ETV Bharat / state

Suvendu Adhikari : অধিকারী পরিবার ছিল বলেই পিসিমণি মুখ্যমন্ত্রী হয়েছেন, মন্তব্য় শুভেন্দুর - নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী

অধিকারী পরিবারের জন্য়ই পিসিমণি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ নন্দীগ্রামে সভায় মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য় করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Commented on Chief Minister at a Meeting) ৷

Suvendu Adhikari news
নন্দীগ্রামে সভায় মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য় শুভেন্দু অধিকারীর
author img

By

Published : May 30, 2022, 8:55 AM IST

নন্দীগ্রাম, 30 মে : "অধিকারী পরিবার ছিল বলেই পিসিমণি মুখ্যমন্ত্রী হয়েছেন । না হলে দিদিমণি থেকে দিদিমা হয়ে যেতেন ।" (Suvendu Commented on Chief Minister at a Meeting) এদিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার নন্দনায়ক বাড়ে নিজের বুথে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠানে এমনই মন্তব্য় করলেন । তার সঙ্গে হকার ব্যবসায়ীদের রোদের মধ্যে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য ছাতা উপহার দিলেন শুভেন্দু অধিকারী ।

আরও পড়ুন : দুর্নীতির মূলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজভবনে বিস্ফােরক শুভেন্দু অধিকারী

এদিন প্রধানমন্ত্রীর 'মন কি বাত' শোনার পর রাজ্যের একাধিক বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দেন অধিকারী পুত্র । তিনি বলেন, "2011 পরবর্তী পরিস্থিতিতে নন্দীগ্রামে মানুষের মৃত্যুর পর রাজনীতি করতে শুরু করেছে । ও বহিরাগত মানে বাংলার রাজনীতির সঙ্গে ওনার সম্পর্ক নেই । দিল্লি থেকে এসে ল্যান্ড করে রাজনীতি শুরু করে । 150 কোটির বাড়ি বানিয়েছেন । 60 লক্ষ দিয়ে ফরচুনার চাপেন । ওনার বাংলার রাজনীতিতে কোনও ডেডিকেশন নেই । ছাত্র রাজনীতি আন্দোলন, বিরোধী আন্দোলন, কোথাও কোনও অবদান নেই তার । ওনার সোর্স অফ ইনকাম কী ? ওনার পেশা কী ? এত টাকা আসছে কোথা থেকে ? রুচিরা নারলা কে ? কী সম্পর্ক বিনয় মিশ্রর সঙ্গে ওনার ? কেন উনি এমবিএ লেখেন না ? এর আগে বর্ণপরিচয় স্রষ্টা কেও অপমান করেন এই কয়লা ভাইপো । রাজ্যে তদন্তের বিষয়ে সিবিআইেয়রর কাজে খুশি নন রাজ্যের বিরোধী দলনেতা । কেন তদন্তের আসামীদের ডেকে জামাই আদর করছে সিবিআই ! এই মোটা প্রাক্তন শিক্ষামন্ত্রী কে পাঠানো উচিত ওম প্রকাশ চৌতলার কাছে । আর কয়লা ভাইপোকে পাঠাতে হবে মধু কোড়া যেখানে আছে ।

নন্দীগ্রাম, 30 মে : "অধিকারী পরিবার ছিল বলেই পিসিমণি মুখ্যমন্ত্রী হয়েছেন । না হলে দিদিমণি থেকে দিদিমা হয়ে যেতেন ।" (Suvendu Commented on Chief Minister at a Meeting) এদিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার নন্দনায়ক বাড়ে নিজের বুথে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠানে এমনই মন্তব্য় করলেন । তার সঙ্গে হকার ব্যবসায়ীদের রোদের মধ্যে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য ছাতা উপহার দিলেন শুভেন্দু অধিকারী ।

আরও পড়ুন : দুর্নীতির মূলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজভবনে বিস্ফােরক শুভেন্দু অধিকারী

এদিন প্রধানমন্ত্রীর 'মন কি বাত' শোনার পর রাজ্যের একাধিক বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দেন অধিকারী পুত্র । তিনি বলেন, "2011 পরবর্তী পরিস্থিতিতে নন্দীগ্রামে মানুষের মৃত্যুর পর রাজনীতি করতে শুরু করেছে । ও বহিরাগত মানে বাংলার রাজনীতির সঙ্গে ওনার সম্পর্ক নেই । দিল্লি থেকে এসে ল্যান্ড করে রাজনীতি শুরু করে । 150 কোটির বাড়ি বানিয়েছেন । 60 লক্ষ দিয়ে ফরচুনার চাপেন । ওনার বাংলার রাজনীতিতে কোনও ডেডিকেশন নেই । ছাত্র রাজনীতি আন্দোলন, বিরোধী আন্দোলন, কোথাও কোনও অবদান নেই তার । ওনার সোর্স অফ ইনকাম কী ? ওনার পেশা কী ? এত টাকা আসছে কোথা থেকে ? রুচিরা নারলা কে ? কী সম্পর্ক বিনয় মিশ্রর সঙ্গে ওনার ? কেন উনি এমবিএ লেখেন না ? এর আগে বর্ণপরিচয় স্রষ্টা কেও অপমান করেন এই কয়লা ভাইপো । রাজ্যে তদন্তের বিষয়ে সিবিআইেয়রর কাজে খুশি নন রাজ্যের বিরোধী দলনেতা । কেন তদন্তের আসামীদের ডেকে জামাই আদর করছে সিবিআই ! এই মোটা প্রাক্তন শিক্ষামন্ত্রী কে পাঠানো উচিত ওম প্রকাশ চৌতলার কাছে । আর কয়লা ভাইপোকে পাঠাতে হবে মধু কোড়া যেখানে আছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.