খেজুরি, 11 মে : BJP এজেন্টকে ভোজালির কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । তাঁর নাম গোপাল পুরকাইত । খেজুরির পানখাইয়ের 172 নম্বর বুথের ঘটনা ।
আজ সকালে তৃণমূলের লোকজন গোপালবাবুকে বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ । এরপর তিনি জোর করে বুথে ঢুকতে গেলে তাঁর উপর হামলা চালানো হয় । অভিযোগ, তাঁকে ভোজালির কোপ মারা হয় । তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুজন BJP কর্মী জখম হয়েছেন ।
গোপালকে স্থানীয় হাসাপাতলে নিয়ে যাওয়া হয়েছে । যদিও তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা এই অভিযোগ অস্বীকার করেছে ।