ETV Bharat / state

"25 মের পর কী করতে হয় আমি জানি", BJP-কে হুমকি শুভেন্দুর - tmc

"পঞ্চায়েত নির্বাচন ও প্রধান গঠনের পর থেকে কয়েকজন দুষ্কৃতী এই এলাকা উত্তপ্ত করে রেখেছে । আমাকে কয়েকটা দিন সময় দিন তারপর কী করতে হয় শুভেন্দু অধিকারী জানে ।"

শুভেন্দুু অধিকারী
author img

By

Published : May 7, 2019, 11:32 PM IST

Updated : May 7, 2019, 11:48 PM IST

ময়না, 7 মে : "25 মে শেষ দিন। তারপর কী করতে হয় শুভেন্দু অধিকারী জানে। যেমন অসুখ তেমন ওষুধ আছে। আমি বাড়তে দিচ্ছি বলে, অনেকের হয়তো কষ্ট হচ্ছে । আমার উপর ভরসা করে একটু সময় দিন ।" আজ বাকচায় জনসভা থেকে BJP-কে এই ভাষাতেই আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

শুনুন শুভেন্দুু অধিকারীর বক্তব্য

আজ বিকেলে বাকচার ইজমালিচক হস্টেল মাঠে দিব্যেন্দু অধিকারীর সমর্থনে সভা করেন শুভেন্দু অধিকারী । সেখান থেকে তিনি বিরোধীদের বলেন, "আজকে অক্ষয় তৃতীয়া। একটা অমাবস্যা গিয়েছে। আগামী অমাবস্যা আর দেখতে হবে না । আমি ডেট দিয়ে গেলাম, ২৫ মে ।"

এরপর তিনি কয়েকজনের নাম নিয়ে তাদের উদ্দেশে হুমকির সুরে বলেন, "মদন ভৌমিক, আশিস ভৌমিক, পিন্টু ভঞ্জ, নিমাই মণ্ডল, উত্তম সিং, পঞ্চানন মণ্ডল, ধ্রুব রাউত, নাড়ু মণ্ডল, বিজয় ভুঁইঞা, মহেন্দ্র বাড়ুই, ইন্দ্রজিৎ বারুই, সীমান্ত মণ্ডল, খোকন খুটিয়াদের নাম নিয়ে গেলাম । এরা অতীতটা জানে না। অতীত যদি জানে ভবিষ্যতে আর করবে না । আবার বলছি ভদ্রভাবে থাকুন ।"

আজকের সভায় শুভেন্দু অধিকারী বলেন, "পঞ্চায়েত নির্বাচন ও প্রধান গঠনের পর থেকে কয়েকজন দুষ্কৃতী এই এলাকা উত্তপ্ত করে রেখেছে । বোমা ফাটানো, পুলিশ ও আমাদের নেতারা চলে যাওয়ার পর সাধারণ মানুষকে হুমকি দেওয়া এটা ওদের নিত্যদিনের অভ্যাস । আমাকে কয়েকটা দিন সময় দিন তারপর কী করতে হয় শুভেন্দু অধিকারী জানে ।"

ময়না, 7 মে : "25 মে শেষ দিন। তারপর কী করতে হয় শুভেন্দু অধিকারী জানে। যেমন অসুখ তেমন ওষুধ আছে। আমি বাড়তে দিচ্ছি বলে, অনেকের হয়তো কষ্ট হচ্ছে । আমার উপর ভরসা করে একটু সময় দিন ।" আজ বাকচায় জনসভা থেকে BJP-কে এই ভাষাতেই আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

শুনুন শুভেন্দুু অধিকারীর বক্তব্য

আজ বিকেলে বাকচার ইজমালিচক হস্টেল মাঠে দিব্যেন্দু অধিকারীর সমর্থনে সভা করেন শুভেন্দু অধিকারী । সেখান থেকে তিনি বিরোধীদের বলেন, "আজকে অক্ষয় তৃতীয়া। একটা অমাবস্যা গিয়েছে। আগামী অমাবস্যা আর দেখতে হবে না । আমি ডেট দিয়ে গেলাম, ২৫ মে ।"

এরপর তিনি কয়েকজনের নাম নিয়ে তাদের উদ্দেশে হুমকির সুরে বলেন, "মদন ভৌমিক, আশিস ভৌমিক, পিন্টু ভঞ্জ, নিমাই মণ্ডল, উত্তম সিং, পঞ্চানন মণ্ডল, ধ্রুব রাউত, নাড়ু মণ্ডল, বিজয় ভুঁইঞা, মহেন্দ্র বাড়ুই, ইন্দ্রজিৎ বারুই, সীমান্ত মণ্ডল, খোকন খুটিয়াদের নাম নিয়ে গেলাম । এরা অতীতটা জানে না। অতীত যদি জানে ভবিষ্যতে আর করবে না । আবার বলছি ভদ্রভাবে থাকুন ।"

আজকের সভায় শুভেন্দু অধিকারী বলেন, "পঞ্চায়েত নির্বাচন ও প্রধান গঠনের পর থেকে কয়েকজন দুষ্কৃতী এই এলাকা উত্তপ্ত করে রেখেছে । বোমা ফাটানো, পুলিশ ও আমাদের নেতারা চলে যাওয়ার পর সাধারণ মানুষকে হুমকি দেওয়া এটা ওদের নিত্যদিনের অভ্যাস । আমাকে কয়েকটা দিন সময় দিন তারপর কী করতে হয় শুভেন্দু অধিকারী জানে ।"

Wb_kol_trains cancelled_copy_7206406 কলকাতা, 7 মে: বান্ডেল - শক্তিগড় ডবল লাইন বিভাগের পালসিট থেকে শক্তিগড় স্টেশনের মধ্যে আপ লাইনে মেরামত হবে বলে পূর্ব রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকাল 11:30 থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার (16 মে) বেলা 1:50 পর্যন্ত এই ট্রেনগুলি বাতিল থাকবে। যদিও 12 মে (রবিবার) এই নিয়মের ব্যতিক্রম ঘটবে। 37653/37654 হাওড়া-মেমারী-হাওড়া লোকালটি বাতিল করা হল। যদিও রবিবার ট্রেনটি চলবে। 37825 হাওড়া-বর্ধমান লোকালটি মেমারী পর্যন্ত যাবে। 37654 মেমারী হাওড়া লোকালটি পুনরায় মেমারী থেকে হাওড়ার উদ্যেশে বেলা 1:45 মিনিটে ছাড়বে। যাত্রা শেষ করবে। 31151 শিয়ালদহ-বর্ধমান লোকাল ব্যান্ডেল পর্যন্ত যাবে। 31152 বর্ধমান-শিয়ালদহ পুনরায় বান্ডেল থেকে 4:08 মিনিটের রওনা হবে। 13015 আপ হাওড়া-ভাগলপুর কবিগুরু এক্সপ্রেসটিকে 65 মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। 53043 হাওড়া-রাজগির প্যাসেঞ্জ ট্রেনটি 15 মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। অন্যদিকে মেরামতের কাজের জন্য নর্থ ফ্রন্টিয়ার রেল কতৃপক্ষ বেশ কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। একনজরে বাতিল ট্রেনগুলির তালিকা ১. 12363 কলকাতা-হালদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস যেটি কলকাতা স্টেশন থেকে 9, 11 ও 14 মে ছাড়ার কথা ছিল ট্রেনটি বাতিল করা হয়েছে। ২. 12364 হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস যেটি হলদিবাড়ি থেকে ছাড়ার কথা ছিল 10,12 ও 15 মে ট্রেনটি বাতিল করা হয়েছে। ৩.15644 কামাখ্যা-পুরী এক্সপ্রেস যেটি কামাখ্যা থেকে ছাড়ার কথা 9 মে ট্রেনটি বাতিল করা হয়েছে। ৪.15643 পুরী -কামাখ্যা এক্সপ্রেস যেটি পুরী থেকে ছাড়ার কথা 11 মে ট্রেনটি বাতিল করা হয়েছে। ৫.15640 কামাখ্যা-পুরী এজপ্রেস যেটি কামাখ্যা থেকে 12 মে ছাড়ার কথা ট্রেনটি বাতিল করা হয়েছে। ৬. কামাখ্যা-পুরী এক্সপ্রেস যেটি পুরী থেকে 14 মে ছাড়ার কথা ট্রেনটি বাতিল করা হয়েছে। ৭.15662 কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস যেটি কামাখ্যা থেকে 14 মে ছাড়ার কথা ট্রেনটি বাতিল করা হয়েছে। ৮.15661 রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস জেটি রাঁচি থেকে 15 মে ছাড়ার কথা ছিল ট্রেনটি বাতিল করা হয়েছে। ৯.13147 শিয়ালদহ - নিউ কোচবিহার উত্তর বঙ্গ এক্সপ্রেস যেটি শিয়ালদহ থেকে ৮ থেকে 15 মে এই সবকটি দিনে ছাড়ার কথা ট্রেনটি বাতিল করা হল। ১০. 13148 নিউ কোচবিহার -শিয়ালদহ উত্তর বঙ্গ এক্সপ্রেস যেটি নিউ কুচবিহার থেকে 9 থেকে16 মে এই সব কটি দিনে ছাড়ার কথা ট্রেনটি বাতিল করা হয়েছে। ১১. 13173 শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজ্ঞ্ঞা এক্সপ্রেস যেটি শিয়ালদহ থেকে 10 ও 12 মে ছাড়ার কথা ছিল ট্রেনটি বাতিল করা হল। ১২. 13174 আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেস যেটি আগরতলা থেকে 12 ও 14 মে ছাড়ার কথা ছিল ট্রেনটি বাতিল করা হল। ১৩. 13175 শিয়ালদহ -শিলচর কাঞ্চনযজ্ঞ এক্সপ্রেস যেটি শিয়ালদহ থেকে 8 ও 15 মে ছাড়ার কথা ছিল ট্রেনটি বাতিল করা জল। ১৪. 13176 শিলচর-শিয়ালদহ কাঞ্চনযজ্ঞ এক্সপ্রেস যেটি 10 ও 17 মে ছাড়ার কথা ছিল ট্রেনটি বাতিল করা হল।
Last Updated : May 7, 2019, 11:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.