ETV Bharat / state

Akhil Giri Criticises Adhikari Family : অধিকারীদের দুর্নীতির পর্দা ফাঁস হবে, হুমকি অখিল গিরির - নিরাপত্তা ছেড়ে দেখাক, তবেই বোঝা যাবে কে কত বড় নেতা, অধিকারীদের চ্যালেঞ্জ অখিলের

অধিকারী পরিবারের সমালোচনা করে এদিন অখিল গিরি বলেন (Akhil Giri criticises Adhikari family), ওদের জন্যই তৃণমূল কার্যালয় জেলায় তৈরি হয়নি এতদিন ৷

Akhil Giri Criticises Adhikari Family
অধিকারীদের চ্যালেঞ্জ অখিলের
author img

By

Published : Jan 30, 2022, 8:58 PM IST

কাঁথি, 30 জানুয়ারি : "নিরাপত্তা ছেড়ে দেখাক, তবেই বোঝা যাবে কে কত বড় নেতা", মেদিনীপুরের অধিকারী পরিবারকে আক্রমণ করে রবিবার এই মন্তব্যই করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি (Akhil Giri Criticises Suvendu Adhikari and his family) ৷

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কাঁথি পৌরসভা একটি পরিবারের হাতে ছিল প্রায় 40 বছর । তাই দুর্নীতির অনেক ঘটনা ঘটেছে ৷ সব তদন্ত চলছে । অল্পদিনেই সব সামনে আসবে । বহু দুর্নীতির ফাইল ওরা জ্বালিয়ে দিয়েছে । আস্থাভাজনদের জেরা করে বহু তথ্যের সন্ধান মিলেছে । পার পাবে না ওরা । আগামী দু-চারদিন পরেই সমগ্র দুর্নীতির পর্দা ফাঁস হবে । রাজ্য সরকার মামলা করবে ।" রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, "তৃণমূল পুলিশ নিয়ে বেঁচে নেই । উনি সিআরপিএফ ছাড়া এক বিন্দু চলতে পারছেন না । ওনার ভাইও কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা পাচ্ছেন । এতে বোঝাই যাচ্ছে কে জননেতা । আমার নিরাপত্তা লাগে না, আমি একাই ঘুরে বেড়াই, আমার ভয় নেই । উনি নিরাপত্তা ছেড়ে দেখান তবেই বোঝা যাবে কত বড় নেতা । বুনো ওলকে বাঘা তেঁতুল দিয়ে কীভাবে জব্দ করতে হয় তা আমার জানা আছে ।"

নিরাপত্তা ছেড়ে দেখাক, তবেই বোঝা যাবে কে কত বড় নেতা, অধিকারীদের চ্যালেঞ্জ অখিলের

আরও পড়ুন : অর্জুনকে নিয়ে জ্যোতিপ্রিয়র মন্তব্য গণতন্ত্রের পক্ষে সমীচিন নয়, কটাক্ষ সুকান্তের

পৌরভোটের আগে এদিন কাঁথির 9 নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন অখিল গিরি ৷ বলেন, এতদিন এখানে তৃণমূল কার্যালয় না থাকার জন্য দায়ী অধিকারী পরিবার ৷

কাঁথি, 30 জানুয়ারি : "নিরাপত্তা ছেড়ে দেখাক, তবেই বোঝা যাবে কে কত বড় নেতা", মেদিনীপুরের অধিকারী পরিবারকে আক্রমণ করে রবিবার এই মন্তব্যই করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি (Akhil Giri Criticises Suvendu Adhikari and his family) ৷

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কাঁথি পৌরসভা একটি পরিবারের হাতে ছিল প্রায় 40 বছর । তাই দুর্নীতির অনেক ঘটনা ঘটেছে ৷ সব তদন্ত চলছে । অল্পদিনেই সব সামনে আসবে । বহু দুর্নীতির ফাইল ওরা জ্বালিয়ে দিয়েছে । আস্থাভাজনদের জেরা করে বহু তথ্যের সন্ধান মিলেছে । পার পাবে না ওরা । আগামী দু-চারদিন পরেই সমগ্র দুর্নীতির পর্দা ফাঁস হবে । রাজ্য সরকার মামলা করবে ।" রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, "তৃণমূল পুলিশ নিয়ে বেঁচে নেই । উনি সিআরপিএফ ছাড়া এক বিন্দু চলতে পারছেন না । ওনার ভাইও কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা পাচ্ছেন । এতে বোঝাই যাচ্ছে কে জননেতা । আমার নিরাপত্তা লাগে না, আমি একাই ঘুরে বেড়াই, আমার ভয় নেই । উনি নিরাপত্তা ছেড়ে দেখান তবেই বোঝা যাবে কত বড় নেতা । বুনো ওলকে বাঘা তেঁতুল দিয়ে কীভাবে জব্দ করতে হয় তা আমার জানা আছে ।"

নিরাপত্তা ছেড়ে দেখাক, তবেই বোঝা যাবে কে কত বড় নেতা, অধিকারীদের চ্যালেঞ্জ অখিলের

আরও পড়ুন : অর্জুনকে নিয়ে জ্যোতিপ্রিয়র মন্তব্য গণতন্ত্রের পক্ষে সমীচিন নয়, কটাক্ষ সুকান্তের

পৌরভোটের আগে এদিন কাঁথির 9 নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন অখিল গিরি ৷ বলেন, এতদিন এখানে তৃণমূল কার্যালয় না থাকার জন্য দায়ী অধিকারী পরিবার ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.