ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল শ্রমিকদের বাস, পুরুলিয়ায় আহত চালক-সহ 13 - পুরুলিয়া শ্রমিক বাস দুর্ঘটনা

মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ওলটালো ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের বাস । আহত হন 12 শ্রমিক ও বাস চালক । পুরুলিয়া-রাঁচি সড়ক সংলগ্ন লাগদা গ্রামের ঘটনা ।

Purulia Labourers Bus Accident
পুরুলিয়া শ্রমিক বাস দুর্ঘটনা
author img

By

Published : May 22, 2020, 10:09 AM IST

পুরুলিয়া, 22 মে : ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে রওনা দিয়েছিল বাসটি । কিন্তু মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । আহত হন 12 শ্রমিক ও বাস চালক । পুরুলিয়া-রাঁচি সড়ক সংলগ্ন লাগদা গ্রামের ঘটনা ।

ব্যাঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলে পুরুলিয়ার 28 জন শ্রমিক । গতকাল সন্ধ্যায় তাঁরা পুরুলিয়ার হুড়া থানা এলাকায় পৌঁছায় । তাঁরা কোটশিলা ও ঝালদার বাসিন্দা । তাই তাঁদের বাড়ি পৌঁছে দিতে জেলা প্রশাসনের তরফে বাসের ব্যবস্থা করা হয় । সেই বাসই আজ সকালে রওনা দেয় । তখনই মাঝপথে লাগদা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । ঘটনায় আহত হয় 12 জন শ্রমিক ও বাস চালক । তাঁদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় । বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন ।

এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে । পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয় । পাশাপাশি বাসের বাকি 16 জন শ্রমিকের জন্য লাগদা গ্রামেই শুকনো খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয় ।

বাস যাত্রীদের একাংশের অভিযোগ, মদ খেয়ে ছিল চালক । তাই এই দুর্ঘটনা ঘটেছে । বাস যাত্রী জগদীশ পাঠক বলেন, "বাসের চালক মত্ত অবস্থায় ছিল । যার কারণে এই ঘটনাটি ঘটেছে । আমরা বারণ করা সত্ত্বেও চালক আমাদের কথা শোনেনি ।" যদিও বাস চালকের মত্ত থাকার বিষয়ে প্রশাসনের তরফে কিছু বলা হয়নি ।

পুরুলিয়া, 22 মে : ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে রওনা দিয়েছিল বাসটি । কিন্তু মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । আহত হন 12 শ্রমিক ও বাস চালক । পুরুলিয়া-রাঁচি সড়ক সংলগ্ন লাগদা গ্রামের ঘটনা ।

ব্যাঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলে পুরুলিয়ার 28 জন শ্রমিক । গতকাল সন্ধ্যায় তাঁরা পুরুলিয়ার হুড়া থানা এলাকায় পৌঁছায় । তাঁরা কোটশিলা ও ঝালদার বাসিন্দা । তাই তাঁদের বাড়ি পৌঁছে দিতে জেলা প্রশাসনের তরফে বাসের ব্যবস্থা করা হয় । সেই বাসই আজ সকালে রওনা দেয় । তখনই মাঝপথে লাগদা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । ঘটনায় আহত হয় 12 জন শ্রমিক ও বাস চালক । তাঁদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় । বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন ।

এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে । পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয় । পাশাপাশি বাসের বাকি 16 জন শ্রমিকের জন্য লাগদা গ্রামেই শুকনো খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয় ।

বাস যাত্রীদের একাংশের অভিযোগ, মদ খেয়ে ছিল চালক । তাই এই দুর্ঘটনা ঘটেছে । বাস যাত্রী জগদীশ পাঠক বলেন, "বাসের চালক মত্ত অবস্থায় ছিল । যার কারণে এই ঘটনাটি ঘটেছে । আমরা বারণ করা সত্ত্বেও চালক আমাদের কথা শোনেনি ।" যদিও বাস চালকের মত্ত থাকার বিষয়ে প্রশাসনের তরফে কিছু বলা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.