ETV Bharat / state

পুরুলিয়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 343

author img

By

Published : Aug 10, 2020, 3:09 PM IST

পুরুলিয়ায় এক দিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা 23 । জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 343 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের ।

corona update in purulia
পুরুলিয়ায় কোরোনা সংক্রমণ

পুরুলিয়া, 10 অগাস্ট : পুরুলিয়া জেলায় কোরোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে । গত 24 ঘণ্টায় 23 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । আক্রান্তদের মধ্যে বেশিরভাগই পুরুলিয়া পৌরসভা, জয়পুর, কোটশিলা ও পুরুলিয়া থানা এলাকার বাসিন্দা । এলাকায় আক্রান্তের খোঁজ মিলতেই এলাকাগুলিকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন । বর্তমানে কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 77 ।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আক্রান্তরা চিকিৎসাধীনে রয়েছে । জেলায় মোট আক্রান্তের সংখ্য 343 জন । আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 218 জন । চিকিৎসাধীনে রয়েছে 124 জন । বর্তমানে আইসোলেশনে রয়েছে 15 জন । এখনও পর্যন্ত 31 হাজার 335 জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে । যার মধ্যে পজ়িটিভ 343 জন । হোম কোয়ারানটিনে রয়েছে 1 হাজার 207 জন ।

পুরুলিয়া শহরে কোরোনায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক । সেখানে আক্রান্তের সংখ্যা 72 । ঝালদা শহরে কোরোনায় আক্রান্ত 11 জন । রঘুনাথপুর শহরে কোরোনায় আক্রান্ত চারজন । এছাড়া কাশিপুর ব্লকে 25 জন, পুরুলিয়া 2 নম্বর ব্লকে 28, আড়ষা ব্লকে 23, নিতুড়িয়া ব্লকে 18 জন, রঘুনাথপুর 2 নম্বর ব্লকে 16 জন, জয়পুর ব্লকে 26 জন, রঘুনাথপুর 1 নম্বর ব্লকে 18 জন, বাঘমুণ্ডি ব্লকে 15 জন, পুঞ্চা ব্লকে 12 জন, পুরুলিয়া 1 নম্বর ব্লকে 10 জন, বান্দোয়ান ব্লকে 10 জন, পাড়া ব্লকে 9 জন, বলরামপুর ব্লকে 13 জন, হুড়া ব্লকে 6 জন, ঝালদা 1 নম্বর ব্লকে 9 জন, ঝালদা 2 নম্বর ব্লকে 8 জন, বরাবাজার ব্লকে 3 জন, সাঁতুড়ি ব্লকে 2 জন, মানবাজার 1 নম্বর ব্লকে 1 জন এবং মানবাজার 2 নম্বর ব্লকে 4 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

পুরুলিয়া, 10 অগাস্ট : পুরুলিয়া জেলায় কোরোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে । গত 24 ঘণ্টায় 23 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । আক্রান্তদের মধ্যে বেশিরভাগই পুরুলিয়া পৌরসভা, জয়পুর, কোটশিলা ও পুরুলিয়া থানা এলাকার বাসিন্দা । এলাকায় আক্রান্তের খোঁজ মিলতেই এলাকাগুলিকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন । বর্তমানে কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 77 ।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আক্রান্তরা চিকিৎসাধীনে রয়েছে । জেলায় মোট আক্রান্তের সংখ্য 343 জন । আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 218 জন । চিকিৎসাধীনে রয়েছে 124 জন । বর্তমানে আইসোলেশনে রয়েছে 15 জন । এখনও পর্যন্ত 31 হাজার 335 জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে । যার মধ্যে পজ়িটিভ 343 জন । হোম কোয়ারানটিনে রয়েছে 1 হাজার 207 জন ।

পুরুলিয়া শহরে কোরোনায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক । সেখানে আক্রান্তের সংখ্যা 72 । ঝালদা শহরে কোরোনায় আক্রান্ত 11 জন । রঘুনাথপুর শহরে কোরোনায় আক্রান্ত চারজন । এছাড়া কাশিপুর ব্লকে 25 জন, পুরুলিয়া 2 নম্বর ব্লকে 28, আড়ষা ব্লকে 23, নিতুড়িয়া ব্লকে 18 জন, রঘুনাথপুর 2 নম্বর ব্লকে 16 জন, জয়পুর ব্লকে 26 জন, রঘুনাথপুর 1 নম্বর ব্লকে 18 জন, বাঘমুণ্ডি ব্লকে 15 জন, পুঞ্চা ব্লকে 12 জন, পুরুলিয়া 1 নম্বর ব্লকে 10 জন, বান্দোয়ান ব্লকে 10 জন, পাড়া ব্লকে 9 জন, বলরামপুর ব্লকে 13 জন, হুড়া ব্লকে 6 জন, ঝালদা 1 নম্বর ব্লকে 9 জন, ঝালদা 2 নম্বর ব্লকে 8 জন, বরাবাজার ব্লকে 3 জন, সাঁতুড়ি ব্লকে 2 জন, মানবাজার 1 নম্বর ব্লকে 1 জন এবং মানবাজার 2 নম্বর ব্লকে 4 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.