ETV Bharat / state

বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের। - bike accident

বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের।

দুর্ঘটনায় মৃত দুই যুবক
author img

By

Published : Apr 17, 2019, 1:47 PM IST

পুরুলিয়া, 17 এপ্রিল : বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। পুরুলিয়া-রাঁচি সড়কের কোটশিলা থানা এলাকার ঘটনা। তাঁদের নাম সঞ্জয় মাহাত (24) ও মনোরঞ্জন মাহাত (25)। তাঁদের বাড়ি কোটশিলা থানার চিতরপুর গ্রামে।

গতকাল ওই দুই যুবক কোটশিলা থানা এলাকায় একটি বিয়ে বাড়িতে গেছিলেন। সেখান থেকে দুজনে বাইকে চিতরপুর গ্রামে ফিরছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থানেই সঞ্জয় মাহাতর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত মনোরঞ্জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসা চলাকালীন মনোরঞ্জনেরও মৃত্যু হয়।

আজ মৃতদেহ দু'টি ময়নাতদন্ত করা হবে। গাড়ির খোঁজে তদন্ত শুরু করেছে কোটশিলা থানার পুলিশ।

পুরুলিয়া, 17 এপ্রিল : বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। পুরুলিয়া-রাঁচি সড়কের কোটশিলা থানা এলাকার ঘটনা। তাঁদের নাম সঞ্জয় মাহাত (24) ও মনোরঞ্জন মাহাত (25)। তাঁদের বাড়ি কোটশিলা থানার চিতরপুর গ্রামে।

গতকাল ওই দুই যুবক কোটশিলা থানা এলাকায় একটি বিয়ে বাড়িতে গেছিলেন। সেখান থেকে দুজনে বাইকে চিতরপুর গ্রামে ফিরছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থানেই সঞ্জয় মাহাতর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত মনোরঞ্জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসা চলাকালীন মনোরঞ্জনেরও মৃত্যু হয়।

আজ মৃতদেহ দু'টি ময়নাতদন্ত করা হবে। গাড়ির খোঁজে তদন্ত শুরু করেছে কোটশিলা থানার পুলিশ।

Intro:testing


Body:test


Conclusion:technical

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.