ETV Bharat / state

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 2 - প্রবল জলোচ্ছ্বাসের কারণে নদী বাঁধ ভেঙেছে

ঘূর্ণিঝড় যশ আর ভরা কোটালে সমুদ্রের জল মিশেছে নদীর জলে ৷ প্লাবিত হয়েছে স্থানীয় ফিশারিগুলি ৷ সেখান থেকে মাছ বেরিয়ে পড়ার খবর ছড়িয়ে পড়েছিল চারদিকে ৷ মাছ ধরতে অথবা দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন দুই কিশোর ৷

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২ কিশোর
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২ কিশোর
author img

By

Published : May 28, 2021, 9:48 AM IST

নন্দীগ্রাম, (পূর্ব মেদিনীপুর) 28 মে : একদিকে ঘূর্ণিঝড় যশ আর অন্য দিকে ভরা কোটাল ৷ বাঁধ ভেঙে সমুদ্রের জল ঢুকেছে নন্দীগ্রামে । এই অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকে জমে থাকা জলে মাছ ধরতে বেরিয়ে পড়েন গ্রামবাসীরা । এই সময় নন্দীগ্রাম ২ নং ব্লকের দ্বিতীয় খন্ড জলপাই গ্রামে রাস্তার ধারে সাইকেল নিয়ে দু'টি যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।

আরও পড়ুন : আলিপুরদুয়ারে দুঃস্থদের সাহায্যার্থে বিনামূল্যে আস্ত বাজার

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । পুলিশ জানিয়েছে, মৃত দুই কিশোরের নাম আকাশ পড়ুয়া (16) ও প্রীতম প্রধান (17) । তাদের বাড়ি নন্দীগ্রাম থানার বয়াল গ্রামে ৷ শক্তিশালী ঘূর্ণিঝড় যশের দাপটে প্রবল জলোচ্ছ্বাসের কারণে নদী বাঁধ ভেঙে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে । ডুবে গিয়েছে মাছের ভেড়ি ও ফিশারি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুই বন্ধু মিলে সাইকেলে স্থানীয় এলাকায় মাছ ধরতে বেরিয়েছিল । অসতর্কতার জেরে রাস্তার পাশে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া কাটা তারে জড়িয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দুজন । বাসিন্দাদের অভিযোগ, যশের তাণ্ডবে এই এলাকার বেশ কয়েকটি মাছের ফিশারি জলে ডুবে যাওয়ায় ফিশারির সব মাছ বেরিয়ে এসেছে । আর সেই ঘটনা জানাজানি হতেই দূর-দূরান্ত থেকে বহু লোকজন জাল নিয়ে মাছ ধরতে আসছিলেন । স্থানীয়দের অনুমান, এই দু’জন মাছ ধরতে কিংবা মাছ ধরা দেখতে এসেছিল ।

নন্দীগ্রাম, (পূর্ব মেদিনীপুর) 28 মে : একদিকে ঘূর্ণিঝড় যশ আর অন্য দিকে ভরা কোটাল ৷ বাঁধ ভেঙে সমুদ্রের জল ঢুকেছে নন্দীগ্রামে । এই অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকে জমে থাকা জলে মাছ ধরতে বেরিয়ে পড়েন গ্রামবাসীরা । এই সময় নন্দীগ্রাম ২ নং ব্লকের দ্বিতীয় খন্ড জলপাই গ্রামে রাস্তার ধারে সাইকেল নিয়ে দু'টি যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।

আরও পড়ুন : আলিপুরদুয়ারে দুঃস্থদের সাহায্যার্থে বিনামূল্যে আস্ত বাজার

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । পুলিশ জানিয়েছে, মৃত দুই কিশোরের নাম আকাশ পড়ুয়া (16) ও প্রীতম প্রধান (17) । তাদের বাড়ি নন্দীগ্রাম থানার বয়াল গ্রামে ৷ শক্তিশালী ঘূর্ণিঝড় যশের দাপটে প্রবল জলোচ্ছ্বাসের কারণে নদী বাঁধ ভেঙে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে । ডুবে গিয়েছে মাছের ভেড়ি ও ফিশারি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুই বন্ধু মিলে সাইকেলে স্থানীয় এলাকায় মাছ ধরতে বেরিয়েছিল । অসতর্কতার জেরে রাস্তার পাশে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া কাটা তারে জড়িয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দুজন । বাসিন্দাদের অভিযোগ, যশের তাণ্ডবে এই এলাকার বেশ কয়েকটি মাছের ফিশারি জলে ডুবে যাওয়ায় ফিশারির সব মাছ বেরিয়ে এসেছে । আর সেই ঘটনা জানাজানি হতেই দূর-দূরান্ত থেকে বহু লোকজন জাল নিয়ে মাছ ধরতে আসছিলেন । স্থানীয়দের অনুমান, এই দু’জন মাছ ধরতে কিংবা মাছ ধরা দেখতে এসেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.