ETV Bharat / state

ভোট শুরুর কয়েকঘণ্টা আগে কাঁথিতে গুলিবিদ্ধ 2 BJP কর্মী - loksabha

BJP-র অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বোমাবাজি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হতে হয়েছে তাদের দুই কর্মীকে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

জখম BJP কর্মী
author img

By

Published : May 12, 2019, 3:04 AM IST

Updated : May 12, 2019, 5:34 AM IST

ভগবানপুর, 12 মে : পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের ভগবানপুরে গুলিবিদ্ধ 2 BJP কর্মী । তাদের নাম অনন্ত গুছাইত (50) ও রণজিৎ মাইতি (28) । দু'জনের হাতে ও বুকে গুলি লেগেছে । BJP-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা গুলি চালিয়েছে তাঁদের কর্মীদের উপর । জখম দু'জনকে প্রথমে চণ্ডীপুর ব্লক প্রাথমিক হাসপাতালে ভরতি করা হয় । অবস্থার অবনতি হওয়ায় তাদের তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এখন সেখানেই তারা চিকিৎসাধীন ।

স্থানীয় সূত্রে খবর, রাত পৌনে একটা নাগাদ ভগবানপুর থানার পশ্চিমবাড় এলাকায় দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করে । দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করে এলাকার BJP কর্মীরা । তাঁরা বাড়ি থেকে বেরিয়ে দলবদ্ধভাবে রুখে দাঁড়ায় । দুষ্কৃতীদের ধাওয়া করে । পালানোর সময় দুষ্কৃতীরা গুলি ছুড়তে থাকে । সেই গুলিতেই আহত হয় ওই দুই BJP কর্মী ।

এনিয়ে ভগবানপুর 1 নম্বর ব্লকের BJP মণ্ডল সভাপতি দেবব্রত কর বলেন, "ভগবানপুর থানার সিভিক ভল‍ান্টিয়র রাজীব হাজরার নেতৃত্বে স্থানীয় তৃণমূল নেতা যদু ওঝা, কল্লোল দাস ও রাজু কর সহ কয়েকজন গুন্ডা এলাকায় বোমাবাজি শুরু করে । আমাদের কর্মীরা তার প্রতিবাদ করায় ওরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় । সেই গুলি লেগেই জখম হয়েছে আমাদের দুই কর্মী । পুলিশের মদতেই এই ঘটনা ঘটেছে । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ।" যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । তৃণমূল নেতা তথা বিধায়ক অর্ধেন্দু মাইতি বলেন, "তৃণমূলের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয় । দল এধরনের কাজকে কখনও প্রশ্রয় দেয় না । পুলিশকে নিরপেক্ষ তদন্তের আবেদন জানাব ।"

ভগবানপুর, 12 মে : পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের ভগবানপুরে গুলিবিদ্ধ 2 BJP কর্মী । তাদের নাম অনন্ত গুছাইত (50) ও রণজিৎ মাইতি (28) । দু'জনের হাতে ও বুকে গুলি লেগেছে । BJP-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা গুলি চালিয়েছে তাঁদের কর্মীদের উপর । জখম দু'জনকে প্রথমে চণ্ডীপুর ব্লক প্রাথমিক হাসপাতালে ভরতি করা হয় । অবস্থার অবনতি হওয়ায় তাদের তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এখন সেখানেই তারা চিকিৎসাধীন ।

স্থানীয় সূত্রে খবর, রাত পৌনে একটা নাগাদ ভগবানপুর থানার পশ্চিমবাড় এলাকায় দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করে । দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করে এলাকার BJP কর্মীরা । তাঁরা বাড়ি থেকে বেরিয়ে দলবদ্ধভাবে রুখে দাঁড়ায় । দুষ্কৃতীদের ধাওয়া করে । পালানোর সময় দুষ্কৃতীরা গুলি ছুড়তে থাকে । সেই গুলিতেই আহত হয় ওই দুই BJP কর্মী ।

এনিয়ে ভগবানপুর 1 নম্বর ব্লকের BJP মণ্ডল সভাপতি দেবব্রত কর বলেন, "ভগবানপুর থানার সিভিক ভল‍ান্টিয়র রাজীব হাজরার নেতৃত্বে স্থানীয় তৃণমূল নেতা যদু ওঝা, কল্লোল দাস ও রাজু কর সহ কয়েকজন গুন্ডা এলাকায় বোমাবাজি শুরু করে । আমাদের কর্মীরা তার প্রতিবাদ করায় ওরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় । সেই গুলি লেগেই জখম হয়েছে আমাদের দুই কর্মী । পুলিশের মদতেই এই ঘটনা ঘটেছে । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ।" যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । তৃণমূল নেতা তথা বিধায়ক অর্ধেন্দু মাইতি বলেন, "তৃণমূলের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয় । দল এধরনের কাজকে কখনও প্রশ্রয় দেয় না । পুলিশকে নিরপেক্ষ তদন্তের আবেদন জানাব ।"

sample description
Last Updated : May 12, 2019, 5:34 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.