ETV Bharat / state

আমাদের টার্গেট তৃণমূলকে পঞ্চাশের মধ্যে বেঁধে দেওয়া : সৌমিত্র

রাজ্য BJP-র নির্দেশে পাঁশকুড়ায় মেদিনীপুর জ়োনের কর্মসূচিতে যোগ দিয়ে BJP-র যুব সভাপতি সৌমিত্র খাঁ বলেন," আমাদের যে ২০০ টার্গেট দেওয়া হয়েছে তা নিশ্চিত হবে । এই টার্গেট আমাদের কাছে কোন কঠিন সমস্যা নয় । আমরা তৃণমূল কংগ্রেসকে 50 আসনের মধ্যে বেঁধে দেওয়ার জন্য লড়াই চালাব ।"

Soumitra Khan
সৌমিত্র খাঁ
author img

By

Published : Nov 21, 2020, 7:15 PM IST

পাঁশকুড়া, 21 নভেম্বর : পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন । তার আগেই রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে জোরদার প্রস্তুতি শুরু করেছে BJP । ইতিমধ্যেই রাজ্যে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য BJP-কে 200 বিধানসভা আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন । এবার সেই টার্গেট পূরণের লক্ষ্যেই নতুন ভোটারদের দলে টানতে BJP-র যুব মোর্চা কর্মসূচি নিয়েছে "নব মতদাতা ও যুব যোদ্ধা" । রাজ্য BJP-র নির্দেশে পাঁশকুড়ায় মেদিনীপুর জ়োনের কর্মসূচিতে যোগ দিয়ে আত্মবিশ্বাসের সাথে রাজ্য BJP-র যুব সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ জানালেন, "200 টার্গেট কোনও কঠিন ব্যাপার নয়, আমাদের টার্গেট তৃণমূল কংগ্রেসকে পঞ্চাশের মধ্যে বেঁধে দেওয়া ।"

নির্বাচনী ফসলকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ইতিমধ্যেই রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে ফেলা হয়েছে BJP-র তরফে । তার মধ্যে হাওড়া হুগলি ও মেদিনীপুর নিয়ে গঠিত হয়েছে মেদিনীপুর জ়োন । মেদিনীপুর জ়োনের সমস্ত যুব কার্যকর্তাদের নিয়ে পাঁশকুড়ার এক বেসরকারি অতিথিশালায় অনুষ্ঠিত হয় দলের সাংগঠনিক বৈঠক । বৈঠকে উপস্থিত ছিলেন BJP-র রাজ্যের যুব সভাপতি সৌমিত্র খাঁ, BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, শঙ্কুদেব পণ্ডা , সিন্টু সেনাপতি সহ একাধিক নেতৃত্ব । সাংগঠনিক সভা শুরুর আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন, "নির্বাচনকে সামনে রেখে আমরা 'ওয়ান ইলেভেন ইয়ুথ' কর্মসূচি নিয়েছি । যে কারণে জেলায় জেলায় এখন সফর চলছে । সমস্ত কর্মকর্তাদের সাথে বৈঠকে আমরা নিশ্চিত করতে চাই আগামী নির্বাচনে যতজন নতুন ভোটার আসবে তারা যেন নরেন্দ্র মোদি ও ভারতীয় জনতা পার্টির আদর্শে থাকে ।"

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগে রাজ্যে পা দিয়ে বাংলা জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন । সে বিষয়ে আত্মবিশ্বাসের সাথে সৌমিত্র খাঁ বলেন," আমাদের যে ২০০ টার্গেট দেওয়া হয়েছে তা নিশ্চিত হবে । এই টার্গেট আমাদের কাছে কোন কঠিন সমস্যা নয় । আমরা তৃণমূল কংগ্রেসকে 50 আসনের মধ্যে বেঁধে দেওয়ার জন্য লড়াই চালাব ।"

শুভেন্দু অধিকারীর বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি জানান,"তৃণমূল কংগ্রেস ভাঙলে আমাদের অবশ্যই লাভ । তৃণমূল কংগ্রেসের পিসি আর ভাইপো ছাড়া আর কারও কোনও কাজ আছে বলে আমার মনে হয় না । তৃণমূল কংগ্রেসের যারা নন্দীগ্রামের এবং সিঙ্গুর আন্দোলন করেছিলেন তাঁরাই তৃণমূল কংগ্রেসের প্রতি এখন বীতশ্রদ্ধ । আমরা কখনও দেখি বেচারাম মান্না ও মাস্টারমশাইয়ের লড়াই । আর এখানে মন্ত্রীর সাথে বিধায়কের লড়াই । তাই তৃণমূল কংগ্রেস যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে সরে যায় বাংলার মানুষের ততই মঙ্গল ।"

