ETV Bharat / state

BJP-তে যাওয়ার জন্য তৈরি শুভেন্দু : বিপ্লব দেব - suvendu ready

"১০০-র বেশি বিধায়ক BJP-তে আসার জন্য তৈরি। শুভেন্দুবাবু নিজেও BJP-তে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন ।"আজ ময়নার দেউলি মাঠে দলীয় প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে জনসভায় গিয়ে একথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

বিপ্লব দেব
author img

By

Published : May 10, 2019, 8:27 PM IST

Updated : May 10, 2019, 10:54 PM IST

ময়না, 10 মে : "তৃণমূলের ১০০-র বেশি MLA তৈরি হয়ে বসে আছেন । ২৩ তারিখ রেজ়াল্ট বেরোনোর পর দিদির কাছে আর বিধায়করা থাকবেন না । সব মোদির কাছে চলে যাবেন । তখন দেখবেন, আপনাদের শুভেন্দুবাবুও BJP-তে চলে গেছেন । অটলজির সরকারের সময় উনিও BJP-তে যোগ দিতে গেছিলেন । দিদি খবর পেয়ে যান । এই খবর আপনারা জানেন তো ?" আজ ময়নার দেউলি মাঠে দলীয় প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে জনসভায় গিয়ে একথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আজ সভায় বিপ্লববাবু ছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধার্থ নস্কর, BJP-র তমলুক জেলা সাধারণ সম্পাদক নবারুণ নায়ক সহ অন্য নেতৃত্ব ।

ভিডিয়োয় শুনুন বিপ্লব দেবের বক্তব্য

আজ জনসভায় বিপ্লববাবু বলেন, "আজ বাংলার প্রত্যেকটি জায়গায় পরিবর্তনের হাওয়া চলছে । আমি এখানকার নাগরিকদের বলব, বিশেষ করে তৃণমূলের বন্ধুদের বলব, পরিবর্তন হয়ে যাচ্ছে । আপনারাও সিদ্ধার্থবাবুর সঙ্গে চলে আসুন । এখনও সময় আছে । তাতে আপনাদের জন্য ভালো হবে । বাংলার জন্য ভালো হবে । বাংলা তৈরি হয়ে বসে রয়েছে । তৃণমূলের গুন্ডা, পুলিশকর্মীদের বলছি আপনাদের বোকা বানিয়ে শুভেন্দুবাবু BJP-তে চলে যাবেন । সেই রাস্তা উনি আগে থেকেই তৈরি করে রেখেছেন ।"

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, " দিদি আমি আপনার ছোটো ভাই । আমি ত্রিপুরা থেকে বাংলাতে সভা করার জন্য এসেছিলাম । তখন বর্ধমানে আমার দুটি সভার অনুমতি আপনি দেননি । অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আর একটি রাজ্যে আসছে, কেন তাঁকে অনুমতি দিচ্ছেন না? আমার জনসভা বাতিল করে, এই বাংলার মানুষকে আপনি আটকাতে পারবেন না । আমার জনসভা যত বন্ধ করবেন, এই বাংলার মানুষের ধৈর্যের বাঁধ তত ভাঙবে। তাঁরা আপনাকে চিরতরে বিদায় দেবে । 23 মে ভোটের ফলাফলের পর দিদির জন্য আমাকে ট্যাবলেট কিনে আনতে হবে । দিদির মাথা ব্যথা হবে আমি জানি । মাথা ব্যথা দূর করতে আমি মোদি ট্যাবলেট নিয়ে আসব । মোদি ট্যাবলেট আপনাকে খেতে হবে । না হলে আপনার নিস্তার নেই । যেই সিন্ডিকেট, গুন্ডারাজ ট্যাবলেট আপনি খেয়েছেন তাতে আপনার হজম হবে না । হজম করতে নরেন্দ্র মোদি চৌকিদারের ট্যাবলেট খেতেই হবে।"

ময়না, 10 মে : "তৃণমূলের ১০০-র বেশি MLA তৈরি হয়ে বসে আছেন । ২৩ তারিখ রেজ়াল্ট বেরোনোর পর দিদির কাছে আর বিধায়করা থাকবেন না । সব মোদির কাছে চলে যাবেন । তখন দেখবেন, আপনাদের শুভেন্দুবাবুও BJP-তে চলে গেছেন । অটলজির সরকারের সময় উনিও BJP-তে যোগ দিতে গেছিলেন । দিদি খবর পেয়ে যান । এই খবর আপনারা জানেন তো ?" আজ ময়নার দেউলি মাঠে দলীয় প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে জনসভায় গিয়ে একথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আজ সভায় বিপ্লববাবু ছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধার্থ নস্কর, BJP-র তমলুক জেলা সাধারণ সম্পাদক নবারুণ নায়ক সহ অন্য নেতৃত্ব ।

ভিডিয়োয় শুনুন বিপ্লব দেবের বক্তব্য

আজ জনসভায় বিপ্লববাবু বলেন, "আজ বাংলার প্রত্যেকটি জায়গায় পরিবর্তনের হাওয়া চলছে । আমি এখানকার নাগরিকদের বলব, বিশেষ করে তৃণমূলের বন্ধুদের বলব, পরিবর্তন হয়ে যাচ্ছে । আপনারাও সিদ্ধার্থবাবুর সঙ্গে চলে আসুন । এখনও সময় আছে । তাতে আপনাদের জন্য ভালো হবে । বাংলার জন্য ভালো হবে । বাংলা তৈরি হয়ে বসে রয়েছে । তৃণমূলের গুন্ডা, পুলিশকর্মীদের বলছি আপনাদের বোকা বানিয়ে শুভেন্দুবাবু BJP-তে চলে যাবেন । সেই রাস্তা উনি আগে থেকেই তৈরি করে রেখেছেন ।"

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, " দিদি আমি আপনার ছোটো ভাই । আমি ত্রিপুরা থেকে বাংলাতে সভা করার জন্য এসেছিলাম । তখন বর্ধমানে আমার দুটি সভার অনুমতি আপনি দেননি । অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আর একটি রাজ্যে আসছে, কেন তাঁকে অনুমতি দিচ্ছেন না? আমার জনসভা বাতিল করে, এই বাংলার মানুষকে আপনি আটকাতে পারবেন না । আমার জনসভা যত বন্ধ করবেন, এই বাংলার মানুষের ধৈর্যের বাঁধ তত ভাঙবে। তাঁরা আপনাকে চিরতরে বিদায় দেবে । 23 মে ভোটের ফলাফলের পর দিদির জন্য আমাকে ট্যাবলেট কিনে আনতে হবে । দিদির মাথা ব্যথা হবে আমি জানি । মাথা ব্যথা দূর করতে আমি মোদি ট্যাবলেট নিয়ে আসব । মোদি ট্যাবলেট আপনাকে খেতে হবে । না হলে আপনার নিস্তার নেই । যেই সিন্ডিকেট, গুন্ডারাজ ট্যাবলেট আপনি খেয়েছেন তাতে আপনার হজম হবে না । হজম করতে নরেন্দ্র মোদি চৌকিদারের ট্যাবলেট খেতেই হবে।"

sample description
Last Updated : May 10, 2019, 10:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.