পুরুলিয়া, 29 এপ্রিল : লোকসভা নির্বাচনের মুখে ভাঙন তৃণমূলে । তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি, প্রাক্তন প্রধানসহ BJP-তে যোগদান 178টি পরিবারের । আজ পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভার পাথরমোড় কার্যালয়ে সদ্য যোগদানকারীদের হাতে BJP-র দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত । সেই সঙ্গে তিনি মানবাজার, ধানাড়া, বিশরিসহ বেশ কয়েকটি গ্রামে হুডখোলা গাড়িতে করে প্রচারও করেন । ছিলেন দলের জেলা সম্পাদক বিনোদ তিওয়ারি, মানবাজার মণ্ডল সভাপতি বাণীপদ কুম্ভকার সহ স্থানীয় নেতাকর্মীরা l
জ্যোতির্ময় দাবি করেন, তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি দিলীপ বাউরি, বিশরি অঞ্চলের প্রাক্তন তৃণমূল প্রধান লতা সিং সহ বিভিন্ন দল থেকে 178টি পরিবার BJP-তে যোগ দেওয়ায় এলাকায় যথেষ্ট শক্তিবৃদ্ধি ঘটল BJP-র ।
সদ্য BJP-তে যোগদানকারীরা বলেন, "তৃণমূলের নেতাকর্মীরা এখন স্বজনপোষণ শুরু করু দিয়েছে । দলের পুরোনো কর্মীদের আর তারা পাত্তাই দেয় না । তাই নিজেদের অধিকার ছিনিয়ে নিতে এবার BJP-র হয়ে লড়াই করব ।"
অন্যদিকে প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "জেলায় গেরুয়া ঝড় বইছে । সেই জন্যই গেরুয়া ঝড়ে সামিল হচ্ছে সমস্ত মানুষ ।"