ETV Bharat / state

পটাশপুরে পরপর তিনটি দোকানে চুরি - theft in patashpur

তালাবন্ধ তিন দোকানে গভীর রাতে চুরি ৷ খোয়া গিয়েছে মোট নগদ প্রায় 50 হাজার টাকা সহ বেশকিছু সামগ্রী ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

পটাশপুরে পরপর তিনটি দোকানে চুরি
পটাশপুরে পরপর তিনটি দোকানে চুরি
author img

By

Published : May 21, 2021, 7:40 AM IST

পটাশপুর, 21 মে : রাতের অন্ধকারে পরপর তিনটি দোকান চুরি ৷ বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার অন্তর্গত খড়াই কোটবাড় এলাকায় ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷ অথচ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা ৷ আতঙ্কিত বাসিন্দারা ৷

স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে পরপর তিনটি দোকান চুরির ঘটনা ঘটে । চাল, মোবাইল ও চা-পানের দোকানে ৷ একই এলাকায় ওই তিনটি দোকান ছিল ৷ ওই তিনটি দোকান থেকে খোয়া গিয়েছে মোট 50 হাজার টাকা নগদ সহ মালপত্র ।

আরও পড়ুন : কাঁকসার সবুজ ঘেরা আদিবাসীদের জীবন, নেই কোভিড আতঙ্ক

ক্ষতিগ্রস্ত দোকানদারদের অভিযোগ, একটি দোকানের অ্যাডবেসটসের চাল খুলে দোকানের সামগ্রী চুরি করেছে ৷ অপর দোকানের সামনের গেটের তালা ভেঙে ঢুকে নগদ টাকা ও সামগ্রী চুরি করেছে ৷

একে এই করোনা পরিস্থিতিতে কার্যত লকডাউন জারি হয়েছে, তাতে বিক্রিবাট্টা প্রায় বন্ধ ৷ তারপর আবার চুরির ঘটনায় সর্বস্বান্ত দোকানদারেরা ৷ খবর দেওয়া হয় থানায় ৷ পুলিশ এসে খতিয়ে দেখে ৷

যদিও পটাশপুর থানার ওসি এবিষয়ে বলেন, "সকালে তিনটি দোকান চুরি হওয়ার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যাই ৷ সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখি । তদন্ত চলছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি ৷"

পটাশপুর, 21 মে : রাতের অন্ধকারে পরপর তিনটি দোকান চুরি ৷ বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার অন্তর্গত খড়াই কোটবাড় এলাকায় ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷ অথচ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা ৷ আতঙ্কিত বাসিন্দারা ৷

স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে পরপর তিনটি দোকান চুরির ঘটনা ঘটে । চাল, মোবাইল ও চা-পানের দোকানে ৷ একই এলাকায় ওই তিনটি দোকান ছিল ৷ ওই তিনটি দোকান থেকে খোয়া গিয়েছে মোট 50 হাজার টাকা নগদ সহ মালপত্র ।

আরও পড়ুন : কাঁকসার সবুজ ঘেরা আদিবাসীদের জীবন, নেই কোভিড আতঙ্ক

ক্ষতিগ্রস্ত দোকানদারদের অভিযোগ, একটি দোকানের অ্যাডবেসটসের চাল খুলে দোকানের সামগ্রী চুরি করেছে ৷ অপর দোকানের সামনের গেটের তালা ভেঙে ঢুকে নগদ টাকা ও সামগ্রী চুরি করেছে ৷

একে এই করোনা পরিস্থিতিতে কার্যত লকডাউন জারি হয়েছে, তাতে বিক্রিবাট্টা প্রায় বন্ধ ৷ তারপর আবার চুরির ঘটনায় সর্বস্বান্ত দোকানদারেরা ৷ খবর দেওয়া হয় থানায় ৷ পুলিশ এসে খতিয়ে দেখে ৷

যদিও পটাশপুর থানার ওসি এবিষয়ে বলেন, "সকালে তিনটি দোকান চুরি হওয়ার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যাই ৷ সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখি । তদন্ত চলছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.