ETV Bharat / state

Sukanta Majumdar: 'বিজেপি কর্মীদের রক্তে মমতার হাত রাঙা না থাকলে বিজয়া করতে যেতাম', তোপ সুকান্তর - Lakshmi Puja

শিশির অধিকারীর (Sisir Adhikari) হাত ধরে বাংলা থেকে বাম শাসন উৎখাত হয়েছে বলে দাবি করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ রবিবার 'শান্তিকুঞ্জ'-এ' লক্ষ্মীপুজোয় (Lakshmi Puja) উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি ৷ এখান থেকেই এদিন শিশিরের প্রশংসা করেন তিনি ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণও করেন তিনি (CM Mamata Banerjee) ৷

Sukanta Majumdar visits Sisir Adhikari home for Lakshmi Puja at Contai
Sukanta Majumdar visits Sisir Adhikari home for Lakshmi Puja at Contai
author img

By

Published : Oct 10, 2022, 10:53 AM IST

কাঁথি, 10 অক্টোবর: শুভেন্দু অধিকারীর বাড়ি 'শান্তিকুঞ্জ' থেকেও মমতাকে একহাত নিতে ছাড়লেন না সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পূর্ব মেদিনীপুর জেলা সফরে যান । কোজাগরী পূর্ণিমায় অধিকারী পরিবারের ঠিকানা 'শান্তিকুঞ্জ'-এ (Shantikunja) ধুমধাম করে লক্ষ্মীপুজো আয়োজনের (Lakshmi Puja) রীতি দীর্ঘদিনের। তা সকলেরই জানা ৷ সেখানে গিয়ে অধিকারী পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি ।

মায়ের ভোগ খাওয়ার পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "এটা সৌজন্য সাক্ষাৎকার । আমি বিজয়া করতে এসেছিলাম ৷ শিশির বাবু রাজনৈতিক আঙিনায় অন্যতম গুরুজন ও প্রবীণদের মধ্যে একজন ৷"

শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জ'-এ' লক্ষ্মীপুজোয় সুকান্ত

তিনি আরও বলেন, "আমার অনেক আগেই 'শান্তিকুঞ্জ'-এ আসার কথা ছিল । যাঁদের হাত ধরে বাংলার বাম-শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব হয়েছিল তাঁদের মধ্যে শিশির অধিকারীও (Sisir Adhikari) একজন । স্বাভাবিকভাবে তাঁর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা বা বিজয়ের প্রণাম সারা, সেটা আমার জন্য সৌভাগ্যের । ওঁর সঙ্গে কথা অনেক কথা হল ।"

এ দিন 'শান্তিকুঞ্জ' থেকে মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) তোপ দাগতে ছাড়লেন না সুকান্ত ৷ মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "আমি মুখ্যমন্ত্রীর বাড়িতেও বিজয়া করতে যেতাম, যদি না তাঁর হাতে বিজেপি কর্মীদের রক্ত লেগে থাকত ৷"

রাজ্য সরকারকে বিঁধে শুভেন্দুর মা সম্পর্কে সুকান্ত বলেন, "একজন বয়স্ক মহিলা তাঁর বিছানা থেকে উঠতেও কষ্ট হয় ৷ তাঁর হাঁটুতে ব্যাথা ৷ সিআইডি ও পুলিশ পাঠিয়ে রাজ্য সরকার যেভাবে তাঁকে হেনস্থা করছে সেটা বাংলার বা বাঙালির সংস্কৃতি একরম বলে মনে হয় না ৷ ৷"

আরও পড়ুন: কোজাগরী পূর্ণিমায় শান্তিকুঞ্জে সুকান্ত, শিশিরকে কটাক্ষ শাসকদলের

উল্লেখ্য, শান্তিকুঞ্জে গিয়ে কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন সুকান্ত মজুমদার । তিনি যখন শিশিরের সঙ্গে কথা বলছেন সে সময় সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন শুভেন্দুর ছোট ভাই তথা কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী । শান্তিকুঞ্জের ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষের সুর শোনা গিয়েছে রাজ্যের শাসক শিবিরের গলায়।

কাঁথি, 10 অক্টোবর: শুভেন্দু অধিকারীর বাড়ি 'শান্তিকুঞ্জ' থেকেও মমতাকে একহাত নিতে ছাড়লেন না সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পূর্ব মেদিনীপুর জেলা সফরে যান । কোজাগরী পূর্ণিমায় অধিকারী পরিবারের ঠিকানা 'শান্তিকুঞ্জ'-এ (Shantikunja) ধুমধাম করে লক্ষ্মীপুজো আয়োজনের (Lakshmi Puja) রীতি দীর্ঘদিনের। তা সকলেরই জানা ৷ সেখানে গিয়ে অধিকারী পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি ।

মায়ের ভোগ খাওয়ার পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "এটা সৌজন্য সাক্ষাৎকার । আমি বিজয়া করতে এসেছিলাম ৷ শিশির বাবু রাজনৈতিক আঙিনায় অন্যতম গুরুজন ও প্রবীণদের মধ্যে একজন ৷"

শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জ'-এ' লক্ষ্মীপুজোয় সুকান্ত

তিনি আরও বলেন, "আমার অনেক আগেই 'শান্তিকুঞ্জ'-এ আসার কথা ছিল । যাঁদের হাত ধরে বাংলার বাম-শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব হয়েছিল তাঁদের মধ্যে শিশির অধিকারীও (Sisir Adhikari) একজন । স্বাভাবিকভাবে তাঁর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা বা বিজয়ের প্রণাম সারা, সেটা আমার জন্য সৌভাগ্যের । ওঁর সঙ্গে কথা অনেক কথা হল ।"

এ দিন 'শান্তিকুঞ্জ' থেকে মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) তোপ দাগতে ছাড়লেন না সুকান্ত ৷ মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "আমি মুখ্যমন্ত্রীর বাড়িতেও বিজয়া করতে যেতাম, যদি না তাঁর হাতে বিজেপি কর্মীদের রক্ত লেগে থাকত ৷"

রাজ্য সরকারকে বিঁধে শুভেন্দুর মা সম্পর্কে সুকান্ত বলেন, "একজন বয়স্ক মহিলা তাঁর বিছানা থেকে উঠতেও কষ্ট হয় ৷ তাঁর হাঁটুতে ব্যাথা ৷ সিআইডি ও পুলিশ পাঠিয়ে রাজ্য সরকার যেভাবে তাঁকে হেনস্থা করছে সেটা বাংলার বা বাঙালির সংস্কৃতি একরম বলে মনে হয় না ৷ ৷"

আরও পড়ুন: কোজাগরী পূর্ণিমায় শান্তিকুঞ্জে সুকান্ত, শিশিরকে কটাক্ষ শাসকদলের

উল্লেখ্য, শান্তিকুঞ্জে গিয়ে কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন সুকান্ত মজুমদার । তিনি যখন শিশিরের সঙ্গে কথা বলছেন সে সময় সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন শুভেন্দুর ছোট ভাই তথা কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী । শান্তিকুঞ্জের ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষের সুর শোনা গিয়েছে রাজ্যের শাসক শিবিরের গলায়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.