কাঁথি, 27 মে: সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল সংলগ্ন বাঁধগুলির। ঝড়ের তাণ্ডবে আছড়ে পড়া ঢেউয়ের ধাক্কায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দক্ষিণ 24 পরগনার হিঙ্গলগঞ্জ, গোসাবা, সন্দেশখালি, পাথরপ্রতিমা সহ সুন্দরবন অঞ্চলের একাধিক এলাকা। কোথাও কোথাও নদী ও সমুদ্র বাঁধে তৈরি হয়েছে ফাটল। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও খেজুরি এলাকার 5 কিমি উপকূল সংলগ্ন বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে আমফানের দাপটে। ক্ষতিগ্রস্ত সেই বাঁধগুলি আগামী 3 জুন পূর্ণিমার ভরা কোটালের আগে মেরামতের নির্দেশ দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি। আজ সেচ দপ্তরের বিভাগীয় আধিকারিকদের দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ দেন তিনি।
বুধবার কাঁথি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সেচ দপ্তরের সচিব নবীন প্রকাশ সহ রাজ্যের ও জেলার একাধিক বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শুভেন্দু অধিকারি। আজ হিঙ্গলগঞ্জ, গোসাবা, সন্দেশখালি, পাথরপ্রতিমা সহ সুন্দরবন এলাকার সমস্ত ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধ মেরামতের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি-নন্দীগ্রাম এলাকার বির্পযস্ত 5 কিমি সমুদ্রবাঁধ ভরা কোটালের আগেই মেরামতের নির্দেশ দেন তিনি। প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করে দেন, দ্রুত কাজ শেষ না হলে ভরা কোটালে গ্রামেগুলিতে জল ঢুকে আরও ভয়াবহ পরিস্থিতি হবে। অতএব, যেভাবেই হোক দ্রুত বাঁধ মেরামত করতে হবে। মন্ত্রীর নির্দেশে মতো যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানালেন কাঁথির সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইজ্ঞিনিয়ার স্বপন পণ্ডিত।
তিনি বলেন, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত বাঁধগুলির দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পূর্ণিমার ভরা কোটালের আগে কাজ শেষ করতে বলেছেন। ইতিমধ্যে কাজের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
এদিকে, সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর ভিডিয়ো কনফারেন্স শেষ হতেই আজ পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি সেচ বিভাগের আধিকারিকরা খেজুরি ও নন্দীগ্রামের ভাঙন বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করেন।