ETV Bharat / state

Police arrests Robbers : মারিশদায় অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার 10 - Police arrests a robbers gang

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে 10 জনকে গ্রেফতার করল মারিশদা থানার পুলিশ (Police arrests a gang of robbers )।

robbers arrested
সোনা দোকান ডাকাতির ঘটনায় অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার ১০ পাণ্ডা
author img

By

Published : Dec 14, 2021, 11:11 PM IST

কাঁথি, 14 ডিসেম্বর: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে 10 জনকে গ্রেফতার করলো মারিশদা থানার পুলিশ (Police arrests a gang of decoits)। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা এর আগেও কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন । অভিযুক্তদের কাছ থেকে ডাকাতির জন্য ব্যবহৃত অস্ত্রশস্ত্র-সহ একটি চোরাই পিকআপ ভ্যান গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

অভিযুক্তরা হলেন শেখ রমজাম, শেখ রাজ , শেখ বেলাল, শেখ জুয়াস , শেখ রাকিব , শেখ মালেক, মারিশদা থানার ফুলেশ্বর গ্রামের শেখ সেলিম হোসেন, শেখ সিরাজুল, সৈয়দ সেনেশা আলম ও শেখ মুকলেস । জানা গিয়েছে এরা প্রত্যেকেই কাঁথি থানার দারুয়া এলাকার বাসিন্দা ৷ মঙ্গলবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মারিশদা থানার মশাগাঁ এলাকায় জড়ো হয়ে ছিল এই দলটি ।‌ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই মারিশদা থানার ওসি রাজু কুণ্ডুর নেতৃত্বে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ । পুলিশের জাল কেটে এবার আর পালাতে পারেনি অপরাধীরা ৷

পুলিশের অনুমান, গত 11 ডিসেম্বর রাতে মারিশদা বাজারে " আরতি জুয়েলার্স " নামে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে । মালিকের দাবি অনুযায়ী দেওয়াল ভেঙে নগদ টাকা এবং সোনার গয়না-সহ প্রায় পাঁচ লক্ষ টাকা ডাকাতি করে এই চক্র । দোকানের মালিক রতন কামিলার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে মারিশদা থানার পুলিশ । আর সেই সূত্র ধরেই এই 10 জনকে গ্রেফতার করা হয় ৷

মারিশদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু কুণ্ডু বলেন " গোপন সূত্রে খবর পেয়ে মারিশদা থানার মশাকা এলাকা থেকে 10 জনকে গ্রেফতার করা হয়েছে । তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম সহ একটি গাড়িও আটক করা হয়েছে। অভিযুক্তরা অন্য কোন ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা তাই নিজেদের হেফাজতে নিয়ে তা জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে ।"

কাঁথি, 14 ডিসেম্বর: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে 10 জনকে গ্রেফতার করলো মারিশদা থানার পুলিশ (Police arrests a gang of decoits)। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা এর আগেও কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন । অভিযুক্তদের কাছ থেকে ডাকাতির জন্য ব্যবহৃত অস্ত্রশস্ত্র-সহ একটি চোরাই পিকআপ ভ্যান গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

অভিযুক্তরা হলেন শেখ রমজাম, শেখ রাজ , শেখ বেলাল, শেখ জুয়াস , শেখ রাকিব , শেখ মালেক, মারিশদা থানার ফুলেশ্বর গ্রামের শেখ সেলিম হোসেন, শেখ সিরাজুল, সৈয়দ সেনেশা আলম ও শেখ মুকলেস । জানা গিয়েছে এরা প্রত্যেকেই কাঁথি থানার দারুয়া এলাকার বাসিন্দা ৷ মঙ্গলবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মারিশদা থানার মশাগাঁ এলাকায় জড়ো হয়ে ছিল এই দলটি ।‌ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই মারিশদা থানার ওসি রাজু কুণ্ডুর নেতৃত্বে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ । পুলিশের জাল কেটে এবার আর পালাতে পারেনি অপরাধীরা ৷

পুলিশের অনুমান, গত 11 ডিসেম্বর রাতে মারিশদা বাজারে " আরতি জুয়েলার্স " নামে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে । মালিকের দাবি অনুযায়ী দেওয়াল ভেঙে নগদ টাকা এবং সোনার গয়না-সহ প্রায় পাঁচ লক্ষ টাকা ডাকাতি করে এই চক্র । দোকানের মালিক রতন কামিলার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে মারিশদা থানার পুলিশ । আর সেই সূত্র ধরেই এই 10 জনকে গ্রেফতার করা হয় ৷

মারিশদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু কুণ্ডু বলেন " গোপন সূত্রে খবর পেয়ে মারিশদা থানার মশাকা এলাকা থেকে 10 জনকে গ্রেফতার করা হয়েছে । তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম সহ একটি গাড়িও আটক করা হয়েছে। অভিযুক্তরা অন্য কোন ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা তাই নিজেদের হেফাজতে নিয়ে তা জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.