ETV Bharat / state

তৃণমূল ছেড়ে BJP-তে যোগ 178টি পরিবারের - joining

পুরুলিয়াতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান 178টি পরিবারের । পাশাপাশি যোগদান করল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ও প্রাক্তন তৃণমূল প্রধান ।

সদ্য যোগদানকারী
author img

By

Published : Apr 29, 2019, 5:53 PM IST

পুরুলিয়া, 29 এপ্রিল : লোকসভা নির্বাচনের মুখে ভাঙন তৃণমূলে । তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি, প্রাক্তন প্রধানসহ BJP-তে যোগদান 178টি পরিবারের । আজ পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভার পাথরমোড় কার্যালয়ে সদ্য যোগদানকারীদের হাতে BJP-র দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত । সেই সঙ্গে তিনি মানবাজার, ধানাড়া, বিশরিসহ বেশ কয়েকটি গ্রামে হুডখোলা গাড়িতে করে প্রচারও করেন । ছিলেন দলের জেলা সম্পাদক বিনোদ তিওয়ারি, মানবাজার মণ্ডল সভাপতি বাণীপদ কুম্ভকার সহ স্থানীয় নেতাকর্মীরা l

জ্যোতির্ময় দাবি করেন, তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি দিলীপ বাউরি, বিশরি অঞ্চলের প্রাক্তন তৃণমূল প্রধান লতা সিং সহ বিভিন্ন দল থেকে 178টি পরিবার BJP-তে যোগ দেওয়ায় এলাকায় যথেষ্ট শক্তিবৃদ্ধি ঘটল BJP-র ।

সদ্য BJP-তে যোগদানকারীরা বলেন, "তৃণমূলের নেতাকর্মীরা এখন স্বজনপোষণ শুরু করু দিয়েছে । দলের পুরোনো কর্মীদের আর তারা পাত্তাই দেয় না । তাই নিজেদের অধিকার ছিনিয়ে নিতে এবার BJP-র হয়ে লড়াই করব ।"

অন্যদিকে প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "জেলায় গেরুয়া ঝড় বইছে । সেই জন্যই গেরুয়া ঝড়ে সামিল হচ্ছে সমস্ত মানুষ ।"

পুরুলিয়া, 29 এপ্রিল : লোকসভা নির্বাচনের মুখে ভাঙন তৃণমূলে । তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি, প্রাক্তন প্রধানসহ BJP-তে যোগদান 178টি পরিবারের । আজ পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভার পাথরমোড় কার্যালয়ে সদ্য যোগদানকারীদের হাতে BJP-র দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত । সেই সঙ্গে তিনি মানবাজার, ধানাড়া, বিশরিসহ বেশ কয়েকটি গ্রামে হুডখোলা গাড়িতে করে প্রচারও করেন । ছিলেন দলের জেলা সম্পাদক বিনোদ তিওয়ারি, মানবাজার মণ্ডল সভাপতি বাণীপদ কুম্ভকার সহ স্থানীয় নেতাকর্মীরা l

জ্যোতির্ময় দাবি করেন, তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি দিলীপ বাউরি, বিশরি অঞ্চলের প্রাক্তন তৃণমূল প্রধান লতা সিং সহ বিভিন্ন দল থেকে 178টি পরিবার BJP-তে যোগ দেওয়ায় এলাকায় যথেষ্ট শক্তিবৃদ্ধি ঘটল BJP-র ।

সদ্য BJP-তে যোগদানকারীরা বলেন, "তৃণমূলের নেতাকর্মীরা এখন স্বজনপোষণ শুরু করু দিয়েছে । দলের পুরোনো কর্মীদের আর তারা পাত্তাই দেয় না । তাই নিজেদের অধিকার ছিনিয়ে নিতে এবার BJP-র হয়ে লড়াই করব ।"

অন্যদিকে প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "জেলায় গেরুয়া ঝড় বইছে । সেই জন্যই গেরুয়া ঝড়ে সামিল হচ্ছে সমস্ত মানুষ ।"

Intro:পুরুলিয়া : লোকসভা নির্বাচনের মুখে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি, প্রাক্তন তৃণমূল প্রধান সহ 178 টি পরিবার যোগদান করলো বিজেপিতে l সোমবার পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভারই পাথরমোড় কার্যালয়ে নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো l সেই সঙ্গে ওই এলাকারই মানবাজার শহর, ধানাড়া, বিশরি সহ বেশ কয়েকটি গ্রামের হুডখোলা গাড়িতে চড়ে মহামিছিলের মাধ্যমে জনসংযোগও সারলেন প্রার্থী জ্যোতির্ময় l
Body:একদিকে চলছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন l আর অন্যদিকে রুখা লালমাটি পুরুলিয়ায় তীব্র দাবদাহের মধ্যে মহামিছিলের মাধ্যমে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার l আর এই প্রচারের মাঝে ঘটছে অন্যান্য দলের নেতাকর্মীদের বিজেপিতে দলযোগ l Conclusion:তৃণমূলের গড় হিসেবে পরিচিত এই মানবাজার এলাকার তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি দিলীপ বাউরী, বিশরি অঞ্চলের প্রাক্তন তৃণমূল প্রধান লতা সিং সহ বিভিন্ন দল থেকে 178 টি পরিবার বিজেপিতে যোগদানের ঘটনায় ওই এলাকায় যথেষ্ট শক্তিবৃদ্ধি ঘটল বলে দাবি প্রার্থীর। দলযোগকারীদের দাবি, "তৃণমূলের নেতাকর্মীরা এখন স্বজনপোষণ শুরু করে দিয়েছে l দলের পুরোনো এবং দাপুটে কর্মীদের আর তারা পাত্তাই দেয় না l তাই নিজেদের অধিকার ছিনিয়ে নিতে তাদের বিরুদ্ধেই এবার বিজেপির হয়ে লড়াই করবো l" অন্যদিকে প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর দাবি, "গেরুয়া ঝড় বইছে জেলায় l আর সেই গেরুয়া ঝড়ে সামিল হচ্ছেন সমস্ত মানুষ l" এদিনের এই যোগদান ও মহামিছিলে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক বিনোদ তেওয়ারি, মানবাজার মন্ডল সভাপতি বাণীপদ কুম্ভকার সহ স্থানীয় নেতাকর্মীরা l

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.