নন্দীগ্রাম, 22 অগস্ট: সমবায় নির্বাচনের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কার্যত 'প্রত্যাখ্যান' করল নন্দীগ্রামবাসী (BJP Witnessed Huge Defeat)। সমবায় নির্বাচনে খাতা খুলতেই পারল না বিজেপি। অন্যদিকে এই কো-অপারেটিভ নির্বাচনে নন্দীগ্রামের মাটিতে দীর্ঘদিন পর সিপিএম নিজের অস্বিত্ব বজায় রাখল ৷ সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় সিপিএম কিছুটা হলেও অক্সিজেন পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল ।
রবিবার ছিল নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম-পঞ্চায়েতের কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন। 52 টি আসনের মধ্যে মনোনয়ন পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1টি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থী জয়ী হন। বাকি 51টি আসনের ভোটে 51 জন তৃণমূল সমর্থিত প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিজেপি সমর্থিত 40 জন এবং সিপিএম সমর্থিত 29 জন প্রার্থী। নির্বাচনে 2500 জন ভোটারের মধ্যে 90 শতাংশ ভোট পড়েছে । এই নির্বাচনকে ঘিরে রবিবার সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মোতায়েন করা হয়েছিল র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী । গণনায় দেখা গিয়েছে 50টি আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হন। 1টি আসনে বাম সমর্থিত প্রার্থী জয়ী হন। 1টি আসনে তৃণমূল আগেই জিতে গিয়েছিল।
আরও পড়ুন: বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ আসানসোল ও বনগাঁর উপনির্বাচন
তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, ‘‘নন্দীগ্রামে বিজেপির পায়ের তলা থেকে দিনের পর দিন যে মাটি সরছে তার প্রমাণ পাওয়া গেল এই সমবায় নির্বাচনের মধ্যে । এই ভোটের মধ্য দিয়ে নন্দীগ্রাম থেকে বিজেপি উৎখাতের প্রক্রিয়া শুরু হল। এলাকার অন্যান্য সমবায়-সহ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে থাকবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ’’
নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব বাগ বলেন,‘‘বিধানসভা নির্বাচনে বিরুলিয়া অঞ্চলে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি । বিজেপির হাত ধরে এলাকার মানুষদের বিরূপ অভিজ্ঞতা হয়েছে। তাই সমবায়ের উন্নয়নের ভোটের জন্য তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন তাঁরা।
আরও পড়ুন: বিজেপির পর এবার ভোট লুঠের অভিযোগ সিপিএমের, প্রতিবাদে যশোর রোড অবরোধ
এই প্রসঙ্গেই তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন,‘‘তৃণমূলের চাপা সন্ত্রাসের মধ্যে মানুষ ভোট দিয়েছে । স্বচ্ছ নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসকে আর কোথাও খুঁজে পাওয়া যেত না ।"