ETV Bharat / state

IIT JAM Exam Result 2023: সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য পুরুলিয়ার 4 কৃতির - Purulia News

আইআইটি'র সর্বভারতীয় পরীক্ষায় ভালো ফল করল পুরুলিয়ার 4 পড়ুয়া (Purulia News)৷ উচ্ছ্বসিত জেলাবাসী ৷

ETV Bharat
পুরুলিয়ার ছেলেমেয়েদের সাফল্য
author img

By

Published : Mar 24, 2023, 7:49 PM IST

পুরুলিয়া, 24 মার্চ: সর্বভারতীয় পরীক্ষা আইআইটি জেএএম-এর (IIT JAM Exam) ফলাফল প্রকাশ হতেই পুরুলিয়া জেলার জয়জয়কার । এই জেলার কাশীপুর থানার ভালাগোড়া গ্রামের বাসিন্দা ও রঘুনাথপুর কলেজের ছাত্রী ইতি মাহাতো এই পরীক্ষায় 14 ব়্যাংক করেছেন । ইতির বাবা ভীম সেন মাহাতো স্কুল শিক্ষক ও মা গৃহবধূ ।

অন্য দিকে, আড়ষা থানা এলাকার দুই যুবকও এই পরীক্ষায় ভালো ফল করেছে । আড়ষা থানার পাথরাবেড়া গ্রামের সোমনাথ মাহাতো 128 ব়্যাঙ্ক করেছে সর্বভারতীয়স্তরে (IIT JAM Exam Result)। সোমনাথের বাবা স্বপন মাহাতো চাষের কাজ করেন । মা শান্তি মাহাতো গৃহবধূ । সোমনাথ বর্তমানে পুরুলিয়া শহরের জেকে কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন । ভবিষ্যতে তাঁর শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে ৷

ওই থানা এলাকারই চিতিডি গ্রামের বাসিন্দা অজয় মাহাতো এই পরীক্ষায় ব়্যাংক করেছে 196 ৷ অজয়ের বাবা রমানাথ মাহাতো চাষের কাজ করেন । মা হিমিকা মাহাতো অঙ্গনওয়াড়ি শিক্ষিকা । দুই ভাইয়ের মধ্যে অজয় ছোট ৷ বর্তমানে পুরুলিয়া শহরের জেকে কলেজের ফিজিক্সের ছাত্র তিনি ৷ ভবিষ্যতে ফিজিক্স নিয়ে রিসার্চ করার ইচ্ছে আছে অজয়ের । সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই দুই পড়ুয়া নিজেদের সাফল্যে উচ্ছ্বসিত ৷ দু'জনেই এই সাফল্যের কারণ হিসেবে শিক্ষক ও বাবা মায়ের অবদানের কথা স্বীকার করেছেন (Purulia Students Successful in IIT JAM Exam 2023)।

ভালো ফল করেছে বলরামপুরের প্রণব কুমার । এই পরীক্ষায় তাঁর ব়্যাংক 267 । তিনিও জেকে কলেজের ছাত্র । তাঁরা এক ভাই দুই বোন ৷ প্রণবের বাবা গত হয়েছেন । মা দীপা কুমার গৃহবধূ । কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য বলে জানান তিনি ৷ পড়ুয়াদের সর্বভারতীয় স্তরে এই সাফল্য মেলায় খুশি সকলেই ৷

আরও পড়ুন : ধন্যি মেয়ের অধ্যাবসায় ! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে নেট পরীক্ষায় 99 শতাংশ নম্বর পিয়াসার

পুরুলিয়া, 24 মার্চ: সর্বভারতীয় পরীক্ষা আইআইটি জেএএম-এর (IIT JAM Exam) ফলাফল প্রকাশ হতেই পুরুলিয়া জেলার জয়জয়কার । এই জেলার কাশীপুর থানার ভালাগোড়া গ্রামের বাসিন্দা ও রঘুনাথপুর কলেজের ছাত্রী ইতি মাহাতো এই পরীক্ষায় 14 ব়্যাংক করেছেন । ইতির বাবা ভীম সেন মাহাতো স্কুল শিক্ষক ও মা গৃহবধূ ।

অন্য দিকে, আড়ষা থানা এলাকার দুই যুবকও এই পরীক্ষায় ভালো ফল করেছে । আড়ষা থানার পাথরাবেড়া গ্রামের সোমনাথ মাহাতো 128 ব়্যাঙ্ক করেছে সর্বভারতীয়স্তরে (IIT JAM Exam Result)। সোমনাথের বাবা স্বপন মাহাতো চাষের কাজ করেন । মা শান্তি মাহাতো গৃহবধূ । সোমনাথ বর্তমানে পুরুলিয়া শহরের জেকে কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন । ভবিষ্যতে তাঁর শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে ৷

ওই থানা এলাকারই চিতিডি গ্রামের বাসিন্দা অজয় মাহাতো এই পরীক্ষায় ব়্যাংক করেছে 196 ৷ অজয়ের বাবা রমানাথ মাহাতো চাষের কাজ করেন । মা হিমিকা মাহাতো অঙ্গনওয়াড়ি শিক্ষিকা । দুই ভাইয়ের মধ্যে অজয় ছোট ৷ বর্তমানে পুরুলিয়া শহরের জেকে কলেজের ফিজিক্সের ছাত্র তিনি ৷ ভবিষ্যতে ফিজিক্স নিয়ে রিসার্চ করার ইচ্ছে আছে অজয়ের । সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই দুই পড়ুয়া নিজেদের সাফল্যে উচ্ছ্বসিত ৷ দু'জনেই এই সাফল্যের কারণ হিসেবে শিক্ষক ও বাবা মায়ের অবদানের কথা স্বীকার করেছেন (Purulia Students Successful in IIT JAM Exam 2023)।

ভালো ফল করেছে বলরামপুরের প্রণব কুমার । এই পরীক্ষায় তাঁর ব়্যাংক 267 । তিনিও জেকে কলেজের ছাত্র । তাঁরা এক ভাই দুই বোন ৷ প্রণবের বাবা গত হয়েছেন । মা দীপা কুমার গৃহবধূ । কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য বলে জানান তিনি ৷ পড়ুয়াদের সর্বভারতীয় স্তরে এই সাফল্য মেলায় খুশি সকলেই ৷

আরও পড়ুন : ধন্যি মেয়ের অধ্যাবসায় ! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে নেট পরীক্ষায় 99 শতাংশ নম্বর পিয়াসার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.