ETV Bharat / state

সরকারি বাসে কন্যাশ্রীর প্রচার; মোদিই শিখিয়েছে, যুক্তি তৃণমূলের - rules

নির্বাচন কমিশনের নিয়ম তোয়াক্কা না করেই সরকারি বাসের পিছনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপন লাগিয়ে চলছে প্রচার। অভিযোগ BJP-র।

সরকারি বাসের পিছনে লাগানো রাজ্য সরকারের বিজ্ঞাপন
author img

By

Published : Mar 16, 2019, 10:41 AM IST

কাঁথি, ১৬ মার্চ : নির্বাচন কমিশনের নিয়ম তোয়াক্কা না করেই সরকারি বাসের পিছনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপন লাগিয়ে চলছে প্রচার। এই অভিযোগ তুলল BJP।

এবিষয়ে কাঁথি BJP-র সাংগাঠনিক সভাপতি তপন মাইতি বলেন, "রাজ্য সরকার বুঝে গেছে এবছর লোকসভা নির্বাচনে BJP সরকার নিজের পুরো দম লাগিয়ে দেবে। দিদির পুলিশকে দিয়ে আর ভোট হবে না। তাই এখন প্রচার করার অন্য উপায় খুঁজছে। এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বুথের ভিতরে কিছু করতে পারবে না বলে এখন রাস্তায় সেই কাজ করছে। এর তীব্র প্রতিবাদ জানাই।"

এবিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, "বাসে মূলত সেফ ড্রাইভ, সেভ লাইভের বিজ্ঞাপন দেওয়া থাকে। তাছাড়া, এরকম বিজ্ঞাপন তো মোদিও দিচ্ছেন। পোস্ট অফিসের খামে তো এখনও মোদির ছবি লাগানো। আয়ুষ্মান ভারতের নামে প্রত্যেকটি খাম বিলি করা হচ্ছে। এগুলো তো মোদি শিখিয়েছে। আর যে বিজ্ঞাপন আপনারা দেখছেন, সেগুলো খুলে দিলেও চলবে। এগুলো সাধারণ ব্যাপার। যদি নির্বাচনের বিধি মানতে হয় তাহলে অনেক দলকেই তা মানতে হবে। তাছাড়া, আমার মনে হয় না এগুলো নির্বাচনী আচরণ বিধির মধ্যে পড়ে।"

কাঁথি, ১৬ মার্চ : নির্বাচন কমিশনের নিয়ম তোয়াক্কা না করেই সরকারি বাসের পিছনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপন লাগিয়ে চলছে প্রচার। এই অভিযোগ তুলল BJP।

এবিষয়ে কাঁথি BJP-র সাংগাঠনিক সভাপতি তপন মাইতি বলেন, "রাজ্য সরকার বুঝে গেছে এবছর লোকসভা নির্বাচনে BJP সরকার নিজের পুরো দম লাগিয়ে দেবে। দিদির পুলিশকে দিয়ে আর ভোট হবে না। তাই এখন প্রচার করার অন্য উপায় খুঁজছে। এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বুথের ভিতরে কিছু করতে পারবে না বলে এখন রাস্তায় সেই কাজ করছে। এর তীব্র প্রতিবাদ জানাই।"

এবিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, "বাসে মূলত সেফ ড্রাইভ, সেভ লাইভের বিজ্ঞাপন দেওয়া থাকে। তাছাড়া, এরকম বিজ্ঞাপন তো মোদিও দিচ্ছেন। পোস্ট অফিসের খামে তো এখনও মোদির ছবি লাগানো। আয়ুষ্মান ভারতের নামে প্রত্যেকটি খাম বিলি করা হচ্ছে। এগুলো তো মোদি শিখিয়েছে। আর যে বিজ্ঞাপন আপনারা দেখছেন, সেগুলো খুলে দিলেও চলবে। এগুলো সাধারণ ব্যাপার। যদি নির্বাচনের বিধি মানতে হয় তাহলে অনেক দলকেই তা মানতে হবে। তাছাড়া, আমার মনে হয় না এগুলো নির্বাচনী আচরণ বিধির মধ্যে পড়ে।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.