ETV Bharat / state

Sukanta Majumdar: 'বিজেপি কর্মীদের রক্তে মমতার হাত রাঙা না থাকলে বিজয়া করতে যেতাম', তোপ সুকান্তর

শিশির অধিকারীর (Sisir Adhikari) হাত ধরে বাংলা থেকে বাম শাসন উৎখাত হয়েছে বলে দাবি করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ রবিবার 'শান্তিকুঞ্জ'-এ' লক্ষ্মীপুজোয় (Lakshmi Puja) উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ এখান থেকেই এদিন শিশিরের প্রশংসা করেন তিনি ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণও করেন তিনি (CM Mamata Banerjee) ৷

Sukanta Majumdar visits Sisir Adhikari home for Lakshmi Puja at Contai
Sukanta Majumdar visits Sisir Adhikari home for Lakshmi Puja at Contai
author img

By

Published : Oct 10, 2022, 10:53 AM IST

কাঁথি, 10 অক্টোবর: শুভেন্দু অধিকারীর বাড়ি 'শান্তিকুঞ্জ' থেকেও মমতাকে একহাত নিতে ছাড়লেন না সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পূর্ব মেদিনীপুর জেলা সফরে যান । কোজাগরী পূর্ণিমায় অধিকারী পরিবারের ঠিকানা 'শান্তিকুঞ্জ'-এ (Shantikunja) ধুমধাম করে লক্ষ্মীপুজো আয়োজনের (Lakshmi Puja) রীতি দীর্ঘদিনের। তা সকলেরই জানা ৷ সেখানে গিয়ে অধিকারী পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি ।

মায়ের ভোগ খাওয়ার পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "এটা সৌজন্য সাক্ষাৎকার । আমি বিজয়া করতে এসেছিলাম ৷ শিশির বাবু রাজনৈতিক আঙিনায় অন্যতম গুরুজন ও প্রবীণদের মধ্যে একজন ৷"

শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জ'-এ' লক্ষ্মীপুজোয় সুকান্ত

তিনি আরও বলেন, "আমার অনেক আগেই 'শান্তিকুঞ্জ'-এ আসার কথা ছিল । যাঁদের হাত ধরে বাংলার বাম-শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব হয়েছিল তাঁদের মধ্যে শিশির অধিকারীও (Sisir Adhikari) একজন । স্বাভাবিকভাবে তাঁর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা বা বিজয়ের প্রণাম সারা, সেটা আমার জন্য সৌভাগ্যের । ওঁর সঙ্গে কথা অনেক কথা হল ।"

এ দিন 'শান্তিকুঞ্জ' থেকে মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) তোপ দাগতে ছাড়লেন না সুকান্ত ৷ মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "আমি মুখ্যমন্ত্রীর বাড়িতেও বিজয়া করতে যেতাম, যদি না তাঁর হাতে বিজেপি কর্মীদের রক্ত লেগে থাকত ৷"

রাজ্য সরকারকে বিঁধে শুভেন্দুর মা সম্পর্কে সুকান্ত বলেন, "একজন বয়স্ক মহিলা তাঁর বিছানা থেকে উঠতেও কষ্ট হয় ৷ তাঁর হাঁটুতে ব্যাথা ৷ সিআইডি ও পুলিশ পাঠিয়ে রাজ্য সরকার যেভাবে তাঁকে হেনস্থা করছে সেটা বাংলার বা বাঙালির সংস্কৃতি একরম বলে মনে হয় না ৷ ৷"

আরও পড়ুন: কোজাগরী পূর্ণিমায় শান্তিকুঞ্জে সুকান্ত, শিশিরকে কটাক্ষ শাসকদলের

উল্লেখ্য, শান্তিকুঞ্জে গিয়ে কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন সুকান্ত মজুমদার । তিনি যখন শিশিরের সঙ্গে কথা বলছেন সে সময় সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন শুভেন্দুর ছোট ভাই তথা কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী । শান্তিকুঞ্জের ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষের সুর শোনা গিয়েছে রাজ্যের শাসক শিবিরের গলায়।

কাঁথি, 10 অক্টোবর: শুভেন্দু অধিকারীর বাড়ি 'শান্তিকুঞ্জ' থেকেও মমতাকে একহাত নিতে ছাড়লেন না সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পূর্ব মেদিনীপুর জেলা সফরে যান । কোজাগরী পূর্ণিমায় অধিকারী পরিবারের ঠিকানা 'শান্তিকুঞ্জ'-এ (Shantikunja) ধুমধাম করে লক্ষ্মীপুজো আয়োজনের (Lakshmi Puja) রীতি দীর্ঘদিনের। তা সকলেরই জানা ৷ সেখানে গিয়ে অধিকারী পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি ।

মায়ের ভোগ খাওয়ার পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "এটা সৌজন্য সাক্ষাৎকার । আমি বিজয়া করতে এসেছিলাম ৷ শিশির বাবু রাজনৈতিক আঙিনায় অন্যতম গুরুজন ও প্রবীণদের মধ্যে একজন ৷"

শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জ'-এ' লক্ষ্মীপুজোয় সুকান্ত

তিনি আরও বলেন, "আমার অনেক আগেই 'শান্তিকুঞ্জ'-এ আসার কথা ছিল । যাঁদের হাত ধরে বাংলার বাম-শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব হয়েছিল তাঁদের মধ্যে শিশির অধিকারীও (Sisir Adhikari) একজন । স্বাভাবিকভাবে তাঁর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা বা বিজয়ের প্রণাম সারা, সেটা আমার জন্য সৌভাগ্যের । ওঁর সঙ্গে কথা অনেক কথা হল ।"

এ দিন 'শান্তিকুঞ্জ' থেকে মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) তোপ দাগতে ছাড়লেন না সুকান্ত ৷ মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "আমি মুখ্যমন্ত্রীর বাড়িতেও বিজয়া করতে যেতাম, যদি না তাঁর হাতে বিজেপি কর্মীদের রক্ত লেগে থাকত ৷"

রাজ্য সরকারকে বিঁধে শুভেন্দুর মা সম্পর্কে সুকান্ত বলেন, "একজন বয়স্ক মহিলা তাঁর বিছানা থেকে উঠতেও কষ্ট হয় ৷ তাঁর হাঁটুতে ব্যাথা ৷ সিআইডি ও পুলিশ পাঠিয়ে রাজ্য সরকার যেভাবে তাঁকে হেনস্থা করছে সেটা বাংলার বা বাঙালির সংস্কৃতি একরম বলে মনে হয় না ৷ ৷"

আরও পড়ুন: কোজাগরী পূর্ণিমায় শান্তিকুঞ্জে সুকান্ত, শিশিরকে কটাক্ষ শাসকদলের

উল্লেখ্য, শান্তিকুঞ্জে গিয়ে কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন সুকান্ত মজুমদার । তিনি যখন শিশিরের সঙ্গে কথা বলছেন সে সময় সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন শুভেন্দুর ছোট ভাই তথা কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী । শান্তিকুঞ্জের ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষের সুর শোনা গিয়েছে রাজ্যের শাসক শিবিরের গলায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.