ETV Bharat / state

"দুয়ারে সরকার" প্রকল্পের তীব্র সমালোচনা অধীরের - দুয়ারে সরকার প্রকল্পের তীব্র সমালোচনা অধীরের

পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে যোগদান করে রাজ্য সরকারের "দুয়ারে সরকার" প্রকল্পকে তীব্র সমালোচনা করলেন অধীররঞ্জন চৌধুরি ।

"দুয়ারে সরকার" প্রকল্পের তীব্র সমালোচনা অধীরের
"দুয়ারে সরকার" প্রকল্পের তীব্র সমালোচনা অধীরের
author img

By

Published : Dec 6, 2020, 1:41 PM IST

পুরুলিয়া, 6 ডিসেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচন । ভোটের দামামা ইতিমধ্যেই বেজে উঠেছে । আর ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছে । বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্য়মে প্রচার শুরু করেছে দলগুলি । জেলায় জেলায় শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রচার । গতকাল পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি পুরুলিয়ায় এসে দুয়ারে সরকার প্রকল্পের তীব্র সমালোচনা করেন ।

আরও পড়ুন : আরামবাগে "দুয়ারে সরকার" প্রকল্পের পোস্টার ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তিনি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতার প্রতিবাদে পদযাত্রা ও মহামিছিলে যোগ দেন । পুরুলিয়ার জয়পুরে এই কর্মসূচির আয়োজন হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত, বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা । পদযাত্রার পর জয়পুর ব্লকের আরবিবি হাইস্কুল মাঠে একটি জনসভার আয়োজন করা হয় ।

আরও পড়ুন : দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে শাসকদলের হাতাহাতি, থানা ঘেরাও

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অধীররঞ্জন চৌধুরি বলেন, "দুয়ারে সরকার প্রকল্প খুব ভালো কাজ । আমি নিজে তৃণমূলের হয়ে প্রচার করছি আগামীকাল থেকেই বিডিও অফিসে গিয়ে আপনারা আপনাদের দাবি দাওয়া আদায় করে নিন । এ সুযোগ ছাড়বেন না । আর কাজ না হলে বিডিও অফিস ঘেরাও করুন । কারণ দিদি এখন চাপে পড়েছে । ভোটে হারবে ভেবেছে । তাই আপনাদের খাতির করতে চাইছে ।"

আরও পড়ুন : পরিকল্পনার অভাবে বারাসতে স্থগিত "দুয়ারে সরকার" কর্মসূচি

এছাড়া তিনি আরও বলেন, "ভোটের সময়ে সবাই দুয়ারে দুয়ারে যায় । আমরা যারা রাজনীতি করি, যারা ভোটে দাঁড়ায় তাদের থেকে বড় ভিখারি বাজারে খুঁজে পাবেন না । ভোট এলে না ডাকলেও আমরা দুয়ারে দুয়ারে যাব । ভোট পেরোলেই দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই । 10 বছর পর আবার দিদি এসেছে দুয়ারে দুয়ারে ।"

আরও পড়ুন : তৃণমূলের বহিরাগত তত্ত্বের জবাব দিতে গিয়ে কি হোঁচট খাচ্ছে বিজেপি ?

বিজেপি ও তৃণমূলের ভোটের প্রচার নিয়ে গতকাল তিনি বলেন, "বিজেপি বলছে ভোট ভাগ হোক হিন্দু আর মুসলমানে, আর দিদি বলছে ভোট ভাগ হোক বাঙালি আর অবাঙালিতে । মানুষের কথা ভাবছে কে ? কংগ্রেস তাই দায়িত্ব পালন করার জন্য সর্ব স্তরের মানুষকে একসাথে চলার জন্য উদ্বুদ্ধ করছে । তাই এই বাংলা থেকে দুটো অপশক্তি বিজেপি আর তৃণমূলকে উৎখাত করুন । আমরাই বাংলায় সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনব ।"

আরও পড়ুন : তৃণমূল কর্মীরা বাড়ি গেলে লোকে গাছে বেঁধে পেটাবে , 'দুয়ারে সরকার' প্রসঙ্গে বললেন সায়ন্তন

জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীররঞ্জন চৌধুরি বলেন, "আগামী দিনে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাড়ছে তার ইঙ্গিত দিচ্ছে । তৃণমূল দল খণ্ডিত হওয়ারও ইঙ্গিত রয়েছে । এই তৃণমূল ভাঙতে ভাঙতে একদিন অস্তিত্বই মিটে যাবে । যারা মনে করবে তৃণমূল দলে অপমানিত বঞ্চিত লাঞ্চিত যারা মনে করবে বিজেপি দল বাংলার মানুষের জন্য কিছু করতে পারবে না, তাদের জন্য কংগ্রেসের দরজা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয় সারারাত দরজা খোলা থাকবে । কংগ্রেসে চলে আসুন আমরা সবাই মিলে বাংলা গড়বো ।"

পুরুলিয়া, 6 ডিসেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচন । ভোটের দামামা ইতিমধ্যেই বেজে উঠেছে । আর ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছে । বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্য়মে প্রচার শুরু করেছে দলগুলি । জেলায় জেলায় শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রচার । গতকাল পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি পুরুলিয়ায় এসে দুয়ারে সরকার প্রকল্পের তীব্র সমালোচনা করেন ।

আরও পড়ুন : আরামবাগে "দুয়ারে সরকার" প্রকল্পের পোস্টার ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তিনি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতার প্রতিবাদে পদযাত্রা ও মহামিছিলে যোগ দেন । পুরুলিয়ার জয়পুরে এই কর্মসূচির আয়োজন হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত, বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা । পদযাত্রার পর জয়পুর ব্লকের আরবিবি হাইস্কুল মাঠে একটি জনসভার আয়োজন করা হয় ।

আরও পড়ুন : দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে শাসকদলের হাতাহাতি, থানা ঘেরাও

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অধীররঞ্জন চৌধুরি বলেন, "দুয়ারে সরকার প্রকল্প খুব ভালো কাজ । আমি নিজে তৃণমূলের হয়ে প্রচার করছি আগামীকাল থেকেই বিডিও অফিসে গিয়ে আপনারা আপনাদের দাবি দাওয়া আদায় করে নিন । এ সুযোগ ছাড়বেন না । আর কাজ না হলে বিডিও অফিস ঘেরাও করুন । কারণ দিদি এখন চাপে পড়েছে । ভোটে হারবে ভেবেছে । তাই আপনাদের খাতির করতে চাইছে ।"

আরও পড়ুন : পরিকল্পনার অভাবে বারাসতে স্থগিত "দুয়ারে সরকার" কর্মসূচি

এছাড়া তিনি আরও বলেন, "ভোটের সময়ে সবাই দুয়ারে দুয়ারে যায় । আমরা যারা রাজনীতি করি, যারা ভোটে দাঁড়ায় তাদের থেকে বড় ভিখারি বাজারে খুঁজে পাবেন না । ভোট এলে না ডাকলেও আমরা দুয়ারে দুয়ারে যাব । ভোট পেরোলেই দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই । 10 বছর পর আবার দিদি এসেছে দুয়ারে দুয়ারে ।"

আরও পড়ুন : তৃণমূলের বহিরাগত তত্ত্বের জবাব দিতে গিয়ে কি হোঁচট খাচ্ছে বিজেপি ?

বিজেপি ও তৃণমূলের ভোটের প্রচার নিয়ে গতকাল তিনি বলেন, "বিজেপি বলছে ভোট ভাগ হোক হিন্দু আর মুসলমানে, আর দিদি বলছে ভোট ভাগ হোক বাঙালি আর অবাঙালিতে । মানুষের কথা ভাবছে কে ? কংগ্রেস তাই দায়িত্ব পালন করার জন্য সর্ব স্তরের মানুষকে একসাথে চলার জন্য উদ্বুদ্ধ করছে । তাই এই বাংলা থেকে দুটো অপশক্তি বিজেপি আর তৃণমূলকে উৎখাত করুন । আমরাই বাংলায় সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনব ।"

আরও পড়ুন : তৃণমূল কর্মীরা বাড়ি গেলে লোকে গাছে বেঁধে পেটাবে , 'দুয়ারে সরকার' প্রসঙ্গে বললেন সায়ন্তন

জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীররঞ্জন চৌধুরি বলেন, "আগামী দিনে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাড়ছে তার ইঙ্গিত দিচ্ছে । তৃণমূল দল খণ্ডিত হওয়ারও ইঙ্গিত রয়েছে । এই তৃণমূল ভাঙতে ভাঙতে একদিন অস্তিত্বই মিটে যাবে । যারা মনে করবে তৃণমূল দলে অপমানিত বঞ্চিত লাঞ্চিত যারা মনে করবে বিজেপি দল বাংলার মানুষের জন্য কিছু করতে পারবে না, তাদের জন্য কংগ্রেসের দরজা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয় সারারাত দরজা খোলা থাকবে । কংগ্রেসে চলে আসুন আমরা সবাই মিলে বাংলা গড়বো ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.