ETV Bharat / state

শুভেন্দুকে কলকাতায় পা রাখতে হবে, ভুলে যায় না যেন : সিদ্ধার্থ নস্কর

চারিদিকে চলছে ছাপ্পা ভোট । তৃণমূলকর্মীরা মারধর করছে বিরোধীদের । BJP-র পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হচ্ছে না বুথে । ষষ্ঠ দফায় এমনই অভিযোগ করলেন BJP প্রার্থী সিদ্ধার্থ নস্কর ।

সিদ্ধার্থ নস্কর
author img

By

Published : May 12, 2019, 4:04 PM IST

Updated : May 12, 2019, 4:11 PM IST

নন্দীগ্রাম, 12 মে : নন্দীগ্রাম, হলদিয়ার বিভিন্ন জায়গায় চলছে ছাপ্পা ভোট । বুথে থাকতে দেওয়া হচ্ছে না BJP পোলিং এজেন্টদের । অভিযোগ করলেন তমলুক লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সিদ্ধার্থ নস্কর ।

তিনি বলেন, "চরম বিপর্যয় । আমরা বেরিয়ে এলাম । ছাপ্পা চলছে শুনলাম । বুথে এজেন্টদের বসিয়ে এলাম । তারপরও বের করে দিয়েছে । এখানে এই অবস্থা । আবার হলদিয়াতেও মেশিন ধরে ছাপ্পা চলছে । রায়নগর, জামবাড়ি, গোকুলনগরের বুথে নিজে গিয়ে (এজেন্টদের) বসিয়ে এলাম । সবাই ভয়ে লুকিয়ে রয়েছে । বাড়ি ভাঙচুর ও মারধর করছে, বাচ্চাদের তুলে নিয়ে চলে যাচ্ছে । চরম অশান্তি করছে । গণতন্ত্র বলে কিছু নেই ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

নির্বাচন কমিশনে কি অভিযোগ জানাচ্ছেন ? উত্তরে সিদ্ধার্থবাবু বলেন, "সমস্ত কিছু জানাচ্ছি । পুনর্নির্বাচনের দাবি করব । গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করছি । আজকের ভোট মিটে যাক । তারপর এদের বুকের কত পাটা আছে আমি দেখিয়ে ছাড়ব । শুভেন্দু অধিকারীকে কলকাতার মাটিতে পা রাখতে হবে । ভুলে যায় না যেন ।"

নন্দীগ্রাম, 12 মে : নন্দীগ্রাম, হলদিয়ার বিভিন্ন জায়গায় চলছে ছাপ্পা ভোট । বুথে থাকতে দেওয়া হচ্ছে না BJP পোলিং এজেন্টদের । অভিযোগ করলেন তমলুক লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সিদ্ধার্থ নস্কর ।

তিনি বলেন, "চরম বিপর্যয় । আমরা বেরিয়ে এলাম । ছাপ্পা চলছে শুনলাম । বুথে এজেন্টদের বসিয়ে এলাম । তারপরও বের করে দিয়েছে । এখানে এই অবস্থা । আবার হলদিয়াতেও মেশিন ধরে ছাপ্পা চলছে । রায়নগর, জামবাড়ি, গোকুলনগরের বুথে নিজে গিয়ে (এজেন্টদের) বসিয়ে এলাম । সবাই ভয়ে লুকিয়ে রয়েছে । বাড়ি ভাঙচুর ও মারধর করছে, বাচ্চাদের তুলে নিয়ে চলে যাচ্ছে । চরম অশান্তি করছে । গণতন্ত্র বলে কিছু নেই ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

নির্বাচন কমিশনে কি অভিযোগ জানাচ্ছেন ? উত্তরে সিদ্ধার্থবাবু বলেন, "সমস্ত কিছু জানাচ্ছি । পুনর্নির্বাচনের দাবি করব । গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করছি । আজকের ভোট মিটে যাক । তারপর এদের বুকের কত পাটা আছে আমি দেখিয়ে ছাড়ব । শুভেন্দু অধিকারীকে কলকাতার মাটিতে পা রাখতে হবে । ভুলে যায় না যেন ।"

sample description
Last Updated : May 12, 2019, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.