খেজুরি, 16 জুলাই : মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুরের খেজুরির ঘটনা । পুলিশের বিরুদ্ধে FIR না নেওয়ার অভিযোগ তুলেছে ধর্ষিতার পরিবার । অভিযুক্তদের নাম কমল দাস, গোপাল জানা ও শ্রীনিবাস দাস । কাঁথি মহকুমা আদালতে ওই তিন নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে ।
খেজুরির সাহেবনগরে ওই মহিলার স্বামীর 20 ডেসিমেল জমি রয়েছে । তিনি পাট্টায় ওই জমি পেয়েছেন । সেই জমিতে তাঁদের বাড়ি রয়েছে । 4 জুলাই কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা ওই মহিলার বাড়িতে যায় । সেই সময় মহিলার স্বামী বাড়িতে ছিলেন না । অভিযোগ, তারা জমি দখল করতে গিয়েছিল । মহিলার ছেলে বাধা দিলে তাকে মারধর করা হয় । এরপরই ওই মহিলাকে গণধর্ষণ করা হয় । যৌনাঙ্গে শাবল দিয়ে আঘাতও করা হয় । জনকা ব্লক প্রাথমিক হাসপাতালে ভরতি করা হয় নিগৃহীতাকে ।
ঘটনার দিনই খেজুরির তালপাটি কোস্টাল থানায় অভিযোগ জানাতে গিয়েছিল ওই মহিলার পরিবার । কিন্তু, অভিযোগ না নিয়ে পুলিশের তরফে না কি বলা হয়, "তোমরা মিথ্যা অভিযোগ করতে এসেছ কেন ? কোনও অভিযোগ নেওয়া হবে না ।" নির্যাতিতার পরিবার তারপর বিষয়টি জানিয়ে SP অফিসে লিখিত অভিযোগ করে । তাতেও কাজ হয়নি । গতকাল বিষয়টি জানিয়ে কাঁথি মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেছে নিগৃহীতার পরিবার ।
এবিষয়ে খেজুরির তৃণমূল বিধায়ক রঞ্জিত মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি । BJP-র জেলা সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "পশ্চিমবঙ্গে কোথাও আইনের শাসন নেই । আইনের শাসনের যে কঙ্কাল অবস্থা, তা আমরা খেজুরিতে দেখলাম । ভারতীয় জনতা পার্টি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আন্দোলনে নামব ।"
তালপাটি কোস্টাল থানার OC বুদ্ধদেব মাল বলেন, "এরকম কোনও ঘটনার কথা আমি শুনিনি । খোঁজ নিয়ে দেখছি ।" ASP রাজনারায়ণ মুখার্জি বলেন, "এখনও পর্যন্ত আমার কাছে এরকম কোনও অভিযোগ আসেনি । অভিযোগ এলে খতিয়ে দেখা হবে ।"