মেদিনীপুর, 21 মে : ভোটের আগে কাঁথির তৃণমূলের সাংসদ শিশির অধিকারীকে ডিএসডিএ থেকে অপসারণ করা হয় ৷ তার পরিবর্তে দীঘা শংকরপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদে বসানো হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার অধিকারীদের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত ও রামনগরের বিধায়ক অখিল গিরিকে ৷ এবার তাঁকেও এই চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হল ৷
একুশের নির্বাচনে একক সংখ্যা নিয়ে সরকার গঠন করে তৃণমূল । তারপর রামনগরের বিধায়ক অখিল গিরিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মৎস্যমন্ত্রী করেন । গতকাল রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরিকে চিঠি দিয়ে জানানো হয়, তাঁকে সরিয়ে সেই জায়গায় পটাশপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় করকে বসানো হয়েছে ।
এই বিষয়ে অখিল গিরি বলেন, "গতকাল আমাকে জানানো হয় ওই পথ থেকে সরিয়ে জ্যোতির্ময় করকে বসানো হয়েছে । রাজ্যের মন্ত্রী হওয়ার কারণে আমি দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের সময় দিতে পারব না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই সিদ্ধান্তে আমি খুশি ।’’
আরও পড়ুন : পটাশপুরে পরপর তিনটি দোকানে চুরি
অপরদিকে জ্যোতির্ময় কর বলেন, "গতকাল আমি জানতে পারি আমাকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান করা হয়েছে । এই খবর ই-মেইল করে আমাকে জানানো হয়েছে ।"