ETV Bharat / state

হিন্দু ধর্মকে অপমান করছেন মমতা : শুভেন্দু

শুভেন্দু বলেন, যেভাবে দিনের পর দিন ভুল চণ্ডীপাঠ করছেন উনি, যেভাবে সরস্বতী পুজোর মন্ত্র বলছেন, তা মেনে নেওয়া যায় না ৷ হিন্দু সমাজকে ভাবতে হবে ৷

mamata-is-insulting-hinduism-said-suvendu-adhikary
mamata-is-insulting-hinduism-said-suvendu-adhikary
author img

By

Published : Mar 10, 2021, 4:56 PM IST

নন্দীগ্রাম, 10 মার্চ : ভুল মন্ত্র পড়ে হিন্দু ধর্মকে অপমান করছেন মমতা, নন্দীগ্রামে ভোটপ্রচারে নেমে বললেন শুভেন্দু অধিকারী ৷ আজ কার্যত নন্দীগ্রামের হাওয়া গরম ৷ আজ মনোনয়ন জমা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সকাল থেকে তাঁকে ঘিরে দেখা গেল জনজোয়ার ৷ অন্যদিকে মমতার মনোনয়ন জমার দিন মেদিনীপুরে প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী ৷ বুধবার নন্দীগ্রামে দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন শুভেন্দু ৷ যজ্ঞ অনুষ্ঠানের পর উদ্বোধন হয় কার্যালয়ের ৷ সমর্থকদের নিয়ে মিছিলও করেন তিনি ৷ প্রচারে বেরিয়ে প্রত্যাশিতভাবেই তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন ৷

শুভেন্দু বললেন, যেভাবে দিনের পর দিন ভুল চণ্ডীপাঠ করছেন উনি, যেভাবে সরস্বতী পুজোর মন্ত্র বলছেন, তা মেনে নেওয়া যায় না ৷ আমি সব ধর্মকে সম্মান করি । কিন্তু এটা কী উনি অন্য ধর্মের সঙ্গে করতে পারতেন । হিন্দু ধর্মকে অপমান করছেন মমতা ৷ হিন্দু সমাজকে ভাবতে হবে ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে সুপার বুধবার, 35 ডিগ্রিতে খেলা শুরু মমতা-শুভেন্দুর

বুধবার শুভেন্দু আরও বলেন, আমি সব ধর্মকে সম্মান করি ৷ বিবেকানন্দ বলেছেন, নিজের ধর্মের প্রতি আস্থাশীল হও, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও ৷ তবে আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে ৷ সূর্য প্রণাম করি, গায়েত্রী মন্ত্র জপ করি ৷ কিন্তু জনপ্রতিনিধি হিসেবে সব ধর্মকে সম্মান করি ৷ কেউ আমার কাছে এলে তাঁকে প্রশ্ন করি না, তুমি কোন ধর্মের লোক ৷ মানুষ হিসেবে দেখি ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠের নামে যা করেছেন, যদি অন্য ধর্মে এই জিনিস হত তাহলে আগুন জ্বলত ৷ ক্ষমা চাইতে হত ওঁকে ৷

রীতিমোত গলা চড়িয়ে শুভেন্দু বলেন, এটা মেনে নেওয়া যায় না ৷ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট থেকে শুরু করে সবাই প্রশ্ন তুলেছে ৷ কেন উনি এগুলো করছেন । উনি এটা করতে পারেন না ৷

নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী

এইসঙ্গে বুধবার চিটফান্ড কেলেঙ্কারি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ৷ শুভেন্দুর কথায়, উনি তিন কোটি লোকের টাকা মেরেছেন ৷ সারদা-রোজভ্যালির টাকা নিয়েছেন ৷ স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে দমকলকর্মীদের মৃত্যুর জন্যও তৃণমূল সরকারকে দায়ি করলেন শুভেন্দু অধিকারী ৷ বলেন, দলের সতেরোশো ছেলেকে ক্যাজুয়ালে নেওয়া হয়েছে দমকলে ৷ ট্রেনিং ছাড়া নিয়েছে ৷ বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের এই অরাজক পরিস্থিত বদলাবে ৷

নন্দীগ্রাম, 10 মার্চ : ভুল মন্ত্র পড়ে হিন্দু ধর্মকে অপমান করছেন মমতা, নন্দীগ্রামে ভোটপ্রচারে নেমে বললেন শুভেন্দু অধিকারী ৷ আজ কার্যত নন্দীগ্রামের হাওয়া গরম ৷ আজ মনোনয়ন জমা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সকাল থেকে তাঁকে ঘিরে দেখা গেল জনজোয়ার ৷ অন্যদিকে মমতার মনোনয়ন জমার দিন মেদিনীপুরে প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী ৷ বুধবার নন্দীগ্রামে দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন শুভেন্দু ৷ যজ্ঞ অনুষ্ঠানের পর উদ্বোধন হয় কার্যালয়ের ৷ সমর্থকদের নিয়ে মিছিলও করেন তিনি ৷ প্রচারে বেরিয়ে প্রত্যাশিতভাবেই তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন ৷

শুভেন্দু বললেন, যেভাবে দিনের পর দিন ভুল চণ্ডীপাঠ করছেন উনি, যেভাবে সরস্বতী পুজোর মন্ত্র বলছেন, তা মেনে নেওয়া যায় না ৷ আমি সব ধর্মকে সম্মান করি । কিন্তু এটা কী উনি অন্য ধর্মের সঙ্গে করতে পারতেন । হিন্দু ধর্মকে অপমান করছেন মমতা ৷ হিন্দু সমাজকে ভাবতে হবে ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে সুপার বুধবার, 35 ডিগ্রিতে খেলা শুরু মমতা-শুভেন্দুর

বুধবার শুভেন্দু আরও বলেন, আমি সব ধর্মকে সম্মান করি ৷ বিবেকানন্দ বলেছেন, নিজের ধর্মের প্রতি আস্থাশীল হও, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও ৷ তবে আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে ৷ সূর্য প্রণাম করি, গায়েত্রী মন্ত্র জপ করি ৷ কিন্তু জনপ্রতিনিধি হিসেবে সব ধর্মকে সম্মান করি ৷ কেউ আমার কাছে এলে তাঁকে প্রশ্ন করি না, তুমি কোন ধর্মের লোক ৷ মানুষ হিসেবে দেখি ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠের নামে যা করেছেন, যদি অন্য ধর্মে এই জিনিস হত তাহলে আগুন জ্বলত ৷ ক্ষমা চাইতে হত ওঁকে ৷

রীতিমোত গলা চড়িয়ে শুভেন্দু বলেন, এটা মেনে নেওয়া যায় না ৷ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট থেকে শুরু করে সবাই প্রশ্ন তুলেছে ৷ কেন উনি এগুলো করছেন । উনি এটা করতে পারেন না ৷

নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী

এইসঙ্গে বুধবার চিটফান্ড কেলেঙ্কারি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ৷ শুভেন্দুর কথায়, উনি তিন কোটি লোকের টাকা মেরেছেন ৷ সারদা-রোজভ্যালির টাকা নিয়েছেন ৷ স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে দমকলকর্মীদের মৃত্যুর জন্যও তৃণমূল সরকারকে দায়ি করলেন শুভেন্দু অধিকারী ৷ বলেন, দলের সতেরোশো ছেলেকে ক্যাজুয়ালে নেওয়া হয়েছে দমকলে ৷ ট্রেনিং ছাড়া নিয়েছে ৷ বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের এই অরাজক পরিস্থিত বদলাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.