কাঁথি, 30 এপ্রিল : করোনাকালে অমানবিকতার সাক্ষী থাকল তাজপুরের সমুদ্র সৈকত ৷ করোনা হয়েছে ভেবে বৃদ্ধাকে ফেলে পালাল নাতি ৷ হাতে স্যালাইনের চ্যানেল, নাক-মুখ থেকে লালা ঝরছে এমন গুরুতর অবস্থায় সমুদ্র সৈকত থেকে উদ্ধার হল বছর সত্তরের এক বৃদ্ধা ৷ অভিযোগ, ওই বৃদ্ধাকে ফেলে রেখে পালিয়ে গেছে তাঁর নাতি ৷
গতকাল সন্ধ্যেয় তাজপুর সমুদ্র সৈকতে ওই বৃদ্ধাকে কাঁদতে দেখেন স্থানীয়রা ৷ দীর্ঘক্ষণ ওই বৃদ্ধাকে কেউ নিতে না আসায় সন্দেহ হয় ৷ স্থানীয়দের প্রাথমিক অনুমান, বৃদ্ধা করোনায় আক্রান্ত ৷ তাই সাহস করেও কেউ তাঁর কাছে যেতে পারেনি ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ মন্দারমনি কোস্টাল থানার পুলিশি বৃদ্ধাকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই আপাতত চিকিৎসাধীনে রয়েছেন বৃদ্ধা ৷
আরও পড়ুন : টাকা আদায়ে দেনাদারের বাড়িতে করোনা আক্রান্ত স্ত্রীকে বসালেন পাওনাদার
বৃদ্ধা জানিয়েছেন, "একটা জিনিস কিনে আনার জন্য আমার নাতি গাড়ি থেকে আমাকে নামিয়ে দেয় ৷ এখানে বসে থাকতে বলে ৷ কিন্তু তারপর আর ফেরেনি ৷" হাসপাতালের তরফে জানানো হয়েছে, বৃদ্ধার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ তবে শরীর অত্যন্ত দুর্বল ৷ ওই বৃদ্ধা করোনা আক্রান্ত কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ পুলিশ ওই বৃদ্ধার নাম-পরিচয় জানার চেষ্টা করছে ৷