ETV Bharat / state

Agricultural Development Society: ফিল্মি কায়দায় ডাকাতি কৃষি উন্নয়ন সমিতিতে, লুট টাকা ও গয়না - টাকা ও গয়না লুট

মাথায় বন্দুক ঠেকিয়ে সন্তেশ্বরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে টাকা ও গয়না লুটের অভিযোগ উঠেছে (Agricultural Development Society) ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷

Bank Robbery
ডাকাতি
author img

By

Published : Jan 18, 2023, 8:49 PM IST

সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে টাকা ও গয়না লুটের অভিযোগ

রামনগর, 18 জানুয়ারি: সাত সকালে কৃষি উন্নয়ন সমিতিতে কর্মচারিদের মাথায় বন্দুক ঠেকিয়ে ফিল্মি কায়দায় করা হল ডাকাতি ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার রামনগর এক নম্বর ব্লকের বাঁধিয়া অঞ্চলে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ (Robbers loot jewellaries and money)।

জানা গিয়েছে, এদিন সকাল পৌনে 9টার সময় একদল দুষ্কৃতী সন্তেশ্বরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মধ্যে প্রবেশ করে। সমিতির ইনচার্জের মাথায় বন্দুক ঠেকিয়ে এবং ভোজালি দেখিয়ে ফিল্মি কায়দায় বলে, লকারে আছে সব বের কর । না-হলে তোকে প্রাণে মেরে ফেলব । ভয়ে কর্তৃপক্ষ লকার খুলে দেয় । সেখানে থাকা প্রায় 25 লক্ষ টাকা ও গয়না ডাকাতরা নিয়ে চম্পট দেয় । ওই দুষ্কৃতীরা হিন্দিতে কথা বলছিল বলে সূত্রের খবর ।

এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর দেওয়া হয় পুলিশকে । রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে । তবে ঘটনার পরই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রত্যন্ত গ্রামে একটি সমবায় সমিতি রয়েছে । এই সমবায় সমিতিতে কোন গার্ড ছিল না কেন । আর যদি গার্ড ছিল, তাহলে সেই সময় তিনি কোথায় ছিলেন !

যদিও এই বিষয়টি কৃষি উন্নয়ন সমিতির কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা ব্যাপারটি এড়িয়ে যান । সমিতির এক কর্মচারি কল্যাণ বেরা বলেন, "হঠাৎ করে ছয় সাতজন ভিতরে প্রবেশ করে । তারপর তারা বন্দুক দেখিয়ে সব টাকা-পয়সা ও গয়না লুট করে নিয়ে চলে যায় । ইনচার্জ শুভাশিস সিং বলেন, "দুষ্কৃতীরা এসে প্রথমে আমার মাছায় বন্দুকটি ঠেকায় এবং ছুরি দেখিয়ে লকার খুলতে বলে । লকার না-খুললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । তারপর লকার খুলে দিলে যাবতীয় কিছু টাকা-সহ গয়না নিয়ে নেয় । এমনকী আমার হাতের আংটিগুলি খুলে নেয় ৷ মোবাইলও তারা নিয়ে চম্পট দেয় ।"

সমবায় সমিতির সম্পাদক সুকুমার পাঁজা বলেন, "ঠিক কত টাকা ডাকাতি হয়েছে তা পরিষ্কারভাবে এখনও জানা যায়নি । থানা থেকে পুলিশ এসে তদন্ত শুরু করেছে । ডাকাতির সময় কম্পিউটার-সহ অন্যান্য জিনিস ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।" শুধু কর্মী নন, গ্রাহকদের বন্দুক দেখিয়ে হাত থেকে মোবাইল নিয়ে নেয় দুষ্কৃতীরা । এর জেরে ভয় পেয়ে যান গ্রাহকরা ৷ এই বিষয়ে পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে তারা এখন কিছু বলবেন না । তবে খুব শীঘ্র অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

আরও পড়ুন: ফাঁকা মাঠে 14টি তাজা বোমা উদ্ধার, তীব্র চাঞ্চল্য চাঁদবেড়িয়া এলাকায়

সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে টাকা ও গয়না লুটের অভিযোগ

রামনগর, 18 জানুয়ারি: সাত সকালে কৃষি উন্নয়ন সমিতিতে কর্মচারিদের মাথায় বন্দুক ঠেকিয়ে ফিল্মি কায়দায় করা হল ডাকাতি ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার রামনগর এক নম্বর ব্লকের বাঁধিয়া অঞ্চলে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ (Robbers loot jewellaries and money)।

জানা গিয়েছে, এদিন সকাল পৌনে 9টার সময় একদল দুষ্কৃতী সন্তেশ্বরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মধ্যে প্রবেশ করে। সমিতির ইনচার্জের মাথায় বন্দুক ঠেকিয়ে এবং ভোজালি দেখিয়ে ফিল্মি কায়দায় বলে, লকারে আছে সব বের কর । না-হলে তোকে প্রাণে মেরে ফেলব । ভয়ে কর্তৃপক্ষ লকার খুলে দেয় । সেখানে থাকা প্রায় 25 লক্ষ টাকা ও গয়না ডাকাতরা নিয়ে চম্পট দেয় । ওই দুষ্কৃতীরা হিন্দিতে কথা বলছিল বলে সূত্রের খবর ।

এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর দেওয়া হয় পুলিশকে । রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে । তবে ঘটনার পরই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রত্যন্ত গ্রামে একটি সমবায় সমিতি রয়েছে । এই সমবায় সমিতিতে কোন গার্ড ছিল না কেন । আর যদি গার্ড ছিল, তাহলে সেই সময় তিনি কোথায় ছিলেন !

যদিও এই বিষয়টি কৃষি উন্নয়ন সমিতির কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা ব্যাপারটি এড়িয়ে যান । সমিতির এক কর্মচারি কল্যাণ বেরা বলেন, "হঠাৎ করে ছয় সাতজন ভিতরে প্রবেশ করে । তারপর তারা বন্দুক দেখিয়ে সব টাকা-পয়সা ও গয়না লুট করে নিয়ে চলে যায় । ইনচার্জ শুভাশিস সিং বলেন, "দুষ্কৃতীরা এসে প্রথমে আমার মাছায় বন্দুকটি ঠেকায় এবং ছুরি দেখিয়ে লকার খুলতে বলে । লকার না-খুললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । তারপর লকার খুলে দিলে যাবতীয় কিছু টাকা-সহ গয়না নিয়ে নেয় । এমনকী আমার হাতের আংটিগুলি খুলে নেয় ৷ মোবাইলও তারা নিয়ে চম্পট দেয় ।"

সমবায় সমিতির সম্পাদক সুকুমার পাঁজা বলেন, "ঠিক কত টাকা ডাকাতি হয়েছে তা পরিষ্কারভাবে এখনও জানা যায়নি । থানা থেকে পুলিশ এসে তদন্ত শুরু করেছে । ডাকাতির সময় কম্পিউটার-সহ অন্যান্য জিনিস ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।" শুধু কর্মী নন, গ্রাহকদের বন্দুক দেখিয়ে হাত থেকে মোবাইল নিয়ে নেয় দুষ্কৃতীরা । এর জেরে ভয় পেয়ে যান গ্রাহকরা ৷ এই বিষয়ে পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে তারা এখন কিছু বলবেন না । তবে খুব শীঘ্র অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

আরও পড়ুন: ফাঁকা মাঠে 14টি তাজা বোমা উদ্ধার, তীব্র চাঞ্চল্য চাঁদবেড়িয়া এলাকায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.