ETV Bharat / state

শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের শিশুকন্যার - Rail

কেরালা থেকে বিবি ও সন্তানদের নিয়ে ফিরছিলেন এক পরিযায়ী শ্রমিক । ফেরার পথে ওই শ্রমিকের 18 দিনের কন্যাসন্তান ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে । অভিযোগ, রেলের অসহযোগিতায় বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে ।

Baby died in shramik special train
শ্রমিক স্পেশাল ট্রেনে শিশুর মৃত্যু
author img

By

Published : Jun 11, 2020, 9:55 PM IST

পুরুলিয়া, 11 জুন : কেরালা থেকে পুরুলিয়ায় ফেরার পথে ট্রেনে 18 দিনের শিশুকন্যার মৃত্যু হল । ঘটনায় রেলের বিরুদ্ধে উঠছে অসহযোগিতার অভিযোগ l প্রতিবাদে রেলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার হুঁশিয়ারি পুরুলিয়া জেলা তৃণমূলের l আজ পুরুলিয়া শহরের জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জানালেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ।

পুরুলিয়ার জয়পুরের বালি গ্রামের বাসিন্দা দিলদার আনসারি । কেরালার কাসারগড়ে ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন তিনি । সেখানে বিবি রেশমা খাতুন ও তিন সন্তানকে নিয়ে থাকতেন দিলদার । লকডাউনে কারখানা বন্ধ হয়ে যায় । দীর্ঘ চেষ্টার পরে শ্রমিক স্পেশাল ট্রেনে মঙ্গলবার বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁঁরা । মাঝপথে ওড়িশার কাছে রেশমা ও দিলদারের 18 দিনের শিশুকন্যা রাবিয়া অসুস্থ হয়ে পড়ে । অভিযোগ, রেলের 139 নম্বরে ফোন করে কোনও সাহায্য পাননি । উলটে ট্রেন থেকে নামার চেষ্টা করলে রেলপুলিশ ধমক দেয় বলে অভিযোগ । এরপরই ট্রেনের মধ্যে শিশুকন্যার মৃত্যু হয় ।

খবর পেয়ে পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ গাড়ি পাঠানো হয় খড়্গপুরে । পুরুলিয়ায় পৌঁছতে তাঁদের কোয়ারানটিনে রাখা হয় । আজ পুরুলিয়া জেলা তৃণমূলের পক্ষ থেকে দিলদার ও রেশমার পরিবারের সঙ্গে দেখা করতে যান সুজয় বন্দ্যোপাধ্যায়, যুব সভাপতি সুশান্ত মাহাতোসহ অন্যরা । সেখানে গিয়ে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় তৃণমূল নেতৃত্ব ।

পাশাপাশি শেষে রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আইনি লড়াইয়ে নামার কথা বলেন সুজয় বন্দ্যোপাধ্যায় । দিলদারের পরিবারকে কিছু অর্থ সাহায্য করেন ।

পুরুলিয়া, 11 জুন : কেরালা থেকে পুরুলিয়ায় ফেরার পথে ট্রেনে 18 দিনের শিশুকন্যার মৃত্যু হল । ঘটনায় রেলের বিরুদ্ধে উঠছে অসহযোগিতার অভিযোগ l প্রতিবাদে রেলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার হুঁশিয়ারি পুরুলিয়া জেলা তৃণমূলের l আজ পুরুলিয়া শহরের জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জানালেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ।

পুরুলিয়ার জয়পুরের বালি গ্রামের বাসিন্দা দিলদার আনসারি । কেরালার কাসারগড়ে ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন তিনি । সেখানে বিবি রেশমা খাতুন ও তিন সন্তানকে নিয়ে থাকতেন দিলদার । লকডাউনে কারখানা বন্ধ হয়ে যায় । দীর্ঘ চেষ্টার পরে শ্রমিক স্পেশাল ট্রেনে মঙ্গলবার বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁঁরা । মাঝপথে ওড়িশার কাছে রেশমা ও দিলদারের 18 দিনের শিশুকন্যা রাবিয়া অসুস্থ হয়ে পড়ে । অভিযোগ, রেলের 139 নম্বরে ফোন করে কোনও সাহায্য পাননি । উলটে ট্রেন থেকে নামার চেষ্টা করলে রেলপুলিশ ধমক দেয় বলে অভিযোগ । এরপরই ট্রেনের মধ্যে শিশুকন্যার মৃত্যু হয় ।

খবর পেয়ে পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ গাড়ি পাঠানো হয় খড়্গপুরে । পুরুলিয়ায় পৌঁছতে তাঁদের কোয়ারানটিনে রাখা হয় । আজ পুরুলিয়া জেলা তৃণমূলের পক্ষ থেকে দিলদার ও রেশমার পরিবারের সঙ্গে দেখা করতে যান সুজয় বন্দ্যোপাধ্যায়, যুব সভাপতি সুশান্ত মাহাতোসহ অন্যরা । সেখানে গিয়ে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় তৃণমূল নেতৃত্ব ।

পাশাপাশি শেষে রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আইনি লড়াইয়ে নামার কথা বলেন সুজয় বন্দ্যোপাধ্যায় । দিলদারের পরিবারকে কিছু অর্থ সাহায্য করেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.