ETV Bharat / state

Abhishek Banerjee: নোটবন্দিতে ব্যাংকের দুয়ারে নয়, প্রধানমন্ত্রী বদলের লাইনে দাঁড়ানোর ডাক অভিষেকের

নোটবন্দির লাইন না দিয়ে বরং ইভিএমে বোতাম টিপে প্রধানমন্ত্রী বদল করবে মানুষ ৷ পুরুলিয়া থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দেশের প্রধানমন্ত্রী বদলের ডাক দিলেন অভিষেক ৷

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 25, 2023, 7:27 PM IST

Updated : May 25, 2023, 9:25 PM IST

প্রধানমন্ত্রী বদলের লাইনে দাঁড়ানোর ডাক অভিষেকের

পুরুলিয়া, 25 মে: গতকালই বাঁকুড়া থেকে পুরুলিয়ার মাটিতে পা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটি জেলাই বিজেপির শক্তঘাঁটি বলে পরিচিত ৷ গত বিধানসভা ভোটেও এই দুই জেলাতেই ভালো ফল করেছে বিজেপি ৷ আর বৃহস্পতিবার সেই পুরুলিয়া থেকে প্রধানমন্ত্রী মোদিকেই মূল নিশানা করলেন অভিষেক ৷ এদিন পুরুলিয়ার মাটি থেকে দেশের প্রধানমন্ত্রী বদলেরও ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন নবজোয়ার কর্মসূচিতে পুরুলিয়ায় যান অভিষেক ৷ অভিষেকের হুংকার, প্রধানমন্ত্রী ভাবছেন আমি যা ভাবব, তাই করব। রিমোট কন্ট্রোলের মাধ্যমে মানুষের টাকা বন্ধ করে দেব। প্রধানমন্ত্রীর হাতে রিমোট কন্ট্রোল থাকলে আপনার হাতেও আছে ভোটের বোতাম। প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোলের বোতাম টিপবেন আর আপনি ইভিএমের। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের টাকা বন্ধ করে দিলে, মানুষ প্রধানমন্ত্রী বদল করে দেবে ৷ তাঁর কথায়, "অনেক হয়েছে নোট বন্দি, ভোট বন্দি। এবার যদি লাইনে দাঁড়ান নোট বদলানোর জন্য নয় । প্রধানমন্ত্রী বদলানোর জন্য।" তাঁর দাবি, 100 দিনের টাকা, আবাসের টাকা রাস্তার টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা সব বন্ধ করে দিয়েছে কেন্দ্র ৷

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জঙ্গলমহল এবং আদিবাসী অধ্যুসিত এলাকায় ভালো ফল করেছিল বিজেপি ৷ লোকসভা ভোটের ফলের তুলনায় বিধানসভা নির্বাচনে আশাতীত ফল করতে পারেনি বিজেপি ৷ যা ভেবেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেই 200 আসন পার করা তো দূরের কথা, 100-এর অনেকটা নীচেই আটকে গিয়েছিল বিজেপির রথের চাকা ৷ তাৎপর্যপূর্ণভাবে, গোটা রাজ্য যখন মুখ ফিরিয়ে নিয়েছিল বিজেপির থেকে, সেখানে পুরুলিয়া, বাঁকুড়ার জঙ্গল অধ্যুষিত এলাকা কিন্তু বিজেপিকে নিরাশ করেনি ৷ এদিন পুরুলিয়ার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপি এবং কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন অভিষেক। বিশেষ করে যেভাবে গরিব মানুষের 100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনার বাড়ি, গ্রাম সড়ক যোজনার রাস্তার টাকা আটকে রেখেছে কেন্দ্র, তা নিয়েও সরব হয়েছেন অভিষেক। সাধারণ মানুষকে নিয়ে দিল্লিতে মানুষের দাবী-দাওয়া নিয়ে আন্দোলনে কথাও শুনিয়েছেন অভিষেক।

এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "বিজেপি এই পুরুলিয়ায় আপনাদের ভোটে 2019 সালে একজন সাংসদ হয়েছিল। আপনারা দেখাতে পারবেন না তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই পুরুলিয়ার জন্য কোনও প্রকল্প নিয়ে এসেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আপনার বাড়িতে পরিষেবা পৌঁছে দিয়েছে।"

আরও পড়ুন: শনিবার একমঞ্চে মমতা ও অভিষেক, এগরা থেকে নবজোয়ারে যাবেন মুখ্যমন্ত্রী

অভিষেক বলেন, "বাংলায় বিজেপি হোঁচট খেয়েছে। হেরে গিয়েছে ৷ সেই কারণে এরা বাংলার টাকা বন্ধ করে রেখে দিয়েছে। এই মুহূর্তে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া 1 লক্ষ 15 হাজার কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য আমি দিল্লিতে আপনাদের হয়ে লড়াই করতে রাজি আছি। মোদি সরকারের রিমোট কন্ট্রোল আপনাদের হাতে। প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোল চেপে আপনাদের টাকা বন্ধ করে রেখেছে। আপনারাই ঠিক করুন আপনারা কী চান।"

