ETV Bharat / state

Suvendu Adhikari: কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শুভেন্দু অধিকারী - অল্পের জন্য প্রাণে বাঁচলেন শুভেন্দু অধিকারী

শুক্রবার শুভেন্দু অধিকারী তাঁর কাঁথির বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে একটি রথ যাত্রার অনুষ্ঠানে তমলুকের ইসকন মন্দিরে যাচ্ছিলেন ৷ ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর গাড়িতে হঠাৎই কোথা থেকে একটি লরি এসে ধাক্কা মারে (Truck hits Suvendu Adhikari convoy on his way to Tamluk Iskcon) ৷

Suvendu Adhikari
শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা
author img

By

Published : Jul 1, 2022, 3:32 PM IST

Updated : Jul 1, 2022, 4:27 PM IST

কাঁথি, 1 জুলাই : শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা ৷ জানা গিয়েছে বাসভবন শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে তিনি শুক্রবার রথের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ৷ পথে ঘটে দুর্ঘটনা ৷ তবে অক্ষত রয়েছেন তিনি (Truck hits Suvendu Adhikari convoy on his way to Tamluk Iskcon) ৷

তমলুক ইসকন মন্দিরে রথযাত্রার অনুষ্ঠানে যাওয়ার সময় শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর গাড়িতে একটি লরি এসে ধাক্কা মারে ৷ গাড়িটি যখন পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার দুরমুঠের কাছে সেইসময় অপরদিক থেকে আসা লরিটির সঙ্গে সংঘর্ষ হয় ৷

দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘাতক লরির চালক পলাতক। তবে ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনায় শুভেন্দু অধিকারীর বেশ কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মারিশদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর 2 টো নাগাদ ঘটনাটি ঘটে ৷ শুভেন্দু অধিকারী ছিলেন কনভয়ের মাঝের একটি গাড়িতে। এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তায় রেখেই তমলুকের উদ্দেশে রওনা দেয় শুভেন্দুর কনভয়।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন শুভেন্দু অধিকারী

উল্লেখ্য, গতকাল ঝাড়গ্রামে হুল দিবসের জন্য গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতৃত্ব ও স্থানীয় বিশিষ্ট আদিবাসী সমাজের ব্যক্তিরা।

কাঁথি, 1 জুলাই : শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা ৷ জানা গিয়েছে বাসভবন শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে তিনি শুক্রবার রথের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ৷ পথে ঘটে দুর্ঘটনা ৷ তবে অক্ষত রয়েছেন তিনি (Truck hits Suvendu Adhikari convoy on his way to Tamluk Iskcon) ৷

তমলুক ইসকন মন্দিরে রথযাত্রার অনুষ্ঠানে যাওয়ার সময় শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর গাড়িতে একটি লরি এসে ধাক্কা মারে ৷ গাড়িটি যখন পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার দুরমুঠের কাছে সেইসময় অপরদিক থেকে আসা লরিটির সঙ্গে সংঘর্ষ হয় ৷

দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘাতক লরির চালক পলাতক। তবে ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনায় শুভেন্দু অধিকারীর বেশ কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মারিশদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর 2 টো নাগাদ ঘটনাটি ঘটে ৷ শুভেন্দু অধিকারী ছিলেন কনভয়ের মাঝের একটি গাড়িতে। এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তায় রেখেই তমলুকের উদ্দেশে রওনা দেয় শুভেন্দুর কনভয়।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন শুভেন্দু অধিকারী

উল্লেখ্য, গতকাল ঝাড়গ্রামে হুল দিবসের জন্য গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতৃত্ব ও স্থানীয় বিশিষ্ট আদিবাসী সমাজের ব্যক্তিরা।

Last Updated : Jul 1, 2022, 4:27 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.