ETV Bharat / state

শুভেন্দুর সভায় যাওয়ার পথে আক্রান্ত বিজেপি কর্মী - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

দলীয় কর্মীর উপর হামলার প্রতিবাদে সরব শুভেন্দু অধিকারাী ৷ অভিযোগের তির তৃণমূূলের দিকে ৷ ঘটনায় থানায় অভিযোগ দায়ের ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 18, 2021, 9:53 AM IST

কাঁথি, 18 মার্চ : বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত অধিকারী গড় ৷ গতকাল শুভেন্দু অধিকারীর কর্মিসভায় যাওয়ার পথে আক্রান্ত হন স্থানীয় বিজেপি কর্মী বুদ্ধদেব মান্না ৷ উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের মারিশদা থানার ভাজাচাউলির ঘটনা ৷ ঘটনায় গতরাতেই মারিশদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুভেন্দু ৷ সঙ্গে তাঁর ভাই দিব্যেন্দুও ছিলেন ৷ বর্তমানে আহত বিজেপি কর্মী কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

গতকাল শুভেন্দু অধিকারী একটি কর্মিসভায় উপস্থিত ছিলেন ৷ এছাড়াও সভায় ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, অভিনেত্রী শ্রাবন্তী, বনি অধিকারী সহ আরও অনেকে । সভায় যাওয়ার পথেই বুদ্ধদেব মান্নার উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ৷ তারই প্রতিবাদে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ মারিশদা থানায় অভিযুক্তদের বিরূদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শুভেন্দু ৷ সঙ্গে ছিলেন তাঁর ভাই ও অন্য বিজেপি কর্মীরা ৷ দোষীদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তির দাবি করেছেন তিনি ৷

বিজেপি কর্মীর উপর আক্রান্তের প্রতিবাদে সরব শুভেন্দু

শুভেন্দু বলেন, মিছিল নিয়ে কর্মিসভায় আসার পথে বুদ্ধদেব আক্রান্ত হন ৷ আমরা কী ছেড়ে দেব নাকি ? পুলিশ আগে রাজ্য সরকারের ছিল ৷ এখন নির্বাচন কমিশনের ৷ পুলিশকে পক্ষপাতিত্ব না করে পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ করেছি ৷ নাম না করে তৃণমূলের বিরূদ্ধে তোপ দেগে তিনি বলেন, কর্মিসভায় 7-8 হাজার লোক নিয়ে আসা হচ্ছিল ৷ তার মধ্যে 5 হাজার লোক উপস্থিত ছিলেন ৷ বাকি 2 হাজার লোক আসতে পারেননি ৷ তাঁদের আটকে দেওয়া হয়েছে ৷ যাদের কাছ থেকে জনসমর্থন সরে যাচ্ছে , যাদের জনসমর্থনের কোনও ভিত্তি নেই , তারাই এই ঘটনা ঘটিযেছে ৷ এইসব আমাদের আটকানোর জন্য করছে ৷ আমরা কি ছেড়ে দেব নাকি ? আমরা এসব বিষয়ে ডক্টরেট করা লোক ৷

আরও পড়ুন : ভাটপাড়ায় অর্জুনের বাড়ির কাছে বোমাবাজিতে আহত 3, পাল্টা 'খেলা'র হুঁশিয়ারি বিজেপি সাংসদের

কাঁথি, 18 মার্চ : বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত অধিকারী গড় ৷ গতকাল শুভেন্দু অধিকারীর কর্মিসভায় যাওয়ার পথে আক্রান্ত হন স্থানীয় বিজেপি কর্মী বুদ্ধদেব মান্না ৷ উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের মারিশদা থানার ভাজাচাউলির ঘটনা ৷ ঘটনায় গতরাতেই মারিশদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুভেন্দু ৷ সঙ্গে তাঁর ভাই দিব্যেন্দুও ছিলেন ৷ বর্তমানে আহত বিজেপি কর্মী কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

গতকাল শুভেন্দু অধিকারী একটি কর্মিসভায় উপস্থিত ছিলেন ৷ এছাড়াও সভায় ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, অভিনেত্রী শ্রাবন্তী, বনি অধিকারী সহ আরও অনেকে । সভায় যাওয়ার পথেই বুদ্ধদেব মান্নার উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ৷ তারই প্রতিবাদে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ মারিশদা থানায় অভিযুক্তদের বিরূদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শুভেন্দু ৷ সঙ্গে ছিলেন তাঁর ভাই ও অন্য বিজেপি কর্মীরা ৷ দোষীদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তির দাবি করেছেন তিনি ৷

বিজেপি কর্মীর উপর আক্রান্তের প্রতিবাদে সরব শুভেন্দু

শুভেন্দু বলেন, মিছিল নিয়ে কর্মিসভায় আসার পথে বুদ্ধদেব আক্রান্ত হন ৷ আমরা কী ছেড়ে দেব নাকি ? পুলিশ আগে রাজ্য সরকারের ছিল ৷ এখন নির্বাচন কমিশনের ৷ পুলিশকে পক্ষপাতিত্ব না করে পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ করেছি ৷ নাম না করে তৃণমূলের বিরূদ্ধে তোপ দেগে তিনি বলেন, কর্মিসভায় 7-8 হাজার লোক নিয়ে আসা হচ্ছিল ৷ তার মধ্যে 5 হাজার লোক উপস্থিত ছিলেন ৷ বাকি 2 হাজার লোক আসতে পারেননি ৷ তাঁদের আটকে দেওয়া হয়েছে ৷ যাদের কাছ থেকে জনসমর্থন সরে যাচ্ছে , যাদের জনসমর্থনের কোনও ভিত্তি নেই , তারাই এই ঘটনা ঘটিযেছে ৷ এইসব আমাদের আটকানোর জন্য করছে ৷ আমরা কি ছেড়ে দেব নাকি ? আমরা এসব বিষয়ে ডক্টরেট করা লোক ৷

আরও পড়ুন : ভাটপাড়ায় অর্জুনের বাড়ির কাছে বোমাবাজিতে আহত 3, পাল্টা 'খেলা'র হুঁশিয়ারি বিজেপি সাংসদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.