এদিন এই কর্মসূচি থেকে মূল্যবৃদ্ধি, ধর্ম নিয়ে রাজনীতির প্রসঙ্গ তুলে তা নিয়েও বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন অভিষেক। তাঁর দাবি, বিজেপির জয়রথ থামিয়েছে বঙ্গের মানুষ। তাই বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্রের সরকার।

প্রধানমন্ত্রী বদলের লাইনে দাঁড়ানোর ডাক অভিষেকের

পুরুলিয়া, 25 মে: গতকালই বাঁকুড়া থেকে পুরুলিয়ার মাটিতে পা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটি জেলাই বিজেপির শক্তঘাঁটি বলে পরিচিত ৷ গত বিধানসভা ভোটেও এই দুই জেলাতেই ভালো ফল করেছে বিজেপি ৷ আর বৃহস্পতিবার সেই পুরুলিয়া থেকে প্রধানমন্ত্রী মোদিকেই মূল নিশানা করলেন অভিষেক ৷ এদিন পুরুলিয়ার মাটি থেকে দেশের প্রধানমন্ত্রী বদলেরও ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন নবজোয়ার কর্মসূচিতে পুরুলিয়ায় যান অভিষেক ৷ অভিষেকের হুংকার, প্রধানমন্ত্রী ভাবছেন আমি যা ভাবব, তাই করব। রিমোট কন্ট্রোলের মাধ্যমে মানুষের টাকা বন্ধ করে দেব। প্রধানমন্ত্রীর হাতে রিমোট কন্ট্রোল থাকলে আপনার হাতেও আছে ভোটের বোতাম। প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোলের বোতাম টিপবেন আর আপনি ইভিএমের। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের টাকা বন্ধ করে দিলে, মানুষ প্রধানমন্ত্রী বদল করে দেবে ৷ তাঁর কথায়, "অনেক হয়েছে নোট বন্দি, ভোট বন্দি। এবার যদি লাইনে দাঁড়ান নোট বদলানোর জন্য নয় । প্রধানমন্ত্রী বদলানোর জন্য।" তাঁর দাবি, 100 দিনের টাকা, আবাসের টাকা রাস্তার টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা সব বন্ধ করে দিয়েছে কেন্দ্র ৷

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জঙ্গলমহল এবং আদিবাসী অধ্যুসিত এলাকায় ভালো ফল করেছিল বিজেপি ৷ লোকসভা ভোটের ফলের তুলনায় বিধানসভা নির্বাচনে আশাতীত ফল করতে পারেনি বিজেপি ৷ যা ভেবেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেই 200 আসন পার করা তো দূরের কথা, 100-এর অনেকটা নীচেই আটকে গিয়েছিল বিজেপির রথের চাকা ৷ তাৎপর্যপূর্ণভাবে, গোটা রাজ্য যখন মুখ ফিরিয়ে নিয়েছিল বিজেপির থেকে, সেখানে পুরুলিয়া, বাঁকুড়ার জঙ্গল অধ্যুষিত এলাকা কিন্তু বিজেপিকে নিরাশ করেনি ৷ এদিন পুরুলিয়ার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপি এবং কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন অভিষেক। বিশেষ করে যেভাবে গরিব মানুষের 100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনার বাড়ি, গ্রাম সড়ক যোজনার রাস্তার টাকা আটকে রেখেছে কেন্দ্র, তা নিয়েও সরব হয়েছেন অভিষেক। সাধারণ মানুষকে নিয়ে দিল্লিতে মানুষের দাবী-দাওয়া নিয়ে আন্দোলনে কথাও শুনিয়েছেন অভিষেক।

এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "বিজেপি এই পুরুলিয়ায় আপনাদের ভোটে 2019 সালে একজন সাংসদ হয়েছিল। আপনারা দেখাতে পারবেন না তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই পুরুলিয়ার জন্য কোনও প্রকল্প নিয়ে এসেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আপনার বাড়িতে পরিষেবা পৌঁছে দিয়েছে।"

আরও পড়ুন: শনিবার একমঞ্চে মমতা ও অভিষেক, এগরা থেকে নবজোয়ারে যাবেন মুখ্যমন্ত্রী

অভিষেক বলেন, "বাংলায় বিজেপি হোঁচট খেয়েছে। হেরে গিয়েছে ৷ সেই কারণে এরা বাংলার টাকা বন্ধ করে রেখে দিয়েছে। এই মুহূর্তে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া 1 লক্ষ 15 হাজার কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য আমি দিল্লিতে আপনাদের হয়ে লড়াই করতে রাজি আছি। মোদি সরকারের রিমোট কন্ট্রোল আপনাদের হাতে। প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোল চেপে আপনাদের টাকা বন্ধ করে রেখেছে। আপনারাই ঠিক করুন আপনারা কী চান।"

এদিন এই কর্মসূচি থেকে মূল্যবৃদ্ধি, ধর্ম নিয়ে রাজনীতির প্রসঙ্গ তুলে তা নিয়েও বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন অভিষেক। তাঁর দাবি, বিজেপির জয়রথ থামিয়েছে বঙ্গের মানুষ। তাই বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্রের সরকার।

Last Updated : May 25, 2023, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.