ETV Bharat / state

Smearing Ink on Mamata Banerjee Flex: পাঁশকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্সে কালি ছেটানোর অভিযোগ - Mamata Banerjee

পাঁশকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্সে কালি ছেটানোর অভিযোগ (Smearing Ink on Mamata Banerjee Flex in Panshkura) ৷ ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে পাঁশকুড়ার মেছোগ্রাম থেকে জিঞ্জাদা এলাকার মধ্যে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Smearing Ink on Mamata Banerjee Flex in Panshkura
Smearing Ink on Mamata Banerjee Flex in Panshkura
author img

By

Published : Sep 14, 2022, 3:03 PM IST

পাঁশকুড়া (পূর্ব মেদিনীপুর), 14 সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় মুখ্য়মন্ত্রী ছবি দেওয়া একাধিক ফ্লেক্সে কালি লাগানো ও ছিঁড়ে দেওয়ার অভিযোগ (Smearing Ink on Mamata Banerjee Flex in Panshkura) ৷ মঙ্গলবার রাতে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ৷ তবে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে বিজেপির বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ করা হয়েছে ৷ আজ খড়গপুরে দুই মেদিনীপুরের প্রশাসনিকম সভা মুখ্যমন্ত্রীর ৷ তার আগে এই ঘটনায় পাঁশকুড়ায় উত্তেজনা ছড়িয়েছে ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

এ দিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া মেছোগ্রাম থেকে জিঞ্জাদা পর্যন্ত মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া একাধিক ফ্লেক্স কালিমাখা অবস্থায় দেখতে পান স্থানীয়রা ৷ কয়েকটি ফ্লেক্স ছিঁড়েও ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ আর সেই খবর হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে ৷ সঙ্গে সঙ্গে ওই এলাকায় পৌঁছন স্থানীয় তৃণমূল নেতারা ৷ তাঁদের অভিযোগ, বিজেপির লোকজনই রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে ৷ স্থানীয় তৃণমূল কর্মীরা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে ৷ পরবর্তী সময়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আরও পড়ুন: 'অকারণ কালি ছোড়ার চেষ্টা করবেন না, আমার হাতেও আলকাতরা আছে', পোস্টার বিতর্কে তোপ মমতার

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপিই এমন জঘন্য রাজনীতি করে ৷ পঞ্চায়েত নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ এ নিয়ে আমরা পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ৷ তবে, তৃণমূলের তরফে তোলা অভিযোগ অস্বীকার করেছে পাঁশকুড়া বিজেপি নেতৃত্ব ৷ তাদের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবেই জড়িত নয় ৷ পালটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে ৷ বিজেপির দাবি, ব্লক সভাপতি বাছাইকে কেন্দ্রে করে তৃণমূলের মধ্যেই একাধিক ভাগ রয়েছে ৷ তাদের মধ্যেই কেউ বা কারা এই কাণ্ড ঘটিয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

পাঁশকুড়া (পূর্ব মেদিনীপুর), 14 সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় মুখ্য়মন্ত্রী ছবি দেওয়া একাধিক ফ্লেক্সে কালি লাগানো ও ছিঁড়ে দেওয়ার অভিযোগ (Smearing Ink on Mamata Banerjee Flex in Panshkura) ৷ মঙ্গলবার রাতে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ৷ তবে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে বিজেপির বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ করা হয়েছে ৷ আজ খড়গপুরে দুই মেদিনীপুরের প্রশাসনিকম সভা মুখ্যমন্ত্রীর ৷ তার আগে এই ঘটনায় পাঁশকুড়ায় উত্তেজনা ছড়িয়েছে ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

এ দিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া মেছোগ্রাম থেকে জিঞ্জাদা পর্যন্ত মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া একাধিক ফ্লেক্স কালিমাখা অবস্থায় দেখতে পান স্থানীয়রা ৷ কয়েকটি ফ্লেক্স ছিঁড়েও ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ আর সেই খবর হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে ৷ সঙ্গে সঙ্গে ওই এলাকায় পৌঁছন স্থানীয় তৃণমূল নেতারা ৷ তাঁদের অভিযোগ, বিজেপির লোকজনই রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে ৷ স্থানীয় তৃণমূল কর্মীরা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে ৷ পরবর্তী সময়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আরও পড়ুন: 'অকারণ কালি ছোড়ার চেষ্টা করবেন না, আমার হাতেও আলকাতরা আছে', পোস্টার বিতর্কে তোপ মমতার

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপিই এমন জঘন্য রাজনীতি করে ৷ পঞ্চায়েত নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ এ নিয়ে আমরা পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ৷ তবে, তৃণমূলের তরফে তোলা অভিযোগ অস্বীকার করেছে পাঁশকুড়া বিজেপি নেতৃত্ব ৷ তাদের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবেই জড়িত নয় ৷ পালটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে ৷ বিজেপির দাবি, ব্লক সভাপতি বাছাইকে কেন্দ্রে করে তৃণমূলের মধ্যেই একাধিক ভাগ রয়েছে ৷ তাদের মধ্যেই কেউ বা কারা এই কাণ্ড ঘটিয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.