নন্দীগ্রাম, 10 জুলাই: পঞ্চায়েতের পুনর্নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, সোমবার যে বুথগুলিতে ফের ভোট নেওয়া হচ্ছে, তার বেশিরভাগেরই তালিকা আইপ্যাক থেকে দেওয়া হয়েছে ৷ এ দিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷
পুনর্নির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ: গত শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয় ৷ ব্যাপক সন্ত্রাসের অভিযোগ ওঠে সেদিন ৷ বিরোধীরা এই নিয়ে কাঠগড়ায় তোলে বিরোধীরা ৷ তার পর সোমবার 696টি বুথে পুনর্নির্বাচন করানোর সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন ৷ সেই নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, যে বুথগুলিতে পুনর্নির্বাচন হচ্ছে, এর মধ্যে 200-250 বুথে জনগণ বাধ্য করিয়েছে ফের ভোট করাতে ৷ বাকি বুথের তালিকা আইপ্যাক দিয়েছে ৷
যদিও তাঁর দাবি, 18-20 হাজার বুথে রিগিং হয়েছে ৷ অল্প সময়ের মধ্যে সব বুথের তথ্য জোগাড় করা সম্ভব হয়নি ৷ তার পরও রিগিং হওয়া বা ভোট বানচাল হয়ে যাওয়া 6 হাজার বুথের তালিকা বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছিল ৷ সেই তালিকা অনুযায়ী একটিও বুথে পুনর্নির্বাচন করানো হচ্ছে না ৷ তিনি আরও বলেন, ‘‘মিডিয়ার থেকে এক হাজারের বেশি ভিডিয়ো ফুটেজ পেয়েছি ৷ সিডি বানিয়েছে৷ আদালতে জানাব ৷’’
আরও পড়ুন: পুনর্নির্বাচন নিয়ে আদালত অবমাননা কমিশনের, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
মমতা-অভিষেক ও কমিশনকে আক্রমণ শুভেন্দুর: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধীরা কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একাধিক অভিযোগ করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার বিরুদ্ধে ৷ এ দিন সেই অভিযোগগুলি আবার উঠে এল শুভেন্দুর বক্তব্যে ৷
তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনের অফিস থেকে কিছু হচ্ছে না ৷ পুরোটাই হচ্ছে পিসি-ভাইপোর (মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়) তত্ত্বাবধানে ৷ সঞ্জয় বনশাল মমতার হয়ে কাজ করছেন ৷ রাজীবা সিনহা ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছেন ৷’’ তাঁর আরও দাবি, সমস্ত লোক সজাগ হয়ে গিয়েছে ৷ তৃণমূল ছাড়া সবদল এক হয়ে প্রতিরোধ করেছে ৷ দমন-পীড়ন যে করবে, তার পরিণতি এরকম হবে ৷ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতো পালাতে হবে মমতা ও অভিষেককে ৷
সিপিএমের সমালোচনা শুভেন্দুর মুখে: এ দিন তৃণমূল বিরোধিতার প্রশ্নে সিপিএমের সমালোচনা করেন তিনি ৷ এর আগে সিপিএমের সূর্যকান্ত মিশ্র বিরোধিতা দলনেতা থাকাকালীন সেভাবে তৃণমূল বিরোধিতা করা হয়নি ৷ তাই আজ এই অবস্থা ৷ তাঁর দাবি, ভোট নিয়ে তথ্য প্রমাণ-সহ অভিযোগ একমাত্র বিজেপি করেছে ৷ কংগ্রেস চিঠি দিয়েছে ৷ কিন্তু সেখানে কোনও তথ্য নেই ৷ আর সিপিএমের তো অভিযোগই নেই ৷ তাই বিরোধী দলনেতার প্রশ্ন, ‘‘সিপিএমের যে নেতারা বাজার গরম করেছে, কোনও নেতাকে ভোটের দিন দেখেছেন ?’’
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে হিংসার জন্য দায়ী মমতা, কমিশনের দফতরের বাইরে আক্রমণাত্মক শুভেন্দু
রাজ্যপাল প্রসঙ্গে শুভেন্দু: পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুরু থেকেই সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ৷ ভোটের জেরে হওয়ায় হিংসায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন ৷ আক্রান্তদের সঙ্গে দেখা করেছেন ৷ রাজভবনে পিস রুম খুলেছেন ৷ তার পরও রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট শুভেন্দু অধিকারী ৷ তা সোমবার তাঁর বক্তব্যেই স্পষ্ট হয়েছে ৷ তাঁর কথায়, ‘‘বাংলার মানুষ ফলাফল চায় আমাদের সাংবিধানিক প্রধানের কাছ থেকে ৷ উনি পিস রুম খুলেছেন ৷ রাজ্যজুড়ে ঘুরেছেন ৷ কিন্তু ফলাফল কী ?’’
শনিবার ভোট মেটার পর রবিবার সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আজ, সোমবার তাঁর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার কথা ৷ ওই বৈঠক রাজ্যপালের প্রোটোকলের মধ্যে পড়ে বলে উত্তর এড়িয়ে গিয়েছেন বিরোধী দলনেতা ৷