অপরদিকে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কলকাতার শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে শুভেন্দু অধিকারীর পোস্টারের দুইপাশে থাকা দিলীপ ঘোষের পোস্টার কে ঘিরে তৈরি হওয়া নতুন জল্পনা নিয়ে বলেন, "কারা ছবি লাগিয়েছ আমাদের জানা নেই । BJP থেকে ওই ছবি লাগানো হয়নি । অন্য কেউ লাগালে লাগাতে পারে তা আমাদের জানা নেই‌ । কালীঘাট প্রাইভেট লিমিটেডের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, কাটমানি সংস্কৃতির বিরুদ্ধে বাংলায় হিটলারি শাসনের বিরুদ্ধে যদি কেউ এই জনগণের যুদ্ধে শামিল হতে চান আমাদের দলে তিনি স্বাগত আছেন ।"

এছাড়াও ভাটপাড়ার BJP-র সাংসদ অর্জুন সিং সকালে তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী সহ আরও পাঁচজন সাংসদের BJP-তে যোগদানের কথা দাবি করেন । সেই পরিপেক্ষিতে সায়ন্তন বাবু বলেন,"এ বিষয়ে আমার কিছু জানা নেই । তবে তা ভবিষ্যতই বলবে । তবে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসে কালীঘাটের দুজন ছাড়া আর কেউ থাকবে ।"

গতকালই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যোগ দেন BJP-তে । সে প্রসঙ্গে তিনি বলেন "আজ দলীয় কার্যালয়ে আরও বেশ কয়েকজন যোগ দিয়েছেন । ধীরে ধীরে তৃণমূল দলটাই ভ্যানিশ হয়ে যাবে । বিহার থেকে বুদ্ধি ধার করে নিয়ে এসে 'পিকে টিকে'কে দিকে দিয়ে কিছু হবেনা । সাড়ে পাঁচশো কোটি টাকা যদি জনগণের স্বার্থে দিত তাহলে মানুষের উপকার হত । তৃণমূলকে মানুষ আশীর্বাদ করত । বিহারের বুদ্ধি নিয়ে এসে জনগণের টাকা দিয়ে অন্তত যা বলা হচ্ছে যা চর্চা চলছে তাতে তৃণমূল কংগ্রেসের কোন লাভ হবে বলে আমার মনে হয় না । নন্দীগ্রাম থেকে তৃণমূলের যাত্রা শুরু হয়েছিল নন্দীগ্রামের নদীতেই তৃণমূলের যাত্রাপথ শেষ হবে ।"

পাঁশকুড়া, 21 নভেম্বর : পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন । তার আগেই রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে জোরদার প্রস্তুতি শুরু করেছে BJP । ইতিমধ্যেই রাজ্যে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য BJP-কে 200 বিধানসভা আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন । এবার সেই টার্গেট পূরণের লক্ষ্যেই নতুন ভোটারদের দলে টানতে BJP-র যুব মোর্চা কর্মসূচি নিয়েছে "নব মতদাতা ও যুব যোদ্ধা" । রাজ্য BJP-র নির্দেশে পাঁশকুড়ায় মেদিনীপুর জ়োনের কর্মসূচিতে যোগ দিয়ে আত্মবিশ্বাসের সাথে রাজ্য BJP-র যুব সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ জানালেন, "200 টার্গেট কোনও কঠিন ব্যাপার নয়, আমাদের টার্গেট তৃণমূল কংগ্রেসকে পঞ্চাশের মধ্যে বেঁধে দেওয়া ।"

নির্বাচনী ফসলকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ইতিমধ্যেই রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে ফেলা হয়েছে BJP-র তরফে । তার মধ্যে হাওড়া হুগলি ও মেদিনীপুর নিয়ে গঠিত হয়েছে মেদিনীপুর জ়োন । মেদিনীপুর জ়োনের সমস্ত যুব কার্যকর্তাদের নিয়ে পাঁশকুড়ার এক বেসরকারি অতিথিশালায় অনুষ্ঠিত হয় দলের সাংগঠনিক বৈঠক । বৈঠকে উপস্থিত ছিলেন BJP-র রাজ্যের যুব সভাপতি সৌমিত্র খাঁ, BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, শঙ্কুদেব পণ্ডা , সিন্টু সেনাপতি সহ একাধিক নেতৃত্ব । সাংগঠনিক সভা শুরুর আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন, "নির্বাচনকে সামনে রেখে আমরা 'ওয়ান ইলেভেন ইয়ুথ' কর্মসূচি নিয়েছি । যে কারণে জেলায় জেলায় এখন সফর চলছে । সমস্ত কর্মকর্তাদের সাথে বৈঠকে আমরা নিশ্চিত করতে চাই আগামী নির্বাচনে যতজন নতুন ভোটার আসবে তারা যেন নরেন্দ্র মোদি ও ভারতীয় জনতা পার্টির আদর্শে থাকে ।"

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগে রাজ্যে পা দিয়ে বাংলা জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন । সে বিষয়ে আত্মবিশ্বাসের সাথে সৌমিত্র খাঁ বলেন," আমাদের যে ২০০ টার্গেট দেওয়া হয়েছে তা নিশ্চিত হবে । এই টার্গেট আমাদের কাছে কোন কঠিন সমস্যা নয় । আমরা তৃণমূল কংগ্রেসকে 50 আসনের মধ্যে বেঁধে দেওয়ার জন্য লড়াই চালাব ।"

শুভেন্দু অধিকারীর বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি জানান,"তৃণমূল কংগ্রেস ভাঙলে আমাদের অবশ্যই লাভ । তৃণমূল কংগ্রেসের পিসি আর ভাইপো ছাড়া আর কারও কোনও কাজ আছে বলে আমার মনে হয় না । তৃণমূল কংগ্রেসের যারা নন্দীগ্রামের এবং সিঙ্গুর আন্দোলন করেছিলেন তাঁরাই তৃণমূল কংগ্রেসের প্রতি এখন বীতশ্রদ্ধ । আমরা কখনও দেখি বেচারাম মান্না ও মাস্টারমশাইয়ের লড়াই । আর এখানে মন্ত্রীর সাথে বিধায়কের লড়াই । তাই তৃণমূল কংগ্রেস যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে সরে যায় বাংলার মানুষের ততই মঙ্গল ।"

অপরদিকে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কলকাতার শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে শুভেন্দু অধিকারীর পোস্টারের দুইপাশে থাকা দিলীপ ঘোষের পোস্টার কে ঘিরে তৈরি হওয়া নতুন জল্পনা নিয়ে বলেন, "কারা ছবি লাগিয়েছ আমাদের জানা নেই । BJP থেকে ওই ছবি লাগানো হয়নি । অন্য কেউ লাগালে লাগাতে পারে তা আমাদের জানা নেই‌ । কালীঘাট প্রাইভেট লিমিটেডের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, কাটমানি সংস্কৃতির বিরুদ্ধে বাংলায় হিটলারি শাসনের বিরুদ্ধে যদি কেউ এই জনগণের যুদ্ধে শামিল হতে চান আমাদের দলে তিনি স্বাগত আছেন ।"

এছাড়াও ভাটপাড়ার BJP-র সাংসদ অর্জুন সিং সকালে তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী সহ আরও পাঁচজন সাংসদের BJP-তে যোগদানের কথা দাবি করেন । সেই পরিপেক্ষিতে সায়ন্তন বাবু বলেন,"এ বিষয়ে আমার কিছু জানা নেই । তবে তা ভবিষ্যতই বলবে । তবে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসে কালীঘাটের দুজন ছাড়া আর কেউ থাকবে ।"

গতকালই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যোগ দেন BJP-তে । সে প্রসঙ্গে তিনি বলেন "আজ দলীয় কার্যালয়ে আরও বেশ কয়েকজন যোগ দিয়েছেন । ধীরে ধীরে তৃণমূল দলটাই ভ্যানিশ হয়ে যাবে । বিহার থেকে বুদ্ধি ধার করে নিয়ে এসে 'পিকে টিকে'কে দিকে দিয়ে কিছু হবেনা । সাড়ে পাঁচশো কোটি টাকা যদি জনগণের স্বার্থে দিত তাহলে মানুষের উপকার হত । তৃণমূলকে মানুষ আশীর্বাদ করত । বিহারের বুদ্ধি নিয়ে এসে জনগণের টাকা দিয়ে অন্তত যা বলা হচ্ছে যা চর্চা চলছে তাতে তৃণমূল কংগ্রেসের কোন লাভ হবে বলে আমার মনে হয় না । নন্দীগ্রাম থেকে তৃণমূলের যাত্রা শুরু হয়েছিল নন্দীগ্রামের নদীতেই তৃণমূলের যাত্রাপথ শেষ হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.