ETV Bharat / state

মন্দির ওহি বানায়েঙ্গে, ডেট নেহি বাতায়েঙ্গে; BJP-কে আক্রমণ শুভেন্দুর

"BJP-র মুখে দেশপ্রেমের কথা মানায় না । কারণ স্বাধীনতার আগে BJP পার্টি ছিল না ।" আজ কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে কাঁথি মুকুন্দপুর বাজারে এক কর্মিসভায় একথা বলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ।

শুভেন্দু অধিকারী
author img

By

Published : May 5, 2019, 11:11 PM IST

Updated : May 5, 2019, 11:33 PM IST

কাঁথি, 5 মে : "মন্দির ওহি বানায়েঙ্গে, ডেট নেহি বাতায়েঙ্গে ।" আজ কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে কাঁথি মুকুন্দপুর বাজারে এক কর্মিসভায় একথা বলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি বলেন, "BJP-র মুখে দেশপ্রেমের কথা মানায় না । কারণ স্বাধীনতার আগে BJP পার্টি ছিল না । BJP পার্টির ঠাকুরদা RSS আর জনসংঘ ছিল । তারা ছিল ব্রিটিশের দালাল । তারা সত্যাগ্রহীদের ধরিয়ে দিত । বীরেন্দ্র শাসমল কী করছে ? বলাইবাবু কী করছে ? সুধীর দাস কী করছে ? এই খবর গুলো তারা ব্রিটিশদের কাছে পৌঁছে দিত । আমি দেশপ্রেমের কথা বলতে পারি, ভারত মাতার কথা বলতে পারি । কারণ আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন । জেল খেটেছিলেন ।"

শুভেন্দু অধিকারী আরও বলেন, "BJP-র কাছে হিন্দুত্ব ভোটের সময় আসে । BJP 1991 থেকে 2019 সাল পর্যন্ত প্রত্যেকটি নির্বাচনের সময় রামমন্দির এজেন্ডা রাখে । এমন কী ওরা হিন্দিতে কথা বলে, বাংলাটাতো জানেই না । তাই হিন্দিতেই বলে মন্দির ওহি বানায়েঙ্গে, লেকিন ডেট নেহি বাতায়েঙ্গে । রামমন্দির তৈরি হবে, কিন্তু ডেট বলা যাবে না । তাহলে ইশুটা খতম হয়ে যাবে । তাই BJP-র ধাপ্পা বাজিতে কেউ ফাঁসবেন না । ওরা এসব করে শুধুমাত্র ভোট পাওয়ার আশায় । আর সেই কারণেই 15 বছরে মধ্যপ্রদেশের সরকার হেরে গেছে । মধ্যপ্রদেশে মাত্র 4 শতাংশ মাইনরিটি থাকে । রাজস্থানে সরকার হেরে গেছে । ওখানে মাত্র 5 শতাংশ মাইনরিটি থাকে । ছত্তিশগড়ের সরকার হেরে গেছে । ওখানে 6 শতাংশ মাইনরিটি থাকে । মাইনরিটি-মেজোরিটি বলে কথা নয় । নোটবন্দী, GST-র মতো, আজকের সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে BJP । তাই BJP-কে একটি ও ভোট দেবেন না ।"

কাঁথি, 5 মে : "মন্দির ওহি বানায়েঙ্গে, ডেট নেহি বাতায়েঙ্গে ।" আজ কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে কাঁথি মুকুন্দপুর বাজারে এক কর্মিসভায় একথা বলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি বলেন, "BJP-র মুখে দেশপ্রেমের কথা মানায় না । কারণ স্বাধীনতার আগে BJP পার্টি ছিল না । BJP পার্টির ঠাকুরদা RSS আর জনসংঘ ছিল । তারা ছিল ব্রিটিশের দালাল । তারা সত্যাগ্রহীদের ধরিয়ে দিত । বীরেন্দ্র শাসমল কী করছে ? বলাইবাবু কী করছে ? সুধীর দাস কী করছে ? এই খবর গুলো তারা ব্রিটিশদের কাছে পৌঁছে দিত । আমি দেশপ্রেমের কথা বলতে পারি, ভারত মাতার কথা বলতে পারি । কারণ আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন । জেল খেটেছিলেন ।"

শুভেন্দু অধিকারী আরও বলেন, "BJP-র কাছে হিন্দুত্ব ভোটের সময় আসে । BJP 1991 থেকে 2019 সাল পর্যন্ত প্রত্যেকটি নির্বাচনের সময় রামমন্দির এজেন্ডা রাখে । এমন কী ওরা হিন্দিতে কথা বলে, বাংলাটাতো জানেই না । তাই হিন্দিতেই বলে মন্দির ওহি বানায়েঙ্গে, লেকিন ডেট নেহি বাতায়েঙ্গে । রামমন্দির তৈরি হবে, কিন্তু ডেট বলা যাবে না । তাহলে ইশুটা খতম হয়ে যাবে । তাই BJP-র ধাপ্পা বাজিতে কেউ ফাঁসবেন না । ওরা এসব করে শুধুমাত্র ভোট পাওয়ার আশায় । আর সেই কারণেই 15 বছরে মধ্যপ্রদেশের সরকার হেরে গেছে । মধ্যপ্রদেশে মাত্র 4 শতাংশ মাইনরিটি থাকে । রাজস্থানে সরকার হেরে গেছে । ওখানে মাত্র 5 শতাংশ মাইনরিটি থাকে । ছত্তিশগড়ের সরকার হেরে গেছে । ওখানে 6 শতাংশ মাইনরিটি থাকে । মাইনরিটি-মেজোরিটি বলে কথা নয় । নোটবন্দী, GST-র মতো, আজকের সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে BJP । তাই BJP-কে একটি ও ভোট দেবেন না ।"

sample description
Last Updated : May 5, 2019, 11:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.