কাঁথি (পূর্ব মেদিনীপুর), 13 মার্চ: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মানহানি হয়েছে ৷ এমন দাবি করে শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) সোমবার আইনজীবী মারফত তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) আইনি নোটিশ পাঠালেন ।
ইতিমধ্যে আদালতের নির্দেশে স্কুলে গ্রুপ-সি তে বহু চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল হয়েছে ৷ সেই চাকরি প্রার্থীদের মধ্যে 55 জনের ক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুপারিশ করেছিলেন বলে অভিযোগ ৷ রবিবার এমনই অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ শুভেন্দুর বিরুদ্ধে কেন তদন্ত হবে না, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি ৷
এছাড়া সোমবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলার প্রথম পাতায় শুভেন্দু অধিকারীর গ্রেফতারি চেয়ে প্রতিবেদন ছাপা হয় ৷ তাতেও বক্তব্য ছিল কুণাল ঘোষের । এতে রাজ্যের বিরোধী দলনেতার মানহানি হয়েছে বলেই দাবি করেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী । এদিন অধিকারী পরিবারের আইনজীবী অনির্বাণ চক্রবর্তীর মারফত তিনি কুণাল ঘোষ ও জাগোবাংলার (Jagobangla) কর্তৃপক্ষকে ৷
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত শুভেন্দু, বিস্ফোরক অভিযোগ এনে তদন্তের দাবি কুণালের
ওই নোটিশে 72 ঘণ্টার মধ্যে প্রমাণ দাখিলের কথা উল্লেখ করা হয়েছে ৷ আরও বলা হয়েছে, যদি তা না হয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে । অধিকারী পরিবারের আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘‘কুণাল ঘোষ ও জাগোবাংলা কর্তৃপক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন । যার ফলে শুভেন্দু অধিকারী মানহানি হয়েছে । তাই এদিন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী কুণাল ঘোষকে নোটিশ পাঠিয়েছেন ।’’
যদিও এই ঘটনায় কুণাল ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । কিন্তু এদিন কলকাতা হাইকোর্ট চত্বরে কুণালের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে ৷ তিনি কুণালের অভিযোগের কোনও আমলই দেননি ৷ উলটে তিনি তোপ দাগেন কুণালের বিরুদ্ধে ৷ বলেন, ‘‘আমি কোনও চোর, ডাকাত, অশিক্ষিতদের কথার উত্তর দিই না ।’’ পাশাপাশি তিনি এটাও বলেন, ‘‘আমি ওই কোম্পানির (তৃণমূল) মালিক মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি । তিনি কিছু মন্তব্য করুন, আমি তার উত্তর দেব ।’’
আরও পড়ুন: চোর ও অশিক্ষিত বলে তৃণমূলের কুণালের বিরুদ্ধে তোপ বিজেপির শুভেন্দুর