ETV Bharat / state

Suprakash Slams Suvendu : 'দুর্নীতির সবচেয়ে বড় মাথা', অধিকারী-গড়ে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ অখিল-পুত্র সুপ্রকাশের - দুর্নীতির সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িত শুভেন্দু দাবি অভিল পুত্র সুপ্রকাশের

শুভেন্দু অধিকারী 2011 থেকেই দুর্নীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত । সরকারকে ব্যবহার করে হলদিয়া শিল্পাঞ্চল থেকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, সর্বত্রই টাকা লুঠ করেছেন অধিকারী বাড়ির মেজছেলে ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সুপ্রকাশ গিরি (Suprakash Giri Slams Suvendu Adhikari in Contai)।

Suprakash Giri Slams Suvendu Adhikary
অধিকারী-গড়ে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ অখিল-পুত্র সুপ্রকাশের
author img

By

Published : Jun 21, 2022, 10:34 AM IST

Updated : Jun 21, 2022, 10:57 AM IST

কাঁথি, 21 জুন : এবার শুভেন্দু অধিকারীর যাবতীয় আক্রমণের জবাব দিলেন অখিল-পুত্র সুপ্রকাশ গিরি (Suprakash Giri Slams Suvendu Adhikari in Contai)। কাঁথি পৌরসভার ভাইস-চেয়ারম্যান এবং কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন । সেখানেই শুভেন্দু অধিকারীর যাবতীয় আক্রমণের জবাব দেন তিনি । কাথিঁর একসময়ের অবিসংবাদী নেতাকে 'দুর্নীতিগ্রস্ত' বলেও দাবি করেন সুপ্রকাশ ।

একইসঙ্গে অখিল-পুত্রের দাবি , বাবার বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দিতে পারলে রাজনীতির ময়দান ছেড়ে চলে যাব । সুপ্রকাশ বলেন, "শুভেন্দু অধিকারী 2011 থেকে দুর্নীতির সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িত রয়েছেন । সরকারকে ব্যবহার করে হলদিয়া শিল্পাঞ্চল থেকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, সর্বত্রই টাকা লুঠ করেছেন তিনি । কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত ছাই বিক্রি করেও তোলা তুলেছেন ।''

শুভেন্দুকে আক্রমণ অখিল-পুত্র সুপ্রকাশের

নিয়োগ-সংক্রান্ত দূর্নীতিতেও রাজ্যের বিরোধী দলনেতা জড়িত বলে অভিযোগ মৎস্যমন্ত্রীর-পুত্রের । 2012 সালে কাঁথি পৌরসভায় বসে 3 হাজার 900 জনকে টাকার বিনিময়ে প্রাথমিকে নিয়োগ পাইয়ে দিয়েছেন । এসবের পাশাপাশি সরকারি বিভিন্ন দফতরে নিজের বাড়ির কাজের লোক থেকে শুরু করে গাড়ির চালক, স্থানীয় একটি ক্লাবের লোকজনদেরকেও অনৈতিক উপায়ে চাকরি পাইয়ে দিয়েছেন ।"

আরও পড়ুন : অগ্নিবীর নিয়োগের নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি, অভিযোগ মমতার

কাঁথি কো-অপারেটিভ, কার্ড ব্যাংক এবং বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান থাকার সুবাদে শুভেন্দু অধিকারী এই তিন ব্যাংকের নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি করেছেন বলেও অভিযোগ সুপ্রকাশের ।

কাঁথি, 21 জুন : এবার শুভেন্দু অধিকারীর যাবতীয় আক্রমণের জবাব দিলেন অখিল-পুত্র সুপ্রকাশ গিরি (Suprakash Giri Slams Suvendu Adhikari in Contai)। কাঁথি পৌরসভার ভাইস-চেয়ারম্যান এবং কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন । সেখানেই শুভেন্দু অধিকারীর যাবতীয় আক্রমণের জবাব দেন তিনি । কাথিঁর একসময়ের অবিসংবাদী নেতাকে 'দুর্নীতিগ্রস্ত' বলেও দাবি করেন সুপ্রকাশ ।

একইসঙ্গে অখিল-পুত্রের দাবি , বাবার বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দিতে পারলে রাজনীতির ময়দান ছেড়ে চলে যাব । সুপ্রকাশ বলেন, "শুভেন্দু অধিকারী 2011 থেকে দুর্নীতির সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িত রয়েছেন । সরকারকে ব্যবহার করে হলদিয়া শিল্পাঞ্চল থেকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, সর্বত্রই টাকা লুঠ করেছেন তিনি । কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত ছাই বিক্রি করেও তোলা তুলেছেন ।''

শুভেন্দুকে আক্রমণ অখিল-পুত্র সুপ্রকাশের

নিয়োগ-সংক্রান্ত দূর্নীতিতেও রাজ্যের বিরোধী দলনেতা জড়িত বলে অভিযোগ মৎস্যমন্ত্রীর-পুত্রের । 2012 সালে কাঁথি পৌরসভায় বসে 3 হাজার 900 জনকে টাকার বিনিময়ে প্রাথমিকে নিয়োগ পাইয়ে দিয়েছেন । এসবের পাশাপাশি সরকারি বিভিন্ন দফতরে নিজের বাড়ির কাজের লোক থেকে শুরু করে গাড়ির চালক, স্থানীয় একটি ক্লাবের লোকজনদেরকেও অনৈতিক উপায়ে চাকরি পাইয়ে দিয়েছেন ।"

আরও পড়ুন : অগ্নিবীর নিয়োগের নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি, অভিযোগ মমতার

কাঁথি কো-অপারেটিভ, কার্ড ব্যাংক এবং বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান থাকার সুবাদে শুভেন্দু অধিকারী এই তিন ব্যাংকের নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি করেছেন বলেও অভিযোগ সুপ্রকাশের ।

Last Updated : Jun 21, 2022, 10:57 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.