ETV Bharat / state

বোমা নিয়ে এলে গাছে বেঁধে খবর দিন, আমরা বিচার করব : সায়ন্তন - রাজনৈতিক অশান্তি

আজ ময়নার বাকচায় যান BJP নেতা সায়ন্তন বসু । বলেন, "যারা বোমা নিয়ে আসবে, তাদের গাছে বেঁধে রেখে আমাদের খবর দিন । আমরা তার বিচার করব ।"

Sayantan Basu
সায়ন্তন বসু
author img

By

Published : Feb 16, 2020, 8:53 PM IST

Updated : Feb 16, 2020, 10:03 PM IST

ময়না, 16 ফেব্রুয়ারি : কেউ বোমা নিয়ে এলে তাকে গাছে বেঁধে রাখার পরামর্শ দিলেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ৷ বললেন, "আমাদের খবর দিন ৷ আমরাই তাদের বিচার করব ৷ " আজ ময়নার বাকচায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে এই মন্তব্য করেন সায়ন্তনবাবু ৷ এর পালটা হিসেবে জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী বলেন, "জেলায় ঢুকে অশান্তি বাঁধাতে এলে, আমরা নৌকা বাঁধার মোটা কাছি দিয়ে জেলার বাইরে কোলাঘাটে বেঁধে রেখে দেব । মানুষ দেখে পয়সা ছুড়ে যাবে ।"

এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত বাকচা ৷ BJP-র অভিযোগ, তৃণমূলের অত্যাচারে আতঙ্কিত হয়ে ঘরছাড়া তাদের একাধিক কর্মকর্তা ৷ দিন কয়েক আগেও ফের বোমাবাজি হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়ায় এলাকায় । সায়ন্তনবাবু বলেন, "যাঁরা মোদিজিকে গণতন্ত্র বিরোধী, স্বেচ্ছাচারী, ফ্যাসিস্ট বলেন, তাঁদের আমি পশ্চিমবঙ্গের গণতন্ত্রের বাস্তব অবস্থা বোঝার জন্য, কে আসল ফ্যাসিস্ট এবং পুলিশের ভূমিকা বোঝার জন্য একবার ময়নায় ঘুরে যাওয়ার অনুরোধ করব ৷ শুধু BJP করার অপরাধেদলীয় কার্যকর্তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে ৷ বোমা ফেলা হয়েছে ৷ এলাকা পুরুষশূন্য করে দেওয়া হয়েছে ৷ মহিলাদের পর্যন্ত ছাড়া হয়নি । মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে । বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে দুধের শিশুকে পর্যন্ত ছাড়া হয়নি । ঘর থেকে টাকা, মোবাইল, TV নিয়ে যাচ্ছে । পুলিশের কাছে অভিযোগ করলে কোনও ফল মিলছে না ৷ পুলিশ দলদাসে পরিণত হয়েছে । আজকে আমি এখানে এসেছি । কার্যকর্তারা বাড়িতে নেই । কারণ তাদের অধিকাংশকে ঘরছাড়া করা হয়েছে ।" তিনি আরও বলেন, "বোমার আঘাতে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত ৷ মুড়িমুড়কির মতো বোমা তৈরি হচ্ছে । রাজ্যপাল যে বলছেন, পশ্চিমবঙ্গে এতো বিস্ফোরক তৈরি হচ্ছে, ওঁর কথার বাস্তব প্রতিফলন হচ্ছে ময়না । আমি এখানকার প্রমুখ কার্যকর্তাদের বলেছি রাতে পাহারার ব্যবস্থা করতে । যারা বোমা নিয়ে আসবে, তাদের ধরে গাছে বেঁধে রেখে আমাদের খবর দিতে । তারপর আমরা তার বিচার করব ।"

আজ ময়নার বাকচায় যান BJP নেতা সায়ন্তন বসু

এই প্রসঙ্গে শিশিরবাবু বলেন, "চারিদিকে ভোটে হেরে BJP নেতা সায়ন্তন বসুর অবস্থা এখন হায়নার মতো হয়েছে । নিজেরাই চারিদিকে বোমাবাজি করছে আর জেলায় এসে বোমাবাজির অভিযোগ করে এলাকা পুনরায় অশান্ত করার জন্য বিস্ফোরক বক্তব্য দিচ্ছে । ভবিষ্যতে জেলায় ঢুকে অশান্তি বাঁধাতে এলে, আমরা নৌকো বাঁধার মোটা কাছি দিয়ে জেলার বাইরে কোলাঘাটে বেঁধে রেখে দেব । মানুষ দেখে পয়সা ছুড়ে যাবে । জেলায় অশান্তি করে কোনও লাভ হবে না BJP-র ৷"

ময়না, 16 ফেব্রুয়ারি : কেউ বোমা নিয়ে এলে তাকে গাছে বেঁধে রাখার পরামর্শ দিলেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ৷ বললেন, "আমাদের খবর দিন ৷ আমরাই তাদের বিচার করব ৷ " আজ ময়নার বাকচায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে এই মন্তব্য করেন সায়ন্তনবাবু ৷ এর পালটা হিসেবে জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী বলেন, "জেলায় ঢুকে অশান্তি বাঁধাতে এলে, আমরা নৌকা বাঁধার মোটা কাছি দিয়ে জেলার বাইরে কোলাঘাটে বেঁধে রেখে দেব । মানুষ দেখে পয়সা ছুড়ে যাবে ।"

এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত বাকচা ৷ BJP-র অভিযোগ, তৃণমূলের অত্যাচারে আতঙ্কিত হয়ে ঘরছাড়া তাদের একাধিক কর্মকর্তা ৷ দিন কয়েক আগেও ফের বোমাবাজি হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়ায় এলাকায় । সায়ন্তনবাবু বলেন, "যাঁরা মোদিজিকে গণতন্ত্র বিরোধী, স্বেচ্ছাচারী, ফ্যাসিস্ট বলেন, তাঁদের আমি পশ্চিমবঙ্গের গণতন্ত্রের বাস্তব অবস্থা বোঝার জন্য, কে আসল ফ্যাসিস্ট এবং পুলিশের ভূমিকা বোঝার জন্য একবার ময়নায় ঘুরে যাওয়ার অনুরোধ করব ৷ শুধু BJP করার অপরাধেদলীয় কার্যকর্তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে ৷ বোমা ফেলা হয়েছে ৷ এলাকা পুরুষশূন্য করে দেওয়া হয়েছে ৷ মহিলাদের পর্যন্ত ছাড়া হয়নি । মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে । বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে দুধের শিশুকে পর্যন্ত ছাড়া হয়নি । ঘর থেকে টাকা, মোবাইল, TV নিয়ে যাচ্ছে । পুলিশের কাছে অভিযোগ করলে কোনও ফল মিলছে না ৷ পুলিশ দলদাসে পরিণত হয়েছে । আজকে আমি এখানে এসেছি । কার্যকর্তারা বাড়িতে নেই । কারণ তাদের অধিকাংশকে ঘরছাড়া করা হয়েছে ।" তিনি আরও বলেন, "বোমার আঘাতে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত ৷ মুড়িমুড়কির মতো বোমা তৈরি হচ্ছে । রাজ্যপাল যে বলছেন, পশ্চিমবঙ্গে এতো বিস্ফোরক তৈরি হচ্ছে, ওঁর কথার বাস্তব প্রতিফলন হচ্ছে ময়না । আমি এখানকার প্রমুখ কার্যকর্তাদের বলেছি রাতে পাহারার ব্যবস্থা করতে । যারা বোমা নিয়ে আসবে, তাদের ধরে গাছে বেঁধে রেখে আমাদের খবর দিতে । তারপর আমরা তার বিচার করব ।"

আজ ময়নার বাকচায় যান BJP নেতা সায়ন্তন বসু

এই প্রসঙ্গে শিশিরবাবু বলেন, "চারিদিকে ভোটে হেরে BJP নেতা সায়ন্তন বসুর অবস্থা এখন হায়নার মতো হয়েছে । নিজেরাই চারিদিকে বোমাবাজি করছে আর জেলায় এসে বোমাবাজির অভিযোগ করে এলাকা পুনরায় অশান্ত করার জন্য বিস্ফোরক বক্তব্য দিচ্ছে । ভবিষ্যতে জেলায় ঢুকে অশান্তি বাঁধাতে এলে, আমরা নৌকো বাঁধার মোটা কাছি দিয়ে জেলার বাইরে কোলাঘাটে বেঁধে রেখে দেব । মানুষ দেখে পয়সা ছুড়ে যাবে । জেলায় অশান্তি করে কোনও লাভ হবে না BJP-র ৷"

Last Updated : Feb 16, 2020, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.