ETV Bharat / state

মদ কিনতে ভিড়, ব্যবসায়ীকে ঘিরে বিক্ষোভ ময়নায় - alcohol

লকডাউনের মাঝেই বাইকে করে মদ বিক্রির অভিযোগ । ব্যবসায়ীকে ঘেরাও স্থানীয় বাসিন্দাদের । উদ্ধারে গিয়ে বিক্ষোভের মুখে ময়না থানার পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : May 4, 2020, 2:28 PM IST

ময়না, 4 মে : মদের বিক্রি বন্ধের দাবিতে ব্যবসায়ীকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । ঘটনাটি ময়না থানার পূর্বদোবাঁদি এলাকার । ঘণ্টা দু'য়েক পর ময়না থানার পুলিশ এসে মদ ব্যবসায়ী ও তাঁর এক কর্মীকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নার খেজুরতলা বাজার এলাকায় রাম সামন্ত নামে এক ব্যক্তির একটি মদের দোকান রয়েছে । লকডাউনের কারণে সেই দোকান দীর্ঘদিন ধরে বন্ধ । অভিযোগ, দোকান বন্ধের নির্দেশ থাকা সত্ত্বেও ওই ব্যবসায়ী গতকাল সন্ধে নাগাদ তাঁর এক কর্মীকে সঙ্গে নিয়ে বাইকের করে পূর্বদোবাঁদি এলাকায় মদ বিক্রি করতে যান । বেশ কয়েকদিন ধরেই ওই মদ ব্যবসায়ী এভাবেই লুকিয়ে মদ বিক্রি করছিলেন বলে আভিযোগ । যে কারণে মদ কেনার জন্য বাইরের বেশ কয়েকটি গ্রাম থেকে এলাকায় ভিড় জমত ।

কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় থেকে গতকাল সন্ধেয় এলাকার বাসিন্দারা মদ ব্যবসায়ীকে ঘেরাও করে বিক্ষোভ দেখান । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ময়না থানার পুলিশ। পুলিশ মদ ব্যবসায়ীকে উদ্ধার করতে গেলে তাদেরও আটকে রেখে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা । পরে পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেওয়া হয় ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা স্বপন প্রামাণিক বলেন, "দিনের পর দিন ওই ব্যবসায়ী এলাকায় ব্যবসা চালিয়ে যাওয়ায় বাইরের গ্রাম থেকে বহু মানুষ এসে ভিড় জমাতে শুরু করেছিলেন । ওঁকে এলাকায় ব্যবসা বন্ধ করার জন্য অনুরোধ করেছিলাম আমরা। কিন্তু উনি তা কানে তোলেননি । বাইকে করে এসে মদ বিক্রি করায় বহু মানুষের সংস্পর্শেও আসছেন । এবার তাঁদের মধ্যে কেউ সংক্রমিত থাকলে গোটা এলাকার মানুষের মধ্যে তা সহজেই ছড়িয়ে পড়বে । কোরোনার আতঙ্ক থেকেই ঘটনার প্রতিবাদ জানিয়েছি । আমরা চাই, পুলিশ দ্রুত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক ।"

এই বিষয়ে ময়না থানার OC মাহিউল ইসলাম জানিয়েছেন, ব্যবসায়ী ও তাঁর কর্মীকে উদ্ধার করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ময়না, 4 মে : মদের বিক্রি বন্ধের দাবিতে ব্যবসায়ীকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । ঘটনাটি ময়না থানার পূর্বদোবাঁদি এলাকার । ঘণ্টা দু'য়েক পর ময়না থানার পুলিশ এসে মদ ব্যবসায়ী ও তাঁর এক কর্মীকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নার খেজুরতলা বাজার এলাকায় রাম সামন্ত নামে এক ব্যক্তির একটি মদের দোকান রয়েছে । লকডাউনের কারণে সেই দোকান দীর্ঘদিন ধরে বন্ধ । অভিযোগ, দোকান বন্ধের নির্দেশ থাকা সত্ত্বেও ওই ব্যবসায়ী গতকাল সন্ধে নাগাদ তাঁর এক কর্মীকে সঙ্গে নিয়ে বাইকের করে পূর্বদোবাঁদি এলাকায় মদ বিক্রি করতে যান । বেশ কয়েকদিন ধরেই ওই মদ ব্যবসায়ী এভাবেই লুকিয়ে মদ বিক্রি করছিলেন বলে আভিযোগ । যে কারণে মদ কেনার জন্য বাইরের বেশ কয়েকটি গ্রাম থেকে এলাকায় ভিড় জমত ।

কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় থেকে গতকাল সন্ধেয় এলাকার বাসিন্দারা মদ ব্যবসায়ীকে ঘেরাও করে বিক্ষোভ দেখান । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ময়না থানার পুলিশ। পুলিশ মদ ব্যবসায়ীকে উদ্ধার করতে গেলে তাদেরও আটকে রেখে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা । পরে পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেওয়া হয় ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা স্বপন প্রামাণিক বলেন, "দিনের পর দিন ওই ব্যবসায়ী এলাকায় ব্যবসা চালিয়ে যাওয়ায় বাইরের গ্রাম থেকে বহু মানুষ এসে ভিড় জমাতে শুরু করেছিলেন । ওঁকে এলাকায় ব্যবসা বন্ধ করার জন্য অনুরোধ করেছিলাম আমরা। কিন্তু উনি তা কানে তোলেননি । বাইকে করে এসে মদ বিক্রি করায় বহু মানুষের সংস্পর্শেও আসছেন । এবার তাঁদের মধ্যে কেউ সংক্রমিত থাকলে গোটা এলাকার মানুষের মধ্যে তা সহজেই ছড়িয়ে পড়বে । কোরোনার আতঙ্ক থেকেই ঘটনার প্রতিবাদ জানিয়েছি । আমরা চাই, পুলিশ দ্রুত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক ।"

এই বিষয়ে ময়না থানার OC মাহিউল ইসলাম জানিয়েছেন, ব্যবসায়ী ও তাঁর কর্মীকে উদ্ধার করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.