ETV Bharat / state

দিঘায় সমুদ্রে তলিয়ে যাওয়া শ্রমিকের দেহ উদ্ধার !

সিহক গোলা ঘাটে ভেসে আসে দেহ ৷ ময়নাতদন্তে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।

author img

By

Published : Aug 10, 2020, 10:20 PM IST

recovery body of a worker at Digha
দিঘায়

দিঘা, 10 অগাস্ট : জলদাতে সমুদ্রবাঁধ মেরামতি চলছে ৷ গতকাল বাঁধের কাজের জন্য বেশ কয়েকটি পাথরের গাড়ি আসে ৷ ওই গাড়িগুলির এক শ্রমিক স্নান করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যায় । আজ দিঘার সিহক গোলা ঘাটে এক ব্যক্তির দেহ ভেসে আসে । দেহটি ওই শ্রমিকের বলেই অনুমান করছে পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

গত কয়েকদিন ধরেই সমুদ্রে জলোচ্ছ্বাসের কারণে তাজপুর-জলদা-চাঁদপুর এলাকার বেশ কয়েকটি গ্রামে জল ঢুকতে শুরু করে । প্রশাসনের উদ্যোগে ওইসব এলাকায় পাথরের বাঁধ তৈরির কাজ চলছিল । গতকাল তাজপুর-জলধাতে রাজু বেহেরা (44) ওড়িশা থেকে আসা পাথরের গাড়ির এক শ্রমিক স্নান করার সময় সমুদ্রে তলিয়ে যান । পরে বহু খোঁজাখুঁজিতেও তাঁর দেহ পাওয়া যায়নি ৷ এরপর আজ দীঘা সিহক গোলাঘাটে এক ব্যক্তির দেহ ভাসতে দেখতে যায় । স্থানীয়রা দীঘা কোস্টাল থানার খবর দিলে, পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের পাঠানো হয় দেহ ।

সিহক গোলা ঘাটে ভেসে উঠল শ্রমিকের দেহ ৷

পুলিশের প্রাথমিক অনুমান, গতকাল পাথরের গাড়ির যে শ্রমিক স্নান করতে গিয়ে নিখোঁজ হন ৷ সম্ভবত এটি তাঁরই দেহ ৷ তবে মুখে আঘাতের কারণে মুখ স্পষ্ট নয় ।

দিঘা, 10 অগাস্ট : জলদাতে সমুদ্রবাঁধ মেরামতি চলছে ৷ গতকাল বাঁধের কাজের জন্য বেশ কয়েকটি পাথরের গাড়ি আসে ৷ ওই গাড়িগুলির এক শ্রমিক স্নান করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যায় । আজ দিঘার সিহক গোলা ঘাটে এক ব্যক্তির দেহ ভেসে আসে । দেহটি ওই শ্রমিকের বলেই অনুমান করছে পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

গত কয়েকদিন ধরেই সমুদ্রে জলোচ্ছ্বাসের কারণে তাজপুর-জলদা-চাঁদপুর এলাকার বেশ কয়েকটি গ্রামে জল ঢুকতে শুরু করে । প্রশাসনের উদ্যোগে ওইসব এলাকায় পাথরের বাঁধ তৈরির কাজ চলছিল । গতকাল তাজপুর-জলধাতে রাজু বেহেরা (44) ওড়িশা থেকে আসা পাথরের গাড়ির এক শ্রমিক স্নান করার সময় সমুদ্রে তলিয়ে যান । পরে বহু খোঁজাখুঁজিতেও তাঁর দেহ পাওয়া যায়নি ৷ এরপর আজ দীঘা সিহক গোলাঘাটে এক ব্যক্তির দেহ ভাসতে দেখতে যায় । স্থানীয়রা দীঘা কোস্টাল থানার খবর দিলে, পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের পাঠানো হয় দেহ ।

সিহক গোলা ঘাটে ভেসে উঠল শ্রমিকের দেহ ৷

পুলিশের প্রাথমিক অনুমান, গতকাল পাথরের গাড়ির যে শ্রমিক স্নান করতে গিয়ে নিখোঁজ হন ৷ সম্ভবত এটি তাঁরই দেহ ৷ তবে মুখে আঘাতের কারণে মুখ স্পষ্ট নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.