ETV Bharat / state

গল্পে আদিবাসী মহিলার কুরুচিকর চরিত্রায়ণের অভিযোগে অবরোধ

সম্প্রতি বাংলা দৈনিকে প্রকাশিত গল্পে এক আদিবাসী মহিলার কুরুচিকরভাবে চরিত্রায়ণ করা হয়েছে অভিযোগ করে আজ পাঁশকুড়ায় ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠন । তাদের দাবি , ওই লেখককে ক্ষমা চাইতে হবে ।

পথ অবরোধ
author img

By

Published : Nov 21, 2019, 11:11 PM IST

পাঁশকুড়া, 21 নভেম্বর : সম্প্রতি বাংলা দৈনিকে প্রকাশিত গল্পে এক আদিবাসী মহিলার কুরুচিকরভাবে চরিত্রায়ণ করা হয়েছে অভিযোগ করে আজ পাঁশকুড়ায় ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠন । তাদের দাবি , ওই লেখককে ক্ষমা চাইতে হবে ।

গল্পে একটি আদিবাসী মহিলা চরিত্রকে যেভাবে দেখানো হয়েছে,তা অত্যন্ত কুরুচিকর বলে অভিযোগ সংগঠনের । এ কারণেই ওই লেখকের ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য সহ বিভিন্ন জেলায় পথ অবরোধ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি । দুপুর বারোটা নাগাদ রাতুলিয়া বাস স্ট্যান্ডের কাছে জাতীয় সড়ক অবরোধ করে তারা । প্রথমে পাঁশকুড়া থানার পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয় । পরে ঘটনাস্থানে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ পৌঁছায় । পাঁশকুড়া ব্লকের BDO ধেনধূপ ভুটিয়া ও তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস আসেন ঘটনাস্থানে । দীর্ঘ সময় সংগঠনের নেতানেত্রীদের সঙ্গে আলোচনা চলে । ঘণ্টা দুয়েক পরে তোলা হয় অবরোধ ।

সংগঠনের নেত্রী সুমিতা হেমব্রম বলেন ,"পত্রিকার গল্পের লেখক আমাদের সম্প্রদায়ের মহিলাদের সম্পর্কে কুরুচিকর দৃষ্টিভঙ্গী নিয়ে গল্পটি লিখেছেন । সমাজের কাছে আমাদের ছোটো করে দেখানো হয়েছে । আমাদের আত্মসম্মানে লেগেছে । আমরা চাই ওই লেখক জনসমক্ষে এসে আমাদের কাছে ক্ষমা চাক । এই দাবিতে আমরা আজ পথ অবরোধ করেছি । প্রশাসনের অনুরোধে আজ অবরোধ তুলে নিলেও ভবিষ্যতে এর বিরুদ্ধে আন্দোলন চলবে । উনি ক্ষমা না চাইলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব ।"

তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস জানিয়েছেন, সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেওয়া হয়েছে । জাতীয় সড়কে স্বাভাবিক হয়েছে যান চলাচল ।

পাঁশকুড়া, 21 নভেম্বর : সম্প্রতি বাংলা দৈনিকে প্রকাশিত গল্পে এক আদিবাসী মহিলার কুরুচিকরভাবে চরিত্রায়ণ করা হয়েছে অভিযোগ করে আজ পাঁশকুড়ায় ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠন । তাদের দাবি , ওই লেখককে ক্ষমা চাইতে হবে ।

গল্পে একটি আদিবাসী মহিলা চরিত্রকে যেভাবে দেখানো হয়েছে,তা অত্যন্ত কুরুচিকর বলে অভিযোগ সংগঠনের । এ কারণেই ওই লেখকের ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য সহ বিভিন্ন জেলায় পথ অবরোধ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি । দুপুর বারোটা নাগাদ রাতুলিয়া বাস স্ট্যান্ডের কাছে জাতীয় সড়ক অবরোধ করে তারা । প্রথমে পাঁশকুড়া থানার পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয় । পরে ঘটনাস্থানে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ পৌঁছায় । পাঁশকুড়া ব্লকের BDO ধেনধূপ ভুটিয়া ও তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস আসেন ঘটনাস্থানে । দীর্ঘ সময় সংগঠনের নেতানেত্রীদের সঙ্গে আলোচনা চলে । ঘণ্টা দুয়েক পরে তোলা হয় অবরোধ ।

সংগঠনের নেত্রী সুমিতা হেমব্রম বলেন ,"পত্রিকার গল্পের লেখক আমাদের সম্প্রদায়ের মহিলাদের সম্পর্কে কুরুচিকর দৃষ্টিভঙ্গী নিয়ে গল্পটি লিখেছেন । সমাজের কাছে আমাদের ছোটো করে দেখানো হয়েছে । আমাদের আত্মসম্মানে লেগেছে । আমরা চাই ওই লেখক জনসমক্ষে এসে আমাদের কাছে ক্ষমা চাক । এই দাবিতে আমরা আজ পথ অবরোধ করেছি । প্রশাসনের অনুরোধে আজ অবরোধ তুলে নিলেও ভবিষ্যতে এর বিরুদ্ধে আন্দোলন চলবে । উনি ক্ষমা না চাইলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব ।"

তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস জানিয়েছেন, সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেওয়া হয়েছে । জাতীয় সড়কে স্বাভাবিক হয়েছে যান চলাচল ।

Intro:পাঁশকুড়া,২১ নভেম্বর: সম্প্রতি বাংলা এক দৈনিক পত্রিকায় আদিবাসী সম্প্রদায়ের মহিলাকে নিয়ে লেখকের কুরুচিকর দৃষ্টি দিয়ে লেখা গল্প প্রকাশিত হওয়ার প্রতিবাদে লেখকের ক্ষমা চাওয়ার দাবিতে পথ অবরোধে করল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠনের ডাকে এদিন পাঁশকুড়া ছয় নম্বর জাতীয় সড়কের রাতুলিয়াতে দুপুর বারোটা নাগাদ শুরু হয় পথ অবরোধ । অবরোধ তোলার জন্য ব্লক ও জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা চেষ্টা চালালেও দীর্ঘক্ষন ধরে চলে অবরোধ। যার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে জেলা পুলিশ লাইন থেকে বিশাল পুলিশবাহিনী অবরোধকারীদের সাথে আলোচনা করে প্রায় ঘণ্টা দুয়েক পরে তোলা হয় অবরোধ ।
Body:জানা গিয়েছে, বাংলার এক পত্রিকা রবিবারের সংখ্যায় একটি গল্প প্রকাশিত হয়। যে গল্পে একটি আদিবাসী মহিলা চরিত্রকে দেখানো হয়েছে। সেই চরিত্র কে লেখক যেভাবে প্রস্ফুটিত করেছে তা অত্যন্ত কুরুচিকর বলে দাবি সংগঠনের। যা ওই সম্প্রদায়ের মহিলাদেরকে সমাজের সামনে নগ্ন রূপে তুলে ধরা হয়েছে বলে দাবি। আর যার কারণে ওই সমাজের মহিলাদের আত্মসম্মান খর্ব হয়েছে । যে কারণে পত্রিকায় প্রকাশিত গল্পের লেখকে প্রকাশ্যে সমস্ত মানুষের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য সহ বিভিন্ন জেলায় পথ অবরোধ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। সংগঠনের পাঁশকুড়া ব্লকেরে( মুলুক) তরফে এদিন অবরোধ কর্মসূচি গ্রহণ করে। দুপুর বারোটা নাগাদ মিছিল সংঘটিত করে রাতুলিয়া বাস স্ট্যান্ডের কাছে জাতীয় সড়ক পথ অবরোধ করে। প্রথমে পাঁশকুড়া থানা থেকে পুলিশ বাহিনী এসে সেই অবরোধ তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইন থেকে বিশাল পুলিশবাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থানে। ঘটনাস্থলে এসে পৌঁছায় পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনধূপ ভুটিয়া ও তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস। দীর্ঘ সময় ধরে সংগঠনের নেতা নেত্রীদের সাথে আলোচনা করে প্রায় ঘণ্টা দুয়েক পরে তোলা হয় অবরোধ। দীর্ঘ সময় ধরে জাতীয় সড়ক অবরোধের জেরে নাকাল হন নিত্যযাত্রীরা।Conclusion:এ বিষয়ে সংগঠনের নেত্রী সুমিতা হেমরম জানিয়েছেন, পত্রিকার গল্পের লেখক আমাদের সম্প্রদায়ের মহিলাদের সম্পর্কে কুরুচিকর দৃষ্টি দিয়ে গল্প লিখেছেন। যা সমাজের কাছে আমাদের মহিলাদের ছোট করে দেখানো হয়েছে। যথেষ্ট আমাদের আত্মসম্মানে লেগেছে। আমরা চাই ওই লেখকের জনসমক্ষে এসে আমাদের কাছে ক্ষমা চায়। এই দাবিতে আমরা আজ পথ অবরোধ করেছি। প্রশাসনের অনুরোধে আজ অবরোধ তুলে নিলেও ভবিষ্যতে এর বিরুদ্ধে আন্দোলন চলবে। উনি ক্ষমা না চাইলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব।

তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস জানিয়েছেন, সংগঠনের সদস্যদের সাথে আলোচনা করে অবরোধ বর্তমানে তুলে দেওয়া হয়েছে। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.