তারা ।

image
ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখাল গ্রামবাসী

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বোরো থানার পুলিশ । তালা খুলে রেশন ডিলারকে উদ্ধার করে । পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় । দাবি করে, অভিযুক্তকে গাড়ি নয় পায়ে হাঁটিয়ে থানায় নিয়ে যেতে হবে । আর ঘটনাস্থানেই এর বিচার করে শাস্তি দিতে হবে ।

পুলিশের লাঠিচার্জের ভিডিয়ো

প্রায় ঘণ্টাখানেক পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসী । শেষমেশ পরিস্থিতির সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ । এর জেরে জখম হয়েছেন কয়েকজন । প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ তাঁরা ।

Last Updated : Apr 1, 2020, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.