হলদিয়া, 7 ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক ভাবে শিক্ষা দেবেন৷ রবিবার হলদিয়ায় দলের জনসভা থেকে এই কথাই জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই সভার মূল বক্তা৷ তার আগে সভায় বক্তৃতা করতে উঠে এই কথা বলেন শুভেন্দু৷ একই সঙ্গে নিশানা করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷
শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করেন অভিষেক৷ সেই সভা থেকে আগাগোড়া শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি৷ কখনও নাম করে, আবার কখনও নাম না করে৷ এভাবে চলতে চলতে এক সময় তিনি বলেন, ‘‘...আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি৷ যা করার কর৷ আয়৷... হিম্মত আছে?...’’
এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়৷ সেই বিতর্ক নিয়ে রবিবার হলদিয়ার সভা থেকে সমালোচনা করেন শুভেন্দু৷ তিনি 6 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভার কথা উল্লেখ করেন৷ মেদিনীপুরের সেই সভা থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘তুই-তোকারি’ করেছিলেন বলে অভিযোগ করেন শুভেন্দু৷ এর পর অভিষেকের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘যেমন ঝাড়, তেমন বাঁশ৷’’
এর পরই শুভেন্দুর হুঁশিয়ারি, পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে তিনি আগামী নির্বাচনে রাজনৈতিক ভাবে তৃণমূলকে শিক্ষা দেবেন৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে সোনার বাংলা গড়ব৷’’
একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেন৷ শুভেন্দুর অভিযোগ, হলদিয়া উন্নয়ন পর্ষদের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন মমতা৷ হলদিয়ায় সুশীল ধাড়ার স্বপ্ন বাস্তবায়িত হয়নি৷ কারণ, শিল্প আসেনি৷ বঙ্গে শিল্প না আসার জন্য শুভেন্দু রাজ্য সরকারের জমি অধিগ্রহণ নীতিকেই দায়ী করেছেন৷
আরও পড়ুন : ‘তোর বাপকে গিয়ে বল, তোর বাড়ির পাঁচ কিমির মধ্যে দাঁড়িয়ে আছি’
অন্যদিকে রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেটের সমালোচনা করেছেন৷ তিনি বলেন, ‘‘এবারের রাজ্য সরকারের বাজেট আমেরিকার বাজেটকেও ছাড়িয়ে গিয়েছে৷ লোকে হাসাহাসি করেছে৷’’