ETV Bharat / state

BJP এজেন্টকে ভোজালির কোপ, অভিযুক্ত তৃণমূল - TMC

আজ সকালে তৃণমূলের লোকজন গোপালবাবুকে বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে । এরপর তিনি জোর করে বুথে ঢুকতে গেলে তাঁর উপর হামলা চালানো হয় । অভিযোগ, তাঁকে ভোজালির কোপ মারা হয় । তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুজন BJP কর্মী জখম হয়েছেন ।

গোপাল পুরকাইত
author img

By

Published : May 12, 2019, 12:50 PM IST

Updated : May 12, 2019, 1:26 PM IST

খেজুরি, 11 মে : BJP এজেন্টকে ভোজালির কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । তাঁর নাম গোপাল পুরকাইত । খেজুরির পানখাইয়ের 172 নম্বর বুথের ঘটনা ।

আজ সকালে তৃণমূলের লোকজন গোপালবাবুকে বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ । এরপর তিনি জোর করে বুথে ঢুকতে গেলে তাঁর উপর হামলা চালানো হয় । অভিযোগ, তাঁকে ভোজালির কোপ মারা হয় । তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুজন BJP কর্মী জখম হয়েছেন ।

দেখুন ভিডিয়ো

গোপালকে স্থানীয় হাসাপাতলে নিয়ে যাওয়া হয়েছে । যদিও তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা এই অভিযোগ অস্বীকার করেছে ।

খেজুরি, 11 মে : BJP এজেন্টকে ভোজালির কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । তাঁর নাম গোপাল পুরকাইত । খেজুরির পানখাইয়ের 172 নম্বর বুথের ঘটনা ।

আজ সকালে তৃণমূলের লোকজন গোপালবাবুকে বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ । এরপর তিনি জোর করে বুথে ঢুকতে গেলে তাঁর উপর হামলা চালানো হয় । অভিযোগ, তাঁকে ভোজালির কোপ মারা হয় । তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুজন BJP কর্মী জখম হয়েছেন ।

দেখুন ভিডিয়ো

গোপালকে স্থানীয় হাসাপাতলে নিয়ে যাওয়া হয়েছে । যদিও তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা এই অভিযোগ অস্বীকার করেছে ।

sample description
Last Updated : May 12, 2019, 1:26 PM IST

For All Latest Updates

TAGGED:

TMCBJP
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.