কাঁথি, 14 অক্টোবর: এক তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগে পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী ৷ শুক্রবার দুপুর 12টা 34 নাগাদ কাঁথি থানায় পৌঁছন সৌমেন্দু ৷ উল্লেখ্য, এই নিয়ে তিনবার তিন ভিন্ন মামলায় কাঁথি থানার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অধিকারী পরিবারের এই সদস্য ৷ প্রথমবার পথবাতি দুর্নীতি ও শ্মশান-ভূমি দুর্নীতির মামলায় তাঁকে টানা প্রায় 10 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ দ্বিতীয়বার কাঁথি পৌর এলাকায় সারদার বিল্ডিং নির্মাণের একটি ফাইল মিসিং মামলায় তাঁকে সাক্ষী হিসেবে 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল (Soumendu Adhikari faces police interrogation)।
এদিন যে মামলায় তৃণমূল সাংসদ শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারীকে জেরা করে কাঁথি থানার পুলিশ জানা গিয়েছে, সেই মামলাটি 2021 সালের ৷ গত বছর দোলের দিন কাঁথি পৌর এলাকার 15 নম্বর ওয়ার্ডে এক তৃণমূল নেতার বাড়িতে হামলা হয়েছিল । সেই হামলার ঘটনায় সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari ) জড়িত ছিলেন বলে অভিযোগ ৷ সেই মামলাতেই এদিন সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷
আরও পড়ুন: জোকা ইএসআই হাসপাতালে মানিকের স্বাস্থ্য পরীক্ষা
এছাড়াও 2019 সালে ইংল্যান্ডে বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন সৌমেন্দু । সেই প্রেক্ষিতে তাঁর আয়ের উৎস কী, তা জানতেও পুলিশ সৌমেন্দু অধিকারীর দশ বছরের আইটি রিটার্নের তথ্য চেয়েছে বলে খবর । তবে সৌমেন্দুর আইনজীবীদের দাবি, গত 12 বছরের আইটি রিটার্ন জমা দেওয়া রয়েছে তাঁর ৷ তবে পুলিশের তরফে এই আইটি রিটার্নের তথ্য চাওয়ার ক্ষেত্রে যে নোটিশ সৌমেন্দু অধিকারীকে পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশন কাপ দেখতে গিয়েছিলেন তিনি । কিন্তু সৌমেন্দুর আইনজীবীরা জানাচ্ছেন, তিনি রাশিয়ান ফেডারেশন কাপ কখনও দেখতে যাননি । এটা ভুল তথ্য, পুলিশ হয়রানি করতে ভুল তথ্য দিচ্ছে ৷ তবে 2019 সালে ইংল্যান্ডে বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন তিনি । সেই তথ্য পুলিশকে দেওয়া হয়েছে (police interrogates Soumendu Adhikari) ৷
এদিন সকাল 10টায় সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানায় হাজিরা দিতে বলা হয় ৷ কিন্তু অসুস্থ থাকায় ওষুধ এবং দুপুরের খাবার খেয়ে দুপুর সাড়ে 12টা নাগাদ থানায় আসেন সৌমেন্দু ৷ তবে সঙ্গে করে গীতা নিয়ে এলেও, তা নিয়ে থানায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি সৌমেন্দু অধিকারীকে ৷