পুরুলিয়া, 2 জুলাই: পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত হল আরও তিনজন । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 94 । আক্রান্ত তিনজন রঘুনাথপুর দুই নম্বর ব্লকের বড়রা ও নাতুনডি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ।
পরিযায়ী শ্রমিকরা ফেরার পরই জেলায় কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছিল । ইতিমধ্যেই প্রায় 67 হাজার শ্রমিক জেলায় ফিরেছেন । তাঁদের মধ্যে ভিন রাজ্য থেকে এসেছেন 42 হাজার শ্রমিক । স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের প্রত্যেককেই কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 94। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন 87 জন ৷ বাকি সাতজনের চিকিৎসা চলছে ।
আজ নতুন করে 259 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত জেলায় মোট 14 হাজার 584 জনের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে প্রশাসম সূত্রে খবর । এর মধ্যে 13 হাজার 591 জনের রিপোর্ট নেগেটিভ এবং 94 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছায়নি । বর্তমানে সরকারি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে 579 এবং হোম কোয়ারান্টিনে রয়েছেন 5 হাজার 536 জন ।