পাঁশকুড়া, 21 নভেম্বর : সম্প্রতি বাংলা দৈনিকে প্রকাশিত গল্পে এক আদিবাসী মহিলার কুরুচিকরভাবে চরিত্রায়ণ করা হয়েছে অভিযোগ করে আজ পাঁশকুড়ায় ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠন । তাদের দাবি , ওই লেখককে ক্ষমা চাইতে হবে ।
গল্পে একটি আদিবাসী মহিলা চরিত্রকে যেভাবে দেখানো হয়েছে,তা অত্যন্ত কুরুচিকর বলে অভিযোগ সংগঠনের । এ কারণেই ওই লেখকের ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য সহ বিভিন্ন জেলায় পথ অবরোধ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি । দুপুর বারোটা নাগাদ রাতুলিয়া বাস স্ট্যান্ডের কাছে জাতীয় সড়ক অবরোধ করে তারা । প্রথমে পাঁশকুড়া থানার পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয় । পরে ঘটনাস্থানে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ পৌঁছায় । পাঁশকুড়া ব্লকের BDO ধেনধূপ ভুটিয়া ও তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস আসেন ঘটনাস্থানে । দীর্ঘ সময় সংগঠনের নেতানেত্রীদের সঙ্গে আলোচনা চলে । ঘণ্টা দুয়েক পরে তোলা হয় অবরোধ ।
সংগঠনের নেত্রী সুমিতা হেমব্রম বলেন ,"পত্রিকার গল্পের লেখক আমাদের সম্প্রদায়ের মহিলাদের সম্পর্কে কুরুচিকর দৃষ্টিভঙ্গী নিয়ে গল্পটি লিখেছেন । সমাজের কাছে আমাদের ছোটো করে দেখানো হয়েছে । আমাদের আত্মসম্মানে লেগেছে । আমরা চাই ওই লেখক জনসমক্ষে এসে আমাদের কাছে ক্ষমা চাক । এই দাবিতে আমরা আজ পথ অবরোধ করেছি । প্রশাসনের অনুরোধে আজ অবরোধ তুলে নিলেও ভবিষ্যতে এর বিরুদ্ধে আন্দোলন চলবে । উনি ক্ষমা না চাইলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব ।"
তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস জানিয়েছেন, সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেওয়া হয়েছে । জাতীয় সড়কে স্বাভাবিক হয়েছে যান চলাচল ।