নন্দীগ্রাম, 30 এপ্রিল: অভিষেককে হরিদাস বন্দ্যোপাধ্যায় বলে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় যে জেলায় জেলায় জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন তাকেও গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু ৷
রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'-এর 100 তম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ 'মন কি বাত' শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর দলের মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু। পাশাপাশি তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ৷ তৃণমূলের জনসংযোগ যাত্রাকে এদিন 'নাটক' বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা ৷
এদিন শুভেন্দু অধিকারী জানান, বেহালায় পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরাতে সিপিএমের গণভোটে কাজ হবে না ৷ তাঁর মতে, রাজ্যে গত বিধানসভায ভোটে বকলমে সিপিএম পার্থ চট্টোপাধ্যায়কে জিতিয়েছিল। বিধানসভা ভোটের সময় বামেরা 'নো ভোট টু মমতা' না বলে পালটা 'নো ভোট টু বিজেপি' বলেছিল। আর তার জেরেই জিতেছিল পার্থ ৷ শুভেন্দু অধিকারী বলেন, "এখন ভূতের মুখে রাম নাম বলে লাভ নেই। পার্থকে আমরাই সরাবো। পার্থকে পদত্যাগ করতে হবে না, বিজেপিই পার্থকে হারাবে।"
অন্যদিকে, তৃণমূলে চোরদের জায়গা নেই, ফিরহাদ হাকিমের শনিবারের মন্তব্য নিয়ে বলতে গিয়ে 'সাজানো' তত্ত্ব খাড়া করেন শুভেন্দু ৷ তাঁর কথায়, "এসবই সাজানো বুলি ৷ পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতে চুরির লাইসেন্স রিনিউয়াল করতে হবে। কিছু জনকে চোর সাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো বলবে। সব থেকে বড় চোর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।" এরপরই কড়া ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিরোধী দলনেতা। উত্তর দিনাজপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রাকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, "আমি গুরুত্বই দিচ্ছি না ৷ হরিদাস বন্দ্যোপাধ্যায়। পিসি ছাড়া জিরো। দুই হাজার পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় ৷ চার কোটি টাকার বাস।"
একই সঙ্গে, গ্রামবাসীর বাড়িতে অভিষেকের দুপুরে খাওয়া নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু ৷ তিনি বলেন, "এর আগে বলেছিল অমিত শাহ নাটক করে খেতে যায়। কালকে কী করছিল ? কয়লা বালি খাচ্ছিল ?" অভিষেকের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নাম না-করে তাঁকেও এদিন বিঁধেছেন শুভেন্দু ৷ তিনি বলেন, "কেউ যদি হুইল চেয়ার ও ফুটবল কিনতে চান তাহলে নন্দীগ্রামে সুফিয়ানের বাড়িতে একটি হুইলচেয়ার ও একটি ফুটবল আছে। কিনতে পারেন।" উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে হুইলচেয়ার নিয়ে এবং ফুটবল নিয়ে প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কথা দিয়েও গেলেন না অভিষেক, দলের সেকেন্ড ইন কমান্ডের আচরণে হতাশ তৃণমূল বিধায়ক