ETV Bharat / state

Digha High Tide : দিঘা উপকূলে ভেসে এল মৎস্যজীবীদের ট্রলার, উদ্ধার 6 জন - Fishermen

দিঘার সমুদ্র সৈকতে ভেসে এল একটি ট্রলার ৷ সেই ট্রলার থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে ৷ জানা গিয়েছে ট্রলারটি কয়েকদিন আগে নামখানা থেকে ছেড়েছিল ৷ মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে যায় ৷ তার পর সেটি সমুদ্রে ভাসতে থাকে ৷ গতকাল রাত থেকে সমুদ্রে প্রবল জলচ্ছ্বাসের কারণে সেটি দিঘার উপকূলে চলে এসেছে ৷

with-six-fishermen-a-fishing-trawler-came-floating-to-digha-coast-in-east-medinipur
দিঘা উপকূলে ভেসে এলো মৎস্যজীবীদের ট্রলার, উদ্ধার 6 জন
author img

By

Published : Sep 7, 2021, 3:58 PM IST

দিঘা, 7 সেপ্টেম্বর : দিঘার সমুদ্র সৈকতে ভেসে এল দক্ষিণ 24 পরগনার নামখানার একটি ট্রলার ৷ সেই সঙ্গে ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে 6 জন মৎস্যজীবীকে ৷ তাঁরা সকলেই অল্প বিস্তর আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করানো হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, ট্রলারটি মাঝসমুদ্রে বিকল হয়ে গিয়েছিল ৷ যার পর গতকাল রাত থেকে প্রবল বৃষ্টি এবং সমুদ্রে জলচ্ছ্বাস শুরু হলে ট্রলারটি ভাসতে ভাসতে দিঘার সমুদ্র উপকূলে চলে যায় ৷

আজ সকালে ট্রলারটি দিঘার সমুদ্র উপকূলে ভেসে আসতেই সেটি স্থানীয় নুলিয়াদের নজরে আসে ৷ তাঁরাই উপকূলে মোতায়েন পুলিশ কর্মীদের খবর দেন ৷ এর পর পুলিশ ও নুলিয়ারা মিলে ট্রলার-সহ তার মধ্যে থাকা মৎস্যজীবীদের উদ্ধার করেছে ৷ সমুদ্রের জলচ্ছ্বাসের কারণে 6 জন মৎস্যজীবীর সবাই কম বেশি আহত হন ৷ যার মধ্যে 2 জনের আঘাত একটু বেশি ছিল ৷ তাঁদের সবাইকে উদ্ধার করে দিঘা হাসপাতালে ভর্তি করানো হয় ৷ বর্তমানে তাঁরা সবাই সুস্থ রয়েছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷

with-six-fishermen-a-fishing-trawler-came-floating-to-digha-coast-in-east-medinipur
দিঘা উপকূলে ভেসে এলো মৎস্যজীবীদের ট্রলার, উদ্ধার 6 জন

আরও পড়ুন : Digha High Tide : দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস, উপকূলে নজরদারি প্রশাসনের

দিঘা থানার পুলিশ আধিকারক জানিয়েছেন, ট্রলারটি মাঝসমুদ্রে বিকল হয়ে যাওয়ায় নামখানা থেকে ভাসতে ভাসতে সেটি দিঘার উপকূলে চলে এসেছে ৷ নৌকায় থাকা 6 জন মৎস্যজীবী সুস্থ রয়েছেন ৷ তাঁদের দ্রুত বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন ৷ ওই মৎস্যজীবীদের একজন জানিয়েছেন, দিঘা পুলিশ এবং অন্যান্যরা মিলে তাঁদের উদ্ধার করেছেন ৷ তাঁদের মধ্যে কয়েকজন আহত হলেও, বর্তমানে সবাই সুস্থ রয়েছেন ৷

দিঘা উপকূলে ভেসে এল মৎস্যজীবীদের ট্রলার, উদ্ধার 6 জন

আরও পড়ুন : Weather Forecast : আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

দিঘা, 7 সেপ্টেম্বর : দিঘার সমুদ্র সৈকতে ভেসে এল দক্ষিণ 24 পরগনার নামখানার একটি ট্রলার ৷ সেই সঙ্গে ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে 6 জন মৎস্যজীবীকে ৷ তাঁরা সকলেই অল্প বিস্তর আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করানো হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, ট্রলারটি মাঝসমুদ্রে বিকল হয়ে গিয়েছিল ৷ যার পর গতকাল রাত থেকে প্রবল বৃষ্টি এবং সমুদ্রে জলচ্ছ্বাস শুরু হলে ট্রলারটি ভাসতে ভাসতে দিঘার সমুদ্র উপকূলে চলে যায় ৷

আজ সকালে ট্রলারটি দিঘার সমুদ্র উপকূলে ভেসে আসতেই সেটি স্থানীয় নুলিয়াদের নজরে আসে ৷ তাঁরাই উপকূলে মোতায়েন পুলিশ কর্মীদের খবর দেন ৷ এর পর পুলিশ ও নুলিয়ারা মিলে ট্রলার-সহ তার মধ্যে থাকা মৎস্যজীবীদের উদ্ধার করেছে ৷ সমুদ্রের জলচ্ছ্বাসের কারণে 6 জন মৎস্যজীবীর সবাই কম বেশি আহত হন ৷ যার মধ্যে 2 জনের আঘাত একটু বেশি ছিল ৷ তাঁদের সবাইকে উদ্ধার করে দিঘা হাসপাতালে ভর্তি করানো হয় ৷ বর্তমানে তাঁরা সবাই সুস্থ রয়েছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷

with-six-fishermen-a-fishing-trawler-came-floating-to-digha-coast-in-east-medinipur
দিঘা উপকূলে ভেসে এলো মৎস্যজীবীদের ট্রলার, উদ্ধার 6 জন

আরও পড়ুন : Digha High Tide : দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস, উপকূলে নজরদারি প্রশাসনের

দিঘা থানার পুলিশ আধিকারক জানিয়েছেন, ট্রলারটি মাঝসমুদ্রে বিকল হয়ে যাওয়ায় নামখানা থেকে ভাসতে ভাসতে সেটি দিঘার উপকূলে চলে এসেছে ৷ নৌকায় থাকা 6 জন মৎস্যজীবী সুস্থ রয়েছেন ৷ তাঁদের দ্রুত বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন ৷ ওই মৎস্যজীবীদের একজন জানিয়েছেন, দিঘা পুলিশ এবং অন্যান্যরা মিলে তাঁদের উদ্ধার করেছেন ৷ তাঁদের মধ্যে কয়েকজন আহত হলেও, বর্তমানে সবাই সুস্থ রয়েছেন ৷

দিঘা উপকূলে ভেসে এল মৎস্যজীবীদের ট্রলার, উদ্ধার 6 জন

আরও পড়ুন : Weather Forecast : আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.