ETV Bharat / state

মহিলাকে গণধর্ষণ করে যৌনাঙ্গে শাবলের আঘাত, অভিযুক্ত 3 তৃণমূল নেতা

গণধর্ষণের অভিযোগ উঠল তিন তৃণমূল নেতার বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুরের খেজুরির ঘটনা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 16, 2019, 2:51 PM IST

Updated : Jul 16, 2019, 8:01 PM IST

খেজুরি, 16 জুলাই : মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুরের খেজুরির ঘটনা । পুলিশের বিরুদ্ধে FIR না নেওয়ার অভিযোগ তুলেছে ধর্ষিতার পরিবার । অভিযুক্তদের নাম কমল দাস, গোপাল জানা ও শ্রীনিবাস দাস । কাঁথি মহকুমা আদালতে ওই তিন নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে ।

খেজুরির সাহেবনগরে ওই মহিলার স্বামীর 20 ডেসিমেল জমি রয়েছে । তিনি পাট্টায় ওই জমি পেয়েছেন । সেই জমিতে তাঁদের বাড়ি রয়েছে । 4 জুলাই কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা ওই মহিলার বাড়িতে যায় । সেই সময় মহিলার স্বামী বাড়িতে ছিলেন না । অভিযোগ, তারা জমি দখল করতে গিয়েছিল । মহিলার ছেলে বাধা দিলে তাকে মারধর করা হয় । এরপরই ওই মহিলাকে গণধর্ষণ করা হয় । যৌনাঙ্গে শাবল দিয়ে আঘাতও করা হয় । জনকা ব্লক প্রাথমিক হাসপাতালে ভরতি করা হয় নিগৃহীতাকে ।

ঘটনার দিনই খেজুরির তালপাটি কোস্টাল থানায় অভিযোগ জানাতে গিয়েছিল ওই মহিলার পরিবার । কিন্তু, অভিযোগ না নিয়ে পুলিশের তরফে না কি বলা হয়, "তোমরা মিথ্যা অভিযোগ করতে এসেছ কেন ? কোনও অভিযোগ নেওয়া হবে না ।" নির্যাতিতার পরিবার তারপর বিষয়টি জানিয়ে SP অফিসে লিখিত অভিযোগ করে । তাতেও কাজ হয়নি । গতকাল বিষয়টি জানিয়ে কাঁথি মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেছে নিগৃহীতার পরিবার ।

এবিষয়ে খেজুরির তৃণমূল বিধায়ক রঞ্জিত মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি । BJP-র জেলা সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "পশ্চিমবঙ্গে কোথাও আইনের শাসন নেই । আইনের শাসনের যে কঙ্কাল অবস্থা, তা আমরা খেজুরিতে দেখলাম । ভারতীয় জনতা পার্টি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আন্দোলনে নামব ।"

তালপাটি কোস্টাল থানার OC বুদ্ধদেব মাল বলেন, "এরকম কোনও ঘটনার কথা আমি শুনিনি । খোঁজ নিয়ে দেখছি ।" ASP রাজনারায়ণ মুখার্জি বলেন, "এখনও পর্যন্ত আমার কাছে এরকম কোনও অভিযোগ আসেনি । অভিযোগ এলে খতিয়ে দেখা হবে ।"

খেজুরি, 16 জুলাই : মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুরের খেজুরির ঘটনা । পুলিশের বিরুদ্ধে FIR না নেওয়ার অভিযোগ তুলেছে ধর্ষিতার পরিবার । অভিযুক্তদের নাম কমল দাস, গোপাল জানা ও শ্রীনিবাস দাস । কাঁথি মহকুমা আদালতে ওই তিন নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে ।

খেজুরির সাহেবনগরে ওই মহিলার স্বামীর 20 ডেসিমেল জমি রয়েছে । তিনি পাট্টায় ওই জমি পেয়েছেন । সেই জমিতে তাঁদের বাড়ি রয়েছে । 4 জুলাই কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা ওই মহিলার বাড়িতে যায় । সেই সময় মহিলার স্বামী বাড়িতে ছিলেন না । অভিযোগ, তারা জমি দখল করতে গিয়েছিল । মহিলার ছেলে বাধা দিলে তাকে মারধর করা হয় । এরপরই ওই মহিলাকে গণধর্ষণ করা হয় । যৌনাঙ্গে শাবল দিয়ে আঘাতও করা হয় । জনকা ব্লক প্রাথমিক হাসপাতালে ভরতি করা হয় নিগৃহীতাকে ।

ঘটনার দিনই খেজুরির তালপাটি কোস্টাল থানায় অভিযোগ জানাতে গিয়েছিল ওই মহিলার পরিবার । কিন্তু, অভিযোগ না নিয়ে পুলিশের তরফে না কি বলা হয়, "তোমরা মিথ্যা অভিযোগ করতে এসেছ কেন ? কোনও অভিযোগ নেওয়া হবে না ।" নির্যাতিতার পরিবার তারপর বিষয়টি জানিয়ে SP অফিসে লিখিত অভিযোগ করে । তাতেও কাজ হয়নি । গতকাল বিষয়টি জানিয়ে কাঁথি মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেছে নিগৃহীতার পরিবার ।

এবিষয়ে খেজুরির তৃণমূল বিধায়ক রঞ্জিত মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি । BJP-র জেলা সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "পশ্চিমবঙ্গে কোথাও আইনের শাসন নেই । আইনের শাসনের যে কঙ্কাল অবস্থা, তা আমরা খেজুরিতে দেখলাম । ভারতীয় জনতা পার্টি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আন্দোলনে নামব ।"

তালপাটি কোস্টাল থানার OC বুদ্ধদেব মাল বলেন, "এরকম কোনও ঘটনার কথা আমি শুনিনি । খোঁজ নিয়ে দেখছি ।" ASP রাজনারায়ণ মুখার্জি বলেন, "এখনও পর্যন্ত আমার কাছে এরকম কোনও অভিযোগ আসেনি । অভিযোগ এলে খতিয়ে দেখা হবে ।"

Intro:শাসক দলের নেতা ও কর্মীর হাতে গণধর্ষণের শিকার গৃহবধূ ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি কোষ্টাল থানার সাহেবনগর গ্রামের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠলো শাসক দলের নেতা কর্মীর বিরুদ্ধে । এই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোন অভিযোগ নেই বলে অভিযোগ। বাধ্য হয়ে ধর্ষিতা কাঁথি মহকুমা আদালতে মূল অভিযুক্ত কমল দাস তৃণমূলের নেতা কর্মী মিলে মোট দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।Body:
জানাগেছে খেজুরির সাহেবনগর গ্রামের বাসিন্দা বাসুদেব জানা নামে ২০ ডেসিমেল পাট্রা জমি রয়েছে। তার উপর তাদের পুরানো বসত বাড়ি রয়েছে। গত ৪ জুলাই দুপুরের পাট্রা জমিতে দখল করার জন্য পঞ্চায়েত সদস্যা মমতা রঞ্জিতের স্বামী অরূপ রঞ্জিতের নেত্রীতে কয়েকজন তৃনমুল নেতা কর্মীসহ জমিতে জমায়েত হয় বলে অভিযোগ। ওই সময় মহিলার স্বামী বাসুদেব জানা বাড়িতে ছিলেন না ।ট্রলারে কাজকরতে বাইরে গিয়ে ছিলেন । পাট্টা জমিতে যখন দখলের চেষ্টা করে তখন ধর্ষিতার নাবালক ছেলে বিশ্বজিৎ জানা (১৫) বাধা দিতে গেলে । তাকে মারধর করে বলে অভিযোগ । ধর্ষিতা মহিলা ছেলেকে ছাড়াতে গেলে , মহিলাকে ধরে টানতে টানতে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে একের পর এক মিলে তৃণমূল নেতা কমল দাসের সঙ্গে মিলে গনধর্ষণ করে বলে মহিলার বক্তব্য । গণধর্ষণের পর আমার যৌনাঙ্গে শাবল দিয়ে মারধর শুরু করে বলে অভিযোগ ।
এরপর প্রতিবেশীর লোকেরা উদ্ধার করে জনকা ব্লক স্বাস্থকেন্দ্রের ভর্তি করেন। তার পর খেজুরির তালপাটি কোষ্টাল থানার অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। পুলিশ আরও জানিয়ে দেয় , তোমরা মিথ্যা অভিযোগ করতে এসেছো কেন ? যাও তোমাদের কোন অভিযোগ নেওয়া হবে না । ধর্ষিতা মহিলা বাধ্য হয়ে সুবিচারের আশায় কাঁথি মহকুমা আদালতে অভিযোগ করেন । উনি বলেন এলাকায় তৃনমুলের পঞ্চায়েত সদস্য মমতা রঞ্জিতের স্বামী অরুপ রঞ্জিত সহ আরও দুইজন মিলে আমাকে গন ধর্ষন করেছে ।Conclusion:খেজুরির বিধায়ক রঞ্জিত মণ্ডলের কোন মন্তব্য পাওয়া যায়নি । বিজেপির জেলা সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন পুরো পশ্চিমবঙ্গে কোথাও আইনের শাসন নেই । মমতা ব্যানার্জি ধংস করে দিয়েছেন । আইনের শাসনের যে কঙ্কাল অবস্থা আমরা খেজুরিতে দেখলাম একজন অসহায় নারী কে বেশ কয়েক জন মিলে তাকে ধর্ষণ করেছে । ভারতীয জনতা পার্টি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে । এবং দোষী দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দলোন করবে ।
Last Updated : Jul 16, 2019, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.