ETV Bharat / state

মাস্ককে কাজে লাগিয়ে দিনের আলোয় মহিলার হার ছিনতাই কাঁথিতে - মাস্ককে কাজে লাগিয়ে হার ছিনতাই

লকডাউনে রাস্তাঘাট ফাঁকা। মুখে মাস্ক। এই অবস্থার সুযোগ নিয়েই দিনের আলোয় এক মহিলার হার ছিনতাই করল দুই দুষ্কৃতী।

Mask used to snatch rate
কাঁথিতে
author img

By

Published : Apr 19, 2020, 5:32 PM IST

Updated : Apr 19, 2020, 8:27 PM IST

কাঁথি 19 এপ্রিল: কোরোনার জেরে চলছে লকডাউন। লকডাউনে রাস্তাঘাট সুনসান। আবার সরকারি নির্দেশ অনুয়ায়ী রাস্তায় বেরোলে মাস্ক পরতে হবে। সেই মাস্ককে পরেই দিনের আলোয় কাঁথি শহরে এক মহিলার হার ছিনতাই করল দুষ্কৃতীরা। ফলে বোঝা গেল না মুখও ৷ তদন্তে নামল কাঁথি থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছ কাঁথি থানার শহর এলাকার 6 নম্বর ওয়ার্ডের স্কুল বাজারের কাছে। বেলা সাড়ে 11টা নাগাদ এক মহিলা টোটো করে কাঁথি শহর থেকে দারুয়ার দিকে যাচ্ছিলেন। দারুয়ার দিক থেকে আসা একটি মোটরসাইকেলে দুই দুষ্কৃতী স্কুল বাজারের সামনে এসে দাঁড়ায়। মোটরসাইকেলটি সামনে এসে পড়া টোটোর গতি শ্লথ হয়। এই সুযোগে এক দুষ্কৃতী গাড়ি থেকে নেমে ওই মহিলার পিছন থেকে তাঁর গলার হারটি টেনে ছিঁড়ে নেয়। এরপর দ্রুত মোটরসাইকেলে উঠে দুই দুষ্কৃতী পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর ওই মহিলার চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন। ততক্ষণে দুষ্কৃতীরা অবশ্য পালিয়ে গিয়েছে।পরে ওই মহিলা কাঁথি থানায় অভিযোগ জানানোর পর ঘটনাস্থানে এসে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী স্বপন দাস বলেন, "টোটো করে মহিলা কাঁথি থেকে দারুয়ার দিকে আসছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে দু'জন ছিল। ওদের একজন হার ছিনতাই করে। তারপর দুজনে গাড়িতে উঠে পালিয়ে যায়৷ মুখে মাস্ক ছিল ৷ "

কাঁথি মহকুমার পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী বলেন, "আমরা CCTV ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছি।"

কাঁথি 19 এপ্রিল: কোরোনার জেরে চলছে লকডাউন। লকডাউনে রাস্তাঘাট সুনসান। আবার সরকারি নির্দেশ অনুয়ায়ী রাস্তায় বেরোলে মাস্ক পরতে হবে। সেই মাস্ককে পরেই দিনের আলোয় কাঁথি শহরে এক মহিলার হার ছিনতাই করল দুষ্কৃতীরা। ফলে বোঝা গেল না মুখও ৷ তদন্তে নামল কাঁথি থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছ কাঁথি থানার শহর এলাকার 6 নম্বর ওয়ার্ডের স্কুল বাজারের কাছে। বেলা সাড়ে 11টা নাগাদ এক মহিলা টোটো করে কাঁথি শহর থেকে দারুয়ার দিকে যাচ্ছিলেন। দারুয়ার দিক থেকে আসা একটি মোটরসাইকেলে দুই দুষ্কৃতী স্কুল বাজারের সামনে এসে দাঁড়ায়। মোটরসাইকেলটি সামনে এসে পড়া টোটোর গতি শ্লথ হয়। এই সুযোগে এক দুষ্কৃতী গাড়ি থেকে নেমে ওই মহিলার পিছন থেকে তাঁর গলার হারটি টেনে ছিঁড়ে নেয়। এরপর দ্রুত মোটরসাইকেলে উঠে দুই দুষ্কৃতী পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর ওই মহিলার চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন। ততক্ষণে দুষ্কৃতীরা অবশ্য পালিয়ে গিয়েছে।পরে ওই মহিলা কাঁথি থানায় অভিযোগ জানানোর পর ঘটনাস্থানে এসে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী স্বপন দাস বলেন, "টোটো করে মহিলা কাঁথি থেকে দারুয়ার দিকে আসছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে দু'জন ছিল। ওদের একজন হার ছিনতাই করে। তারপর দুজনে গাড়িতে উঠে পালিয়ে যায়৷ মুখে মাস্ক ছিল ৷ "

কাঁথি মহকুমার পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী বলেন, "আমরা CCTV ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছি।"

Last Updated : Apr 19, 2020, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.