ETV Bharat / state

BJP ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির 2 সদস্যের - BJP

BJP-র ঘাঁটি হিসেবে পরিচিত বলরামপুর পঞ্চায়েত সমিতির দুই সদস্য যোগদান করল তৃণমূলে ৷ পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতির যোগদানকারী সদস্যরা হলেন শম্ভু সিং সর্দার ও মালতি রাজোয়াড় ৷

2 members of Balarampur Panchayat Samiti join TMC from BJP
BJP ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির 2 সদস্যের
author img

By

Published : Jan 30, 2020, 7:06 PM IST

পুরুলিয়া, 30 জানুয়ারি : BJP-র ঘাঁটি হিসেবে পরিচিত বলরামপুর পঞ্চায়েত সমিতির দুই সদস্য সহ শতাধিক কর্মী সমর্থক যোগদান করল তৃনমূলে ৷ পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতির যোগদানকারী সদস্যরা হলেন শম্ভু সিং সর্দার ও মালতি রাজোয়াড় ৷ গতরাতে পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয় ৷ সেখানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাত ৷ বিগত পঞ্চায়েত নির্বাচনে এই দুই সদস্য BJP-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ও জয়লাভও করেছিলেন ৷ শুধু তাই নয় লোকসভা নির্বাচনেও বলরামপুর এলাকায় সক্রিয় ভাবে BJP-র হয়ে কাজ করেছিলেন তাঁরা ৷ এলাকার দাপুটে BJP কর্মী হিসেবেই পরিচিত ছিলেন এই দুই সদস্য ৷ ফলে এই দুই সদস্য তৃণমূলে যোগদান করায় ওই এলাকায় তৃণমূলের শক্তিবৃদ্ধি ঘটল বলে দাবি জেলা তৃণমূল সভাপতির ৷

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতির মোট 20 আসনের মধ্যে 17 টিতে জয়লাভ করেছিল BJP ৷ কিন্তু সময় যত যায় BJP-র জয়ী সদস্যরা একে একে তৃণমূলে যোগদান করতে থাকে ৷ ফলে বলরামপুরে তৃণমূলই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে ৷ গতকাল রাতে BJP-র দুই সদস্যের তৃণমূলের যোগদানের পর বর্তমানে বলরামপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 14 ৷ অপর দিকে BJP-র সদস্য সংখ্যা থাকল মাত্র ছয় জন ৷

BJP ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির 2 সদস্যের

মন্ত্রী শান্তিরাম মাহাতো জানান, "BJP-র আসল চেহারা মানুষ চিনতে পারছে ৷ জেলায় তৃণমূলের বিকল্প নেই ৷ তাই উন্নয়নের স্বার্থে সকলেই তৃণমূলে যোগদান করছে ৷" অন্যদিকে জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা বলেন, "রাতের অন্ধকারে ভয় ও প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে ৷ মানুষই এর যোগ্য জবাব দেবে ৷"

পুরুলিয়া, 30 জানুয়ারি : BJP-র ঘাঁটি হিসেবে পরিচিত বলরামপুর পঞ্চায়েত সমিতির দুই সদস্য সহ শতাধিক কর্মী সমর্থক যোগদান করল তৃনমূলে ৷ পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতির যোগদানকারী সদস্যরা হলেন শম্ভু সিং সর্দার ও মালতি রাজোয়াড় ৷ গতরাতে পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয় ৷ সেখানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাত ৷ বিগত পঞ্চায়েত নির্বাচনে এই দুই সদস্য BJP-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ও জয়লাভও করেছিলেন ৷ শুধু তাই নয় লোকসভা নির্বাচনেও বলরামপুর এলাকায় সক্রিয় ভাবে BJP-র হয়ে কাজ করেছিলেন তাঁরা ৷ এলাকার দাপুটে BJP কর্মী হিসেবেই পরিচিত ছিলেন এই দুই সদস্য ৷ ফলে এই দুই সদস্য তৃণমূলে যোগদান করায় ওই এলাকায় তৃণমূলের শক্তিবৃদ্ধি ঘটল বলে দাবি জেলা তৃণমূল সভাপতির ৷

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতির মোট 20 আসনের মধ্যে 17 টিতে জয়লাভ করেছিল BJP ৷ কিন্তু সময় যত যায় BJP-র জয়ী সদস্যরা একে একে তৃণমূলে যোগদান করতে থাকে ৷ ফলে বলরামপুরে তৃণমূলই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে ৷ গতকাল রাতে BJP-র দুই সদস্যের তৃণমূলের যোগদানের পর বর্তমানে বলরামপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 14 ৷ অপর দিকে BJP-র সদস্য সংখ্যা থাকল মাত্র ছয় জন ৷

BJP ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির 2 সদস্যের

মন্ত্রী শান্তিরাম মাহাতো জানান, "BJP-র আসল চেহারা মানুষ চিনতে পারছে ৷ জেলায় তৃণমূলের বিকল্প নেই ৷ তাই উন্নয়নের স্বার্থে সকলেই তৃণমূলে যোগদান করছে ৷" অন্যদিকে জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা বলেন, "রাতের অন্ধকারে ভয় ও প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে ৷ মানুষই এর যোগ্য জবাব দেবে ৷"

Intro:পুরুলিয়া : বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত বলরামপুর পঞ্চায়েত সমিতির দুই সদস্য সহ শতাধিক কর্মী সমর্থক যোগদান করলো তৃনমূলে l পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতির যোগদানকারী সদস্যরা হলেন শম্ভু সিং সর্দার এবং মালতি রাজোয়াড় l বুধবার রাতে পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো l বিগত পঞ্চায়েত নির্বাচনে এই দুই সদস্য বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয়লাভও করেছিলেন l শুধু তাই নয় লোকসভা নির্বাচনেও বলরামপুর এলাকায় সক্রিয় ভাবে বিজেপির হয়ে কাজ করেছিলেন তারা l এলাকার দাপুটে বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন এই দুই সদস্য l ফলে এই দুই সদস্য তৃণমূলে যোগদান করায় ওই এলাকায় তৃণমূলের শক্তিবৃদ্ধি ঘটলো বলে দাবি জেলা তৃণমূল সভাপতির lBody:উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতির মোট 20 আসনের মধ্যে 17 টিতেই জয়লাভ করেছিল বিজেপি l কিন্তু সময় যত যায় বিজেপির জয়ী সদস্যরা একে একে তৃণমূলে যোগদান করতে থাকে l ফলে বলরামপুরে তৃণমূলই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে l গতকাল রাতে বিজেপির দুই সদস্যের তৃণমূলের যোগদানের পর বর্তমানে বলরামপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 14 তে l অপর দিকে বিজেপির সদস্য সংখ্যা থাকল মাত্র 6 জন lConclusion:মন্ত্রী শান্তিরাম মাহাতো জানান, "বিজেপির আসল রূপটি মানুষ ধীরে ধীরে চিনতে পারছে l জেলায় তৃণমূলের বিকল্প কিছু নেই l তাই উন্নয়নের স্বার্থে সকলেই তৃণমূলে যোগদান করছে l" অন্যদিকে জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা বলেন, "রাতের অন্ধকারে ভয় ও প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে l মানুষই এর যোগ্য জবাব দেবে l"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.