ETV Bharat / state

আমফান দুর্নীতির অভিযোগে তমলুকের ওয়ার্ড কো-অর্ডিনেটরেকে সাসপেন্ড - Tamluk 10 no ward co-ordinator suspended

স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর , পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকেই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে ওয়ার্ড কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলাচ্ছেন রঞ্জিতা জানা । তারই দুই ছেলের নাম রয়েছে ক্ষতিগ্রস্থদের তালিকায় ৷ যদিও তালিকায় দুই ছেলের নাম কীভাবে উঠল সেই বিষয়ে কিছুই জানেন না বলেন দাবি করেছেন পৌরসভার ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জিতা দেবী ।

Tamluk
তমলুক পৌরসভা
author img

By

Published : Jul 6, 2020, 7:25 PM IST

তমলুক , 6 জুলাই : দোতলা পাকা বাড়ি হওয়া সত্ত্বেও আমফানের ক্ষতিগ্রস্তের তালিকায় নাম তমলুক পৌরসভার কাউন্সিলরের দুই ছেলের । তালিকা প্রকাশের পর ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে তমলুক শহরজুড়ে । আর তা সামাল দিতে অবশেষে তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জিতা জানাকে বরখাস্ত করলেন পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন । যদিও তালিকায় দুই ছেলের নাম কীভাবে উঠল সেই বিষয়ে কিছুই জানেন না বলেন দাবি করেছেন পৌরসভার ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জিতা দেবী ।

স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর , পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকেই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে ওয়ার্ড কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলাচ্ছেন রঞ্জিতা জানা । সম্প্রতি পৌর প্রশাসনের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় পৌর এলাকা জুড়ে তেমনভাবে কোনও বাড়ি ক্ষতিগ্রস্ত না হওয়ায় কাউকেই সম্পূর্ণ ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে না । কুড়ি হাজার টাকার বদলে আংশিক ক্ষতিপূরণের জন্য দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে । স্বচ্ছতার সঙ্গে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টাকা পাইয়ে দেওয়ার লক্ষ্যে প্রশাসক রবীন্দ্রনাথ সেন সমস্ত ওয়ার্ড কো-অর্ডিনেটরদের নিজেদের ও পরিবারের অন্যান্য সদস্যদের নাম তালিকা থেকে বাদ রাখার নির্দেশ দেন । কিন্তু দিন কয়েক আগেই পৌরসভা ও জেলা শাসকের অফিসের সামনে ক্ষতিপূরণের তালিকা প্রকাশ হতেই দেখা যায় রঞ্জিতা দেবীর দুই ছেলে কুশধ্বজ জানা ও নবকুমার জানার নাম সেই তালিকায় রয়েছে । এদিকে প্রাক্তন কাউন্সিলরের দুই ছেলের দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা পাওয়ায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে BJP । অবশেষে চাপের মুখে পড়ে 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জিত জানাকে সাময়িক বরখাস্ত করলেন পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন ।

এদিকে বিতর্ক শুরু হতেই জেলা শাসকের কাছে ক্ষতিপূরণের টাকা ফেরতের আবেদন জানিয়েছেন বলে দাবি করেছেন রঞ্জিতা দেবী । তিনি বলেন, " ক্ষতিপূরণের আবেদনের ব্যাপারে আমি কিছুই জানতাম না । দুই ছেলের নাম যখনই তালিকায় রয়েছে জানতে পেরেছি আমি জেলা শাসকের কাছে তখনই ক্ষতিগ্রস্তের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়েছি । দুই ছেলে কীভাবে আবেদন করল আমার তা জানা নেই । পৌরসভার প্রশাসক আমাকে নোটিশ দিয়েছে ৷ আমি তাঁকেও পুরো বিষয়টি জানিয়েছি ।"

এই বিষয়ে তমলুক পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন বলেন , " দুর্নীতিমুক্ত তালিকা তৈরি করতে আমরা সমস্ত কো-অর্ডিনেটরদের ডেকে মিটিং করে জানিয়ে দিয়েছিলাম নিজেদের নাম যাতে কোনওভাবেই তালিকায় না থাকে । যে কারণে এখনও পর্যন্ত তালিকা তৈরি নিয়ে কোনও অভিযোগ আসেনি ৷ কেবলমাত্র 10 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রঞ্জিতা জানার দুই ছেলের নাম তালিকায় থাকার অভিযোগ পেয়েছি । রঞ্জিত জানাকে ওই অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে দুই ছেলেকে পাঠিয়ে মহকুমা শাসকের কাছে নিজেদের নাম তালিকা থেকে প্রত্যাহারের আবেদন জানিয়েছে । কিন্তু বারবার কো-অর্ডিনেটরদের সঙ্গে বৈঠক করে নিজেদের নাম তালিকায় না রাখার আবেদন জানানো হলেও রঞ্জিতা দেবীর দুই ছেলের নাম তালিকায় থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে । "

এই বিষয়ে BJP-র তমলুক নগর মণ্ডলের সভাপতি সুকান্ত চৌধুরি জানান , গত নয় বছর ধরে ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তমলুক পৌরসভা । আমফানের ক্ষতিপূরণের ক্ষেত্রেও পৌর প্রতিনিধিরা গরিব ও প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষদের বঞ্চিত করে দোতলা , তিনতলা পাকা বাড়ির মালিকদের ক্ষতিপূরণ পাইয়ে দিয়েছে । আমরা চাই এই দুর্নীতি দ্রুত বন্ধ হোক এবং পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারের আর্থিক সহযোগিতা পাক ।

তমলুক , 6 জুলাই : দোতলা পাকা বাড়ি হওয়া সত্ত্বেও আমফানের ক্ষতিগ্রস্তের তালিকায় নাম তমলুক পৌরসভার কাউন্সিলরের দুই ছেলের । তালিকা প্রকাশের পর ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে তমলুক শহরজুড়ে । আর তা সামাল দিতে অবশেষে তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জিতা জানাকে বরখাস্ত করলেন পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন । যদিও তালিকায় দুই ছেলের নাম কীভাবে উঠল সেই বিষয়ে কিছুই জানেন না বলেন দাবি করেছেন পৌরসভার ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জিতা দেবী ।

স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর , পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকেই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে ওয়ার্ড কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলাচ্ছেন রঞ্জিতা জানা । সম্প্রতি পৌর প্রশাসনের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় পৌর এলাকা জুড়ে তেমনভাবে কোনও বাড়ি ক্ষতিগ্রস্ত না হওয়ায় কাউকেই সম্পূর্ণ ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে না । কুড়ি হাজার টাকার বদলে আংশিক ক্ষতিপূরণের জন্য দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে । স্বচ্ছতার সঙ্গে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টাকা পাইয়ে দেওয়ার লক্ষ্যে প্রশাসক রবীন্দ্রনাথ সেন সমস্ত ওয়ার্ড কো-অর্ডিনেটরদের নিজেদের ও পরিবারের অন্যান্য সদস্যদের নাম তালিকা থেকে বাদ রাখার নির্দেশ দেন । কিন্তু দিন কয়েক আগেই পৌরসভা ও জেলা শাসকের অফিসের সামনে ক্ষতিপূরণের তালিকা প্রকাশ হতেই দেখা যায় রঞ্জিতা দেবীর দুই ছেলে কুশধ্বজ জানা ও নবকুমার জানার নাম সেই তালিকায় রয়েছে । এদিকে প্রাক্তন কাউন্সিলরের দুই ছেলের দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা পাওয়ায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে BJP । অবশেষে চাপের মুখে পড়ে 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জিত জানাকে সাময়িক বরখাস্ত করলেন পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন ।

এদিকে বিতর্ক শুরু হতেই জেলা শাসকের কাছে ক্ষতিপূরণের টাকা ফেরতের আবেদন জানিয়েছেন বলে দাবি করেছেন রঞ্জিতা দেবী । তিনি বলেন, " ক্ষতিপূরণের আবেদনের ব্যাপারে আমি কিছুই জানতাম না । দুই ছেলের নাম যখনই তালিকায় রয়েছে জানতে পেরেছি আমি জেলা শাসকের কাছে তখনই ক্ষতিগ্রস্তের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়েছি । দুই ছেলে কীভাবে আবেদন করল আমার তা জানা নেই । পৌরসভার প্রশাসক আমাকে নোটিশ দিয়েছে ৷ আমি তাঁকেও পুরো বিষয়টি জানিয়েছি ।"

এই বিষয়ে তমলুক পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন বলেন , " দুর্নীতিমুক্ত তালিকা তৈরি করতে আমরা সমস্ত কো-অর্ডিনেটরদের ডেকে মিটিং করে জানিয়ে দিয়েছিলাম নিজেদের নাম যাতে কোনওভাবেই তালিকায় না থাকে । যে কারণে এখনও পর্যন্ত তালিকা তৈরি নিয়ে কোনও অভিযোগ আসেনি ৷ কেবলমাত্র 10 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রঞ্জিতা জানার দুই ছেলের নাম তালিকায় থাকার অভিযোগ পেয়েছি । রঞ্জিত জানাকে ওই অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে দুই ছেলেকে পাঠিয়ে মহকুমা শাসকের কাছে নিজেদের নাম তালিকা থেকে প্রত্যাহারের আবেদন জানিয়েছে । কিন্তু বারবার কো-অর্ডিনেটরদের সঙ্গে বৈঠক করে নিজেদের নাম তালিকায় না রাখার আবেদন জানানো হলেও রঞ্জিতা দেবীর দুই ছেলের নাম তালিকায় থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে । "

এই বিষয়ে BJP-র তমলুক নগর মণ্ডলের সভাপতি সুকান্ত চৌধুরি জানান , গত নয় বছর ধরে ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তমলুক পৌরসভা । আমফানের ক্ষতিপূরণের ক্ষেত্রেও পৌর প্রতিনিধিরা গরিব ও প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষদের বঞ্চিত করে দোতলা , তিনতলা পাকা বাড়ির মালিকদের ক্ষতিপূরণ পাইয়ে দিয়েছে । আমরা চাই এই দুর্নীতি দ্রুত বন্ধ হোক এবং পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারের আর্থিক সহযোগিতা পাক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.