রামনগর (পূর্ব মেদিনীপুর), 14 ফেব্রুয়ারি: শপিংমলে ঢুকে ক্যাশ কাউন্টারের সামনে ঘোরাঘুরি করছিল এক যুবক ৷ দরজা দিয়ে একজন ব্যক্তি ঢুকতেই তার উপর অতর্কিতে হামলা চালাল যুবক ৷ হাতে থাকা একটা কিছু দিয়ে বারবার আঘাত করতে থাকে ওই ব্যক্তিকে ৷ আর তাতেই ধস্তাধস্তির জেরে মেঝেয় পড়ে যায় দু'জনেই ৷ পুরো ঘটনায় ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় ৷ পরে জানা গিয়েছে ওই ব্যক্তি ছিলেন শপিংমলটির মালিক ৷ আর কাঁচি দিয়ে তাঁর উপর হামলা চালায় অভিযুক্ত ৷
সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার রানিসাই এলাকায় (Purba Medinipur News)। সেদিন মলে ঢুকেই অভিযুক্ত জানতে চায় মালিক এখন কোথায়, কখন মলে আসবে ৷ ম্যানেজারের কাছ থেকে বিষয়টি জানার পরই অভিযুক্ত যুবক গেটের সামনে অপেক্ষা করছিল । তারপর হঠাৎ করেই মালিক শপিংমলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাঁর উপরে অতর্কিতে হামলা চালায় সে ৷ খবর পেয়ে রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলাকারীর বাড়ি রামনগর থানার মিরগোদায় ৷ সে নাকি মানসিক ভারসাম্যহীন । অভিযুক্তের পরিবারের লোকজনও একই কথা জানিয়েছে ৷ তাই সে না জেনেই এমন আক্রমণ করেছে । তবুও এত খোঁজখবর নিয়ে এই আক্রমণের পিছনে বিশেষ কোনও ষড়যন্ত্র আছে কীনা তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন । পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকায় রয়েছে শপিংমল-সহ অনেক বড় বড় দোকান । এইভাবে প্রকাশ্য দিবালোকে অতর্কিতে হামলার ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । ঘটনার পর থেকে রানিসাইয়ের এই শপিংমলের কর্মীরা আতঙ্কিত ৷ অনেকেই আবার পুলিশের উদাসীনতাকেই দায়ী করেছেন । আগামিদিনে এরকম অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে এমনটাই চাইছে শপিংমলের মালিক থেকে কর্মীরা । তনে মানসিক ভারসাম্যহীন জানতে পেরে অভিযুক্তকে আটক করেও ছেড়ে দেয় পুলিশ ৷ তবু দিনে দুপুরে এই অতর্কিত হামলাকে ঘিরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন । ঘটনার পর থেকে রানিসাই শপিংমল-সহ বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ।
আরও পড়ুন : সন্দেহের বশে বড় জা'য়ের গায়ে অ্যাসিড ছোট'র, আটক অভিযুক্ত