ETV Bharat / state

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের - পুরুলিয়া

জলের দাবিতে পুরুলিয়ায় বিক্ষোভ। আগামী 15দিনের মধ্য়ে সমস্য়া সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

agitation-in-purulia-for-demand-of-water
পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের
author img

By

Published : Feb 26, 2021, 4:07 PM IST

পুরুলিয়া, 26 ফেব্রুয়ারি : পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি কোটশিলা থানার হীরাপুর-আদারডি গ্রাম পঞ্চায়েত এলাকার। রাস্তার উপর কলসী, হাঁড়ি বালতি রেখে বিক্ষোভে সামিল হন তাঁরা।

জানা গেছে, হড়বহ গ্রামে পানীয় জলের সমস্য়া দীর্ঘদিনের। গ্রামে কয়েকটি নলকূপ থাকলেও সেগুলি বিকল অবস্থায় পড়ে রয়েছে। তাঁদের অভিযোগ, বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। জল আনতে যেতে প্রায় 2, 3 কিলোমিটার দূরে যেতে হয়। তার প্রতিবাদেই আজকের বিক্ষোভ। বেশ কিছুক্ষণ আড়ষা-বেগুনকোদর রাস্তা অবরোধ করে রাখেন তাঁরা।

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝালদা-২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অঙ্কিতা উপাধ্যায়। সেখানে গিয়ে অবরোধকারী মহিলাদের সঙ্গে কথা বলেন এবং আগামী ১৫ দিনের মধ্যে পানীয় জলের সমস্যা দূর করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন মহিলারা।

পুরুলিয়া, 26 ফেব্রুয়ারি : পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি কোটশিলা থানার হীরাপুর-আদারডি গ্রাম পঞ্চায়েত এলাকার। রাস্তার উপর কলসী, হাঁড়ি বালতি রেখে বিক্ষোভে সামিল হন তাঁরা।

জানা গেছে, হড়বহ গ্রামে পানীয় জলের সমস্য়া দীর্ঘদিনের। গ্রামে কয়েকটি নলকূপ থাকলেও সেগুলি বিকল অবস্থায় পড়ে রয়েছে। তাঁদের অভিযোগ, বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। জল আনতে যেতে প্রায় 2, 3 কিলোমিটার দূরে যেতে হয়। তার প্রতিবাদেই আজকের বিক্ষোভ। বেশ কিছুক্ষণ আড়ষা-বেগুনকোদর রাস্তা অবরোধ করে রাখেন তাঁরা।

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝালদা-২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অঙ্কিতা উপাধ্যায়। সেখানে গিয়ে অবরোধকারী মহিলাদের সঙ্গে কথা বলেন এবং আগামী ১৫ দিনের মধ্যে পানীয় জলের সমস্যা দূর করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন মহিলারা